|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
শহর ছাড়িয়ে প্রকৃতির কোলে |
মৃণাল ঘোষ |
গ্যালারি সংস্কৃতি শহর কলকাতাকে ছাড়িয়ে গ্রামের দিকেও প্রসারিত হচ্ছে এখন। কলকাতা থেকে কিছু দূরে দক্ষিণ চব্বিশ পরগনার শামুকপোতায় রয়েছে ‘গ্রিন মিল’ নামে বৃক্ষ-সৃজনের পরীক্ষাগার। সেই শ্যামল পরিমণ্ডলে সম্প্রতি উদ্বোধন হল ‘প্রকৃতি আর্ট গ্যালারি’ নামে একটি চিত্র প্রদর্শনশালা। এখানে অনুষ্ঠিত হল তরুণ শিল্পী মেহাতাব মোল্লার একক প্রদর্শনীটি দিয়ে। মেহাতাব স্বশিক্ষিত শিল্পী এবং ওই গ্রামেরই ছেলে। তাঁর ছবিগুলিতে পশু, পাখি, গ্রামের মানুষ এসেছে বিষয় হিসেবে। নিজস্ব শৈলীর উপস্থাপনার মধ্য দিয়ে লৌকিক বিষয়ের মধ্যেই তিনি আধুনিকতার অন্তর্লীন সংঘাত এনেছেন। এর ভিতর তাঁর স্বকীয় রূপ নির্মাণের প্রবণতা লক্ষ করা যায়। |
|
প্রদর্শনী
চলছে
সিমা: অদ্ভুতম ৩১ ডিসেম্বর পর্যন্ত।
ইমামি চিজেল: শুভাপ্রসন্ন ৮ পর্যন্ত।
অ্যাকাডেমি: মানসী মিত্র, স্বপনকুমার সাহা প্রমুখ ৮ পর্যন্ত।
মন আর্ট গ্যালারি: বিপুল আজ শেষ।
জি সি লাহা: প্রদীপ, অপূর্ব প্রমুখ আজ শেষ।
হোটেল হিন্দুস্থান: জয়দেব বালা ৭ ডিসেম্বর পর্যন্ত।
তাজ বেঙ্গল: সুমা দত্ত ১১ পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: কৃষ্ণা, কুসুমিতা প্রমুখ কাল শেষ।
গ্যালারি ৭৯: সমীর, রাজর্ষি প্রমুখ ৬ ডিসেম্বর পর্যন্ত।
জি সি লাহা: প্রদীপ, শক্তি প্রমুখ আজ শেষ। |
|
|
|
|
|