কেজি বেসিনে রিলায়্যান্সের অতিরিক্ত লগ্নি প্রস্তাব বাতিল
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কেজি বেসিন থেকে গ্যাস উত্তোলনের জন্য রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল)-এর অতিরিক্ত ১৫২.৯ কোটি ডলারের লগ্নি প্রস্তাব বাতিল করল কেন্দ্র। শুক্রবার তেল মন্ত্রক ও তেল নিয়ন্ত্রক ডিজিএইচ-এর বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গ্যাস উত্তোলনের জন্য সেখানে সমীক্ষা করতে সংস্থার ৩ কোটি ডলারের প্রস্তাবও বাতিল করা হয়েছে। কেজি বেসিনের ‘ডি১’ এবং ‘ডি৩’ ব্লক থেকে গ্যাস উত্তোলন করছে সংস্থাটি। এ ছাড়াও অন্য ব্লক থেকে গ্যাস তুলতে ২০০৯ সালে ওই অর্থ লগ্নির প্রস্তাব দিয়েছিল সংস্থা। কিন্তু তার পর প্রায় ২ বছর তা কেন্দ্রের অনুমতির জন্য পড়ে ছিল। এ দিন তেল মন্ত্রক জানিয়েছে, বিভিন্ন পরিষেবা ও বিদ্যুৎ-সহ অন্যান্য ক্ষেত্রের পরিবর্তিত খরচের হিসাব দিয়ে নতুন করে প্রস্তাব জমা দিতে হবে। যদিও অনেকের দাবি, সমীক্ষা ছাড়া এই হিসাব দেওয়া অসম্ভব। |
বিভিন্ন ধরনের সামাজিক দায়িত্ব পালনে সংস্থাগুলিকে উৎসাহ দিতে রাষ্ট্রপুঞ্জের সংগঠন ইউনিসেফ-এর সঙ্গে হাত মেলাল বণিকসভা সিআইআই। এ জন্য ইউনিসেফ-এর সঙ্গে ‘সিএসআর হাব’ গড়তে চুক্তি করেছে তারা। |