টুকরো খবর
ফের মেট্রোয় ‘ঝাঁপ’, মৃত্যু
ফের মেট্রোর লাইনে পড়ে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার বিকেলে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে ওই ঘটনা ঘটে। সোমবার শোভাবাজার মেট্রো স্টেশনের লাইনেও বছর সাতাশের এক তরুণী লাফ দিয়ে পড়ে গুরুতর জখম হয়েছেন। পুলিশ জানায়, এ দিন বিকেল ৪টে ১১ মিনিটে কবি সুভাষ থেকে দমদমগামী ট্রেনটি যতীন দাস পার্ক স্টেশনে ঢুকছিল। সেই সময় ওই যুবক লাইনে লাফ দেন। পুলিশের অনুমান, আত্মহত্যা করার জন্যই বছর চল্লিশের ওই যুবক লাইনে লাফ দিয়ে নেমেছিলেন। রাত পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। তবে, পুলিশ জানায়, ওই যুবকের পরনে ছিল নীল রঙের জিন্স এবং কালো টি-শার্ট। ওই ঘটনার জেরে মহানায়ক উত্তম কুমার থেকে ময়দান স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল। মেট্রো রেলের তরফে প্রত্যূষ ঘোষ জানান, মহানায়ক উত্তম কুমার থেকে ময়দান পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হলেও দমদম থেকে ময়দান এবং মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল।

বক্তৃতাসভা
ছবি: শুভাশিস ভট্টাচার্য
‘বিবেক চেতনা’র আয়োজনে ‘সঙ্ঘজননী শ্রীশ্রীমা ও স্বামী বিবেকানন্দ’ বিষয়ে এক বক্তৃতাসভায় অংশ নিলেন প্রব্রাজিকা নির্ভীকপ্রাণা। পাশে (বাঁ দিক থেকে) সংগঠনের সভাপতি কৃষ্ণা বসু ও শ্রী সারদা মঠের সাধারণ সম্পাদিকা প্রব্রাজিকা অমলপ্রাণা। মঙ্গলবার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে নরেনের মাতাঠাকুরাণী, মাতাঠাকুরাণীর নরেন এবং স্বামী বিবেকানন্দ ও সঙ্ঘজননী শ্রীশ্রীমায়ের কয়েকটি অনবদ্য সিদ্ধান্ত তিন ভাগের এই বক্তৃতায় শ্রীশ্রীমা ও স্বামী বিবেকানন্দের সম্পর্ক, সঙ্ঘের গঠন ও বিকাশে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করেন ‘প্রব্রাজিকা মুক্তিপ্রাণা সদ্ভাবনা বক্তৃতামালা’র পঞ্চম বর্ষের বক্তা প্রব্রাজিকা নির্ভীকপ্রাণা। ‘বিবেক চেতনা’ গঠনে প্রব্রাজিকা মুক্তিপ্রাণার ভূমিকা আলোচনা করেন কৃষ্ণা বসু। প্রব্রাজিকা মুক্তিপ্রাণার জীবন ও কাজ সম্পর্কে বলেন প্রব্রাজিকা অমলপ্রাণা। সহ-সভাপতি কৃষ্ণা সেনের ধন্যবাদ জ্ঞাপনে শেষ হয় অনুষ্ঠান।

দেহ উদ্ধার
গঙ্গা থেকে মিলল নিখোঁজ যুবকের দেহ। মৃতের নাম রণধীর সিংহ (২৯)। পুলিশ জানায়, রণধীর শুক্রবার রাতে বাড়ি থেকে বেরিয়ে পানিহাটি ফেরিঘাট থেকে শেষ নৌকায় ওঠেন। তদন্তকারীরা জানান, মাঝ নদীতে ওই যুবক ঝাঁপ দেন বলে মাঝি জানান। মঙ্গলবার পানিহাটির বালক ব্রহ্মচারী ঘাটে রণধীরের দেহ ভাসতে দেখেন স্থানীয়েরা। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।

৬ ডাকাত গ্রেফতার
ডাকাতি করতে যাওয়ার পথেই পুলিশের জালে ধরা পড়ল ছয় দুষ্কৃতী। মঙ্গলবার, বেলঘরিয়ার রথতলায়। পুলিশ জানায়, ধৃত আখতার আলি, রাজু মণ্ডল ওরফে কিশোর, রাজু মাঝি, মহম্মদ চাঁদা, মহম্মদ নাড়ু ও বুবাই সরকার ব্যারাকপুর শিল্পাঞ্চলে একাধিক ডাকাতিতে অভিযুক্ত। মিলেছে একটি তেজস্ক্রিয় ক্যামেরা। ১৮ অক্টোবর জগদ্দলের একটি কারখানা থেকে সেটি চুরি হয়। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য বলেন, “কিছু দিন ধরেই দলটির খোঁজ চলছিল।”

প্রফুল্লচন্দ্র-ফলক প্রেসিডেন্সিতে
আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সার্ধশততম জন্মবর্ষে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি স্মৃতিফলক স্থাপন করছে লন্ডনের রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি। ওই সোসাইটি ইউরোপের বাইরের কোনও দেশে এই প্রথম কারও স্মৃতিফলক বসাচ্ছে বলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি। তাঁরা জানান, রসায়নের উপরে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসেবে এই ফলক দেওয়া হয়। সে-দিক থেকে এই স্মৃতিফলক প্রেসিডেন্সির পক্ষে বিশেষ সম্মানের বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ। প্রফুল্লচন্দ্র ১৮৮৯ থেকে ১৯১৬ পর্যন্ত তৎকালীন প্রেসিডেন্সি কলেজে গবেষণা ও শিক্ষকতা করেছেন। ৩১ জানুয়ারি রয়্যাল সোসাইটির সভাপতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ওই ফলকের উদ্বোধন করবেন বলে জানান প্রেসিডেন্সির উপাচার্য মালবিকা সরকার। সেই সঙ্গে তিনি জানান, গবেষণার কাজে প্রেসিডেন্সিকে পূর্ব ভারতের একমাত্র ‘ক্লাস্টার ইনোভেশন সেন্টার’-এর মর্যাদা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগ শারীরবিদ্যা, প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিদ্যা মিলিত ভাবে গবেষণা করবে। গবেষণা হবে ছত্রাক চাষ, দূষণ নির্ণয় ও দূরীকরণ ইত্যাদি বিষয়ে।

বি কম পার্ট ওয়ানের ফল বেরোবে আজ
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি কম পার্ট ওয়ান অনার্স ও জেনারেল পরীক্ষার ফল আজ, বুধবার প্রকাশিত হবে। বেলা ২টো থেকে কলেজের প্রতিনিধিরা মার্কশিট ও গেজেট সংগ্রহ করতে পারবেন বলে জানান পরীক্ষা নিয়ামক ওঙ্কারসাধন অধিকারী। ফল জানা যাবে www.wbresults.nic.in, www.exametc.com, www.cuexam.net ওয়েবসাইটে। CUUG লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৫৪২৪২ নম্বরে এসএমএস করেও ফল জানা যাবে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.