টুকরো খবর
বিস্কুট তৈরির কারখানা বন্ধ করার নোটিস
একটি বিস্কুট কারখানায় সোমবার সকালে ‘সাসপেনসন অফ ওয়ার্ক’ নোটিস ঝুলিয়ে দিয়েছেন কতৃর্পক্ষ। বিপাকে পড়েছেন প্রায় দু’শো জন শ্রমিক কর্মী। কর্তৃপক্ষের অভিযোগ, শ্রমিক কর্মীরা শনিবার থেকে আচমকা কাজ বন্ধ করে দেন। এতে কাজের পরিবেশ নষ্ট হয়েছে। অন্য দিকে, কারখানা খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার আসানসোলের অতিরিক্ত জেলাশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন কারখানার প্রায় ২০০ জন শ্রমিক। অতিরিক্ত জেলা শাসক না থাকায় এক জন ডেপুটি ম্যাজিস্ট্রেট স্মারকলিপিটি নেন। একই সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার মালিকপক্ষের কাছেও আবেদন করেছে সিটু ও আইএনটিটিইউসি। আসানসোলের কন্যাপুর শিল্পতালুকের ওই কারখানার কর্তৃপক্ষ জানান, কিছু শ্রমিক কর্মী ঠিক মতো কাজ করছেন না। রাতের পালিতে কাজে এসে ঘুমোচ্ছেন। বিস্কুট মোড়কের কাজ ঠিক মতো না হওয়ায় সেগুলি নষ্ট হচ্ছে। এক শ্রমিককে সাসপেন্ডও করেন কর্তৃপক্ষ। কারখানার কর্ণধার প্রেম গোয়েল বলেন, “ওই শ্রমিককে সাসপেন্ড করার প্রতিবাদে শ্রমিকরা শুক্রবার থেকে কাজ করছেন না। আমরা ক্ষতির মুখে পড়েছি। তাই সাসপেনসন অফ ওয়ার্ক নোটিস দেওয়া হয়েছে।” কাজের সুস্থ পরিবেশ না ফেরা পর্যন্ত নোটিস তোলা হবে না বলেও জানান তিনি। এ দিকে আলোচনার মাধ্যমে সমস্যা মেটাবার আবেদন জানিয়েছেন শ্রমিক নেতারা। সিটু নেতা পার্থ মুখোপাধ্যায়ের দাবি, “মালিক পক্ষের এই অভিযোগ ঠিক নয়। তিনি শ্রমিকদের সঙ্গে আলোচনা না করে নোটিস ঝুলিয়ে ঠিক করেননি।” অবিলম্বে কারখানা খোলার দাবি জানিয়েছেন তিনি। আইএনটিটিইউসি জেলা (শিল্পাঞ্চল) সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় বলেন, “আমি কারখানা কর্তৃপক্ষকে আলোচনা শুরু করতে বলেছি। শ্রমিক পক্ষের দাবি তো থাকবে। তাই বলে এ ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।”

খরচ বাঁচাতে নয়া উদ্যোগ এয়ার ইন্ডিয়ার
আর্থিক সঙ্কট কাটানোর লক্ষ্যে খরচ বাঁচাতে ‘সেল-অ্যান্ড-লিজ ব্যাক’ পদ্ধতির হাত ধরছে এয়ার ইন্ডিয়া (এআই)। মার্কিন সংস্থা বোয়িংয়ের কাছ থেকে ২০১৪ সালের মধ্যে ২৭টি বোয়িং ড্রিমলাইনার বিমান কেনার কথা রাষ্ট্রায়ত্ত সংস্থাটির। কিন্তু এর মধ্যে ১৪টি বিমান কিনে প্রায় সঙ্গে সঙ্গেই বিক্রি করে দিয়ে ফের দীর্ঘমেয়াদে তা লিজ নেবে তারা। এ ভাবে নতুন বিমান কেনার খরচ কমানো সম্ভব হবে বলে বিমান পরিষেবা সংস্থাটির দাবি। সংশ্লিষ্ট সূত্রে খবর, দেড় ঘণ্টার কম সময়ের উড়ানে খাবার দেওয়া বন্ধ করার কথাও ভাবছে এআই। এর ফলে বছরে প্রায় ২০ কোটি টাকা বাঁচানো সম্ভব হবে বলে মনে করছে তারা। প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়া-কে ফের চাঙ্গা করতে সোমবারই আগামী ১০ বছরে দফায় দফায় ৩০ হাজার কোটি টাকা জোগানোর ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। তার চব্বিশ ঘণ্টার মধ্যেই বৈঠকে বসে খরচ কমানোর সিদ্ধান্ত ঘোষণা করল সংস্থার পরিচালন পর্ষদ।

ধর্মঘটের হুমকি এ বার হুন্ডাইয়ে
মারুতি-সুজুকি-র পরে হুন্ডাই। বরখাস্ত শ্রমিকদের কাজে বহালের দাবিতে আগামী কাল থেকে হুন্ডাই মোটর ইন্ডিয়ার চেন্নাই কারখানায় ধর্মঘটের হুমকি দিল শ্রমিকদের একাংশ। স্বীকৃতি না-থাকলেও হুন্ডাই ইন্ডিয়া এমপ্লয়িজ ইউনিয়নের প্রেসিডেন্ট এ সুন্দররাজন এই দাবি জানান। সংস্থার মুখপাত্র অবশ্য জানান, তা ত্রিপক্ষ চুক্তির বিরোধী। উল্লেখ্য, আগের ধর্মঘটে ৩২ জনকে বরখাস্ত করা হয়। ডিসেম্বরে ত্রিপক্ষ চুক্তির সময়ে ১৪ জনকে ফেরালেও সংস্থা বিরোধী কাজের অভিযোগে বাকিদের ফিরিয়ে নেওয়া হয়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.