টুকরো খবর
ফিরতে আর্জি, সুনন্দ ভাববেন খোলা মনে
স্কুল পাঠ্যক্রম কমিটির চেয়ারম্যান ও সাধারণ সদস্যের পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রবীণ শিক্ষক সুনন্দ সান্যাল। রাজ্য সরকারের অনুরোধে ‘খোলা মনে’ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন বলে মঙ্গলবার জানালেন তিনি। এ দিন তিনি বলেন, “স্কুলশিক্ষা দফতরের সচিব চিঠি দিয়েছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টেলিফোন করেছেন। আমি জানিয়েছি, খোলা মনে বিষয়টি বিবেচনা করে দু’-এক দিনের মধ্যে সিদ্ধান্ত জানাব।” অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল ব্যবস্থা রদের যে-সিদ্ধান্ত রাজ্য সরকার ঘোষণা করেছে, সুনন্দবাবু তার সঙ্গে সহমত নন। তাঁর নেতৃত্বে স্কুল পাঠ্যক্রম কমিটি গড়া হলেও এই ব্যাপারে কমিটির অন্য সদস্যদের সঙ্গে তাঁর মতের ফারাক রয়েছে। সেই কারণেই কমিটির রিপোর্ট পেশের আগে ওই বিষয়ে ‘নোট অফ ডিসেন্ট’ দেন তিনি। শুধু তা-ই নয়, ওই বিষয়ে মতপার্থক্যের জেরেই কমিটির চেয়ারম্যান, এমনকী সাধারণ সদস্যের পদেও ইস্তফা দেন সুনন্দবাবু। সুনন্দবাবুর পদত্যাগপত্র পেয়ে ব্রাত্যবাবু জানিয়েছিলেন, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য ওঁকে অনুরোধ জানানো হবে। রাজ্য সরকার মনে করছে, শিক্ষা পরিকল্পনার কাজে ওঁর প্রয়োজন রয়েছে। মঙ্গলবার সুনন্দবাবু জানান, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে স্কুলশিক্ষা সচিবের কাছ থেকে চিঠি পেয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী টেলিফোনে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও চান, ইস্তফা ফিরিয়ে নিয়ে তিনি কমিটির কাজে যোগ দিন। তা হলে কি আপনি ইস্তফা প্রত্যাহার করছেন? এই প্রশ্নের জবাবে সুনন্দবাবু বলেন, “আমি কেবল বলছি, একেবারে খোলা মনে বিবেচনা করব।”

চাল কিনতে ঋণ ৪০০ কোটি
কেন্দ্র এখনও টাকা দেয়নি। রাজ্যের ভাঁড়ারও কার্যত শূন্য। এই পরিস্থিতিতে চাল কেনার জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৪০০ কোটি টাকা ধার নিল রাজ্য। এর জন্য ৬% হারে সুদ গুনতে হবে রাজ্যকে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সোমবার এ কথা জানান। খাদ্য দফতর সূত্রের খবর, সাধারণত ১৫ ডিসেম্বর থেকে চাল কেনা শুরু হয়। ওই টাকা কেন্দ্রই দেয়। কিন্তু এ বার সেই টাকা আসেনি। রাজ্য সিদ্ধান্ত নিয়েছে, পুরনো চাল যাতে চাষিদের ভাঁড়ারে পড়ে না-থাকে, সেই জন্য এখনই তা কিনে নিতে হবে। তাই আপাতত রাজ্যকেই ওই খরচ বহন করতে হচ্ছে। পরে টাকা এলে সুদ-সহ ধার মেটানো হবে। খাদ্যমন্ত্রী বলেন, “২০ লক্ষ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। কেনা হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টন।” তিনি জানান, পশ্চিম মেদিনীপুরের বুড়িশোলে মাওবাদীরা চাষিদের চাল বিক্রি করতে বাধা দিচ্ছে। তাই খাদ্য দফতরের কর্মীরা সেখানে শিবির করে চাষিদের কাছ থেকে চাল কিনবেন। কবে শিবির বসবে, জেলা প্রশাসনের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।

যুব উৎসবের সূচনায় মন্ত্রী
রাজ্য যুব কল্যাণ দফতরের উদ্যোগে শিলিগুড়ি পুর এলাকায় ছাত্র যুব উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ৩-৪ ডিসেম্বর শিলিগুড়ি গার্লস স্কুল মাঠে এবং রবীন্দ্র মঞ্চে উৎসব হবে। মঙ্গলবার পুরসভায় সাংবাদিক বৈঠক করে তা জানানো হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা, মেয়র পারিষদ অরিন্দম মিত্র, পুর এলাকার যুব কল্যাণ বিভাগের আধিকারিক মসিউর রহমান-সহ অনেকেই। তাঁরা জানান, উৎসবের উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ৪৭ টি ওয়ার্ডের প্রতিযোগীদের নিয়ে প্রতিযোগিতা হবে। ২ নভেম্বর বিকেল ৪ টা পর্যন্ত উৎসাহীরা পুরসভা বা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ১০ নম্বর গেটে যুব কল্যাণ দফতরের অফিসে নাম জমা করতে পারবেন। কাউন্সিলরের মাধ্যমেও পুরসভায় নাম জমা করা যাবে। কৃতী প্রতিযোগীদের ট্রফি এবং যুব কল্যাণ দফতরের তরফে শংসাপত্র দেওয়া হবে। বাংলা কবিতা আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতির মতো বিভিন্ন বিভাগে পুরসভাস্তর থেকে রাজ্যস্তরের প্রতিযোগিতায় কৃতীরা সুযোগ পাবেন। ভারতনাট্যম, মুকাভিনয়ের মতো কিছু ক্ষেত্রে রাজ্যস্তরের প্রতিযোগিতায় সরাসরি অংশ নিতে পারবেন প্রতিযোগীরা।

বিবেকানন্দ স্মরণে ছুটি নিয়ে ভাবনা
স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ উদ্যাপন উপলক্ষে আগামী ১২ জানুয়ারি ছুটি দেওয়া যায় কি না, তা নিয়ে ভাবছে রাজ্য সরকার। ১২ জানুয়ারি জাতীয় যুব দিবস। ওই দিন থেকে এক বছর ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় স্বামী বিবেকানন্দ স্মরণ অনুষ্ঠান হবে। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। কোথায়, কবে কী করা হবে, তা স্থির করতে একটি কমিটি গড়ার ব্যাপারেও আলোচনা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.