ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে জখম হয়েছেন দু’পক্ষের মোট চার জন। মঙ্গলবার কাঁকসার আড়া মোড়ে একটি বেসরকারি কলেজে ঘটনাটি ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজ সূত্রের খবর, হোটেল ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে কলেজেরই বিসিএ বিভাগের কয়েক জন ছাত্র কটূক্তি করে বলে অভিযোগ। ছাত্রী ও তাঁর সহপাঠী ছাত্ররা প্রতিবাদ করেন। বচসা শুরু হয়। দুই পক্ষ একে অপরকে লক্ষ করে ইট ছুড়তে থাকে। চার জন জখম হন। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। কলেজের আধিকারিক এসএন মিত্র জানান, কোনও কারণে দুই দল পড়ুয়ার মধ্যে বচসা ও ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশে খবর দেওয়া হয়। জখম পড়ুয়াদের হাসপাতালে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।
|
সিহারশোল বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়ন দাখিল নিয়ে তৃণমূল ও সিপিএমের মধ্যে বচসা হয়। পুলিশ মৃদু লাঠি চালিয়ে পরিস্থিতি সামলায়। মঙ্গলবার সিহারশোল বালিকা বিদ্যালয়ে প্রার্থী ও সমর্থকেরা মনোনয়নপত্র দিতে যান। সিপিএম নেতা কিশোর ঘটকের দাবি, “মনোনয়ন দাখিলের সময়ে বাধা দেয় তৃণমূল।” তৃণমূল নেতা অলোক সিংহ দাবি করেন, “হেরে যাবে বুঝে সমস্যা তৈরি করতে চেয়েছিল সিপিএম। তাতে বাধা দিয়েছে তৃণমূল।” প্রধান শিক্ষিকা মিতা বসু জানান, এ দিন ২২ জন মনোনয়ন দাখিল করেন।
|
বেসরকারি নিরাপত্তারক্ষীরা তিন মাস বেতন পাননি। এক বছরের বকেয়া বাকি। তা মেটানোর দাবিতে ইসিএলের সদর দফতরে ডিরেক্টর পার্সোনেলের সঙ্গে বৈঠক করলেন আইএনটিটিইউসি নেতৃত্ব। এক দিন আগে সালানপুর এরিয়ার জিএম-কে এই দাবিতে স্মারকলিপি দিয়েছিলেন তাঁরা। সংগঠনের নেতা মুরলী উপাধ্যায় জানান, ২১৩ জন কর্মী বেতন পাচ্ছেন না। এরিয়ার জিএম হরিসাধন মুখোপাধ্যায় জানান, বেসরকারি ঠিকাদার সংস্থার মাধ্যমে এই কর্মীরা কাজ করেন। তিন মাস আগে ওই ঠিকা সংস্থা কালো তালিকাভুক্ত হয়েছে। সেই কারণেই সমস্যা দেখা দিয়েছিল। বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কতৃর্পক্ষের নির্দেশ পেলে অবিলম্বে দু’মাসের বেতন দিয়ে দেওয়া হবে।
|
জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে সম্প্রতি চিত্তরঞ্জনের দেশবন্ধু বিদ্যালয়ের সভাগৃহে একটি অনুষ্ঠানের আয়োজন করে অল ইন্ডিয়া রেলওয়ে টিচার্স ফেডারেশন। দেশের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদের জন্মদিন উপলক্ষে শিক্ষা দিবস পালনের রীতি থাকায় প্রাক্তন মন্ত্রীর প্রতিকৃতিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর পরে শিক্ষামন্ত্রীর ব্যবহারিক জীবনের কার্যকলাপ আলোচনা করেন উপস্থিত শিক্ষকরা।
|
খনি চত্বরে যথেষ্ট আলো ও পানীয় জল নেই। ডিজিএমএস-র অনুমোদন ছাড়াই খনন চলছে। এই অভিযোগে মঙ্গলবার অন্ডালের সংকল্প খনিতে পরিবহণ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন আইএনটিটিইউসি নেতৃত্ব। তাঁদের দাবি, আলো, পানীয় জল অপর্যাপ্ত। অবিলম্বে এ সব প্রতিকারের দাবি জানান তাঁরা। কর্তৃপক্ষ জানান, দাবিগুলি খতিয়ে দেখা হবে।
|
মুচিপাড়ার একটি গাড়ির যন্ত্রাংশের দোকানে সোমবার গভীর রাতে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। দোকানের মালিক রাজেশ খৈতান পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, এ দিন গভীর রাতে কয়েক জন দুষ্কৃতী দোকানে ঢুকে কর্মীদের মারধর করে লুঠপাট চালায়। তারা দামি যন্ত্রাংশ নিয়ে পালায় বলে অভিযোগ। |