শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ |
স্বাস্থ্য পরিষেবা পাবে চা বাগান |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
চা বাগানের শ্রমিকদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)। প্রাথমিক ভাবে এসজেডিএ এলাকাভুক্ত চা বাগানগুলিতে স্বাস্থ্য শিবির দিয়ে প্রকল্প শুরু হবে। পরে প্রয়োজনের ভিত্তিতে অন্যান্য চা বাগানগুলিতেও কাজ করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়। এসজেডিএর চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য রবিবার জলপাইগুড়িতে এসেছিলেন। চা বাগানের শ্রমিকদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া সহ জলপাইগুড়ির উন্নয়ন নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা তিনি এদিন ঘোষণা করেন তিনি। উন্নয়ন নিয়ে জলপাইগুড়ির পুর চেয়ারম্যান-সহ শহরের বিশিষ্ট জনেদের সঙ্গেও তিনি আলোচনায় বসবেন বলে জানিয়েছেন। রুদ্রনাথবাবু বলেন, “এসজেডিএর কাজ উন্নয়ন করা। সেই তাতে যেমন পরিকাঠামোর উন্নয়ন রয়েছে তেমনিই মানবিক উন্নয়নও রয়েছে। সেই মানবিক উন্নয়নের কারণেই চা শ্রমিকদের কাছে সুসংহত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে একটি মডেল তৈরি করা হবে। আশা করছি নতুন বছরের গোড়াতেই সেই কাজ শুরু করে দেওয়া যাবে।”
চা বাগানে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে এই ‘মডেলের’ কাজ শুরু হবে। সংস্থা সুত্রে জানানো হয়েছে মূলত ম্যালেরিয়ার প্রকোপই চা শ্রমিকদের অন্যতম সমস্যা। প্রথমে শিবির করে একটি চা বাগানের শ্রমিকদের স্বাস্থ্য সমীক্ষা করা হবে। সেই শিবিরের চা বাগানের একজন যুবক ও একজন যুবতীকে বাছাই করে তাঁদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হবে। ইংরেজী ও হিন্দি মাধ্যমে তাঁদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে। পরবর্তীতে সেই বাছাই করা যুবক ও যুবতীর মাধ্যমেই চা বাগানে স্বাস্থ্য পরিষেবা চালিয়ে যাবে এসজেডিএ। কেবল চা বাগানেই নয়, শহর এলাকাতেও স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে নজর দেওয়া হবে বলে সংস্থা সূত্রে জানানো হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং শিলিগুড়ি কর্পোরেশনে সমন্বয় ঘটিয়ে এসজেডিএ ইতিমধ্যেই শিলিগুড়ি মহকুমার কিছু এলাকায় কাজ শুরু করেছে। জলপাইগুড়ি পুরসভার সঙ্গে সমণ্ণয় করে সদর হাসপাতালের মাধ্যমে চিকিৎসা পরিষেবার সম্প্রসারণ করার ব্যাপারেও উদ্যোগী হতে চায় এসজেডিএ। একই ভাবে মালবাজার পুরসভার সঙ্গেও যৌথ ভাবে এ কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংস্থার চেয়ারম্যান জানিয়েছেন। রবিবার এসজেডিএর জলপাইগুড়ির দফতরের গিয়ে বৈঠক করেন সংস্থার চেয়ারম্যান। জলপাইগুড়ি থেকে এসজেডিএর সদস্য চন্দন ভৌমিকও বৈঠকে উপস্থিত ছিলেন। |