একশো দিনের কাজ চেয়ে শুক্রবার পশ্চিমবঙ্গ আদিবাসী রক্ষা কমিটির আসানসোল মহকুমা শাখার কয়েকশো সদস্য আসানসোল পুরসভায় বিক্ষোভ দেখান। সংগঠনের নেতা মন্টু রুইদাস অভিযোগ করেন, আসানসোলের বেশ কিছু অঞ্চলের পাথর খাদানগুলিতে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজন দিন মজুর। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে এ সব পাথর খাদান বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এই আদিবাসী মানুষজনেরা কাজ হারিয়েছেন। তাই একশো দিনের কাজের দাবিতে তাঁরা এ দিন পুরসভায় বিক্ষোভ দেখান। এ দিন পুরসভার মেয়র অনুপস্থিত থাকায় স্মারকলিপি দেওয়া হয় ডেপুটি মেয়রকে। ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে আসানসোলের মহকুমাশাসক সন্দীপ দত্ত জানান, পাথর খাদানগুলি অবৈধভাবে চলছিল। তাই সেগুলি বন্ধ করে দেওয়া হয়।
|
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
একশো দিনের কাজ চেয়ে শুক্রবার পশ্চিমবঙ্গ আদিবাসী রক্ষা কমিটির আসানসোল মহকুমা শাখার কয়েকশো সদস্য আসানসোল পুরসভায় বিক্ষোভ দেখান। সংগঠনের নেতা মন্টু রুইদাস অভিযোগ করেন, আসানসোলের বেশ কিছু অঞ্চলের পাথর খাদানগুলিতে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজন দিন মজুর। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে এ সব পাথর খাদান বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এই আদিবাসী মানুষজনেরা কাজ হারিয়েছেন। তাই একশো দিনের কাজের দাবিতে তাঁরা এ দিন পুরসভায় বিক্ষোভ দেখান। এ দিন পুরসভার মেয়র অনুপস্থিত থাকায় স্মারকলিপি দেওয়া হয় ডেপুটি মেয়রকে। ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে আসানসোলের মহকুমাশাসক সন্দীপ দত্ত জানান, পাথর খাদানগুলি অবৈধভাবে চলছিল। তাই সেগুলি বন্ধ করে দেওয়া হয়।
|
খেতজমি থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে কেতুগ্রামের মুরুট গ্রামের ঘটনা।
পুলিশ জানায়, মৃতের নাম মানু শেখ (৪৫)। তাঁর বাড়ি কেতুগ্রামের খাঁজি গ্রামে। কিন্তু বর্তমানে তিনি চাকটা গ্রামে শ্বশুরবাড়িতে থাকছিলেন। পুলিশ জানায়, শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখে মনে করা হচ্ছে, ব্যাপক মারধরে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, গরুচোর সন্দেহে জনতার হাতে ধরা পড়ে প্রহৃত হন ওই ব্যক্তি। তাতেই তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, কেতুগ্রামে একটি খুনের ঘটনায় মানুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
|
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
কমিশন কম করে দেওয়ার প্রতিবাদে শুক্রবার ডাকঘরের এজেন্টরা সিটি সেন্টার চত্বরে মিছিল করেন। পরে তাঁরা সিটি সেন্টার বাসস্ট্যান্ডে কিছুক্ষণ অবস্থানও করেন। এজেন্টদের পক্ষে বিপ্লব কণ্ডু জানান, তাঁদের কমিশন ১ শতাংশ থেকে কমিয়ে আধ শতাংশ করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই এ দিন তাঁরা মিছিল করেন।
|
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
স্টেশনে সাফাই কর্মী নিয়োগ, স্টেশন সংলগ্ন রাস্তা সারাই-সহ বিভিন্ন দাবিতে আসানসোলের ডিআরএম-কে স্মারকলিপি দিয়েছে তৃণমূল সমর্থিত রেলযাত্রী পরিষেবা কমিটি। কমিটির পক্ষে তৃণমূল নেতা সুনীল চট্টোপাধ্যায় জানান, সাফাই কর্মী কম থাকায় নিয়মিত স্টেশন চত্বর সাফ করা হয় না। তাছাড়া স্টেশনে ঢোকার রাস্তাও বেহাল। অবিলম্বে প্রতিকারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয় ডিআরএম-কে। ডিআরএম জগদানন্দ ঝা জানান, দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
|
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে চার জন জখম হওয়ায় গভীর রাত পর্যন্ত অবরোধ চলল জি টি রোডে। শুক্রবার রাত ১০টা নাগাদ আসানসোল দক্ষিণ থানার গোপালপুর এলাকায় জি টি রোডেই ওই দুর্ঘটনাটি ঘটে। গাড়ির চালক ও তিন জন যাত্রী জখম হন। ঘটনাস্থল থেকে তাঁদের আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরেই এলাকার বেশ কিছু বাসিন্দা ক্ষিপ্ত হয়ে জি টি রোড অবরোধ করেন। তাঁদের অভিযোগ, এই রাস্তা দিয়ে ভারী লরি চলাচল করার কথা নয়। তা সত্ত্বেও প্রতি দিন কয়েকশো লরি যাতায়াত করে। এলাকায় পৌঁছয় পুলিশ। কিন্তু অনেক রাত পর্যন্ত অবরোধ তোলা যায়নি। |
ভূগর্ভে কয়লা কাটার জন্য ঘটানো বিস্ফোরণে এলাকার বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ। প্রতিকারের দাবিতে শুক্রবার সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জামুড়িয়ার পরাশিয়ার গ্রুপ অফ মাইনস-র এজেন্ট ও ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন পরাশিয়ার ফুলডাঙা গ্রামের কয়েকশো বাসিন্দা। এজেন্ট দেবেন্দ্রপ্রসাদ সিংহ জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |