পরিবহণ সংস্থার ওয়েবসাইটের গোপন তথ্য নিজের সংস্থার স্বার্থে ব্যবহারের অভিযোগে গ্রেফতার হলেন ওই সংস্থারই এক প্রাক্তন কর্মী। তাঁর নাম চন্দ্র গুপ্ত (২৭)। শুক্রবার, বিধান সরণিতে নিজের বাড়ি থেকে তাঁকে ধরা হয়। পুলিশ জানায়, ২০১০-এ নিউ আলিপুরের এক পরিবহণ সংস্থায় যোগ দেন চন্দ্র। এ বছর মে মাসে কাজ ছেড়ে রাজারহাটে নিজের তথ্যপ্রযুক্তি ও পরিবহণ সংস্থা খোলেন তিনি। ১৬ নভেম্বর নিউ আলিপুরের সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অভিষেক চৌধুরী পুলিশে অভিযোগ করেন, তাঁর সংস্থার ওয়েবসাইটের ‘কন্ট্যাক্ট’গুলি কেউ ব্যবহার করায় ব্যবসার ক্ষতি হচ্ছে। তিনিই পুলিশকে জানান, সংস্থার প্রাক্তন কর্মী চন্দ্র ওয়েবসাইটটি তৈরি করেন। তদন্তে জানা যায়, চন্দ্রই ‘কন্ট্যাক্ট’গুলি নিজের সংস্থার স্বাথের্র্ ব্যবহার করেছেন। অন্য দিকে, এক তরুণীর অশ্লীল ছবি ওয়েবসাইটে ‘আপলোডে’র অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। শুক্রবার সুরাটের নবসারি বাজার এলাকা থেকে দেবরায় প্রামাণিক নামে ওই যুবককে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম শাখা। ‘ট্রানজিট রিমান্ড’-এ তাঁকে কলকাতায় আনা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। |
এক কলেজছাত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হল। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ, বেলেঘাটার তারণকৃষ্ণ নস্কর লেনের একটি বাড়ি থেকে দেহটি মেলে। মৃতার নাম প্রিয়ঙ্কা মিত্র (১৯)। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ওই তরুণী গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছেন। তাঁর ডায়েরি থেকে একটি সুইসাইড নোটও মিলেছে। তাতে অবশ্য নিজের মৃত্যুর জন্য প্রিয়ঙ্কা কাউকে দায়ী করে যাননি। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। |
রাস্তায় পড়ে থাকা এক অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল নিউ টাউন থানার পুলিশ। শুক্রবার বিকেলে, নিউ টাউন বাসস্ট্যান্ডের কাছে। পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধ অনেকক্ষণ রাস্তায় পড়ে ছিলেন। পথচারীরাই বিষয়টি তাদের নজরে আনেন। এর পরে পুলিশ গিয়ে ওই বৃদ্ধকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করে। ভবঘুরে চেহারার ওই বৃদ্ধ নিজের আত্মীয়দের নাম বলতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রীদেবীর শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। শুক্রবার এসএসকেএম হাসপাতাল সূত্রে জানানো হয়, তাঁর ডায়ালিসিস হয়েছে। কিন্তু এখনই তাঁকে ভেন্টিলেশন থেকে বার করার কথা ভাবছেন না চিকিৎসকেরা। গায়ত্রীদেবীর সংজ্ঞা ফেরেনি। তাঁর চিকিৎসায় ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গড়া হয়েছে। |