ময়ূরেশ্বরে কালাজ্বরে অসুস্থ ১১
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
কালাজ্বরের প্রকোপ দেখা গিয়েছে ময়ূরেশ্বর থানার ঘোষগ্রাম আদিবাসী পাড়ায়। আক্রান্তদের মধ্যে সাত জনকে মল্লারপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে আক্রান্ত্রের সংখ্যা ১১ জন। তাঁদের মধ্যে এক জন শিশু আছে। শনিবার গ্রামে ময়ূরেশ্বর ১ ব্লকের বিডিও মনমোহন ভট্টাচার্য এবং ময়ূরেশ্বর ১ ব্লক স্বাস্থ্য আধিকারিক হরেন্দ্রনাথ দাস ওই গ্রামে যান। আক্রান্তদের মধ্যে সাত জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, “ইতিমধ্যে জীবাণুনাশক প্রতিষেধক স্প্রে করা হয়েছে। কালাজ্বরে আক্রান্তদের ওষুধ দেওয়া হয়েছে। ২৬টি পরিবারের ১১০ জনের দেহের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁদের মধ্যে ১১ জনের রক্তে কালাজ্বরের জীবাণু পাওয়া গিয়েছ। স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন কাজ করছেন।” ময়ূরেশ্বর ১ ব্লকের বিডিও বলেন, “আক্রান্ত পরিবারগুলির বাড়ির পরিবেশ খুই খারাপ। জেলা প্রশাসনকে বলে তাঁদের ইন্দিরা আবাস যোজনায় গৃহ নির্মাণ প্রকল্পের মধ্যে আনার চেষ্টা করা হবে।” |
এইচআইভি-র দ্বিতীয় পর্বের চিকিৎসা রাজ্যেই
নিজস্ব সংবাদদাতা • পটনা |
পটনায় এবার এইচ আই ভি পজিটিভ রোগীদের জন্য ‘সেকেন্ড লাইন’ চিকিৎসা শুরু হতে চলেছে। আগামী বছরের প্রথম দিকেই এই কাজ শুরু হয়ে যাবে। পটনার রাজেন্দ্র মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে প্রথমে এই চিকিৎসা চালু হতে যাচ্ছে। ধীরে ধীরে রাজ্যের ছ’টি মেডিক্যাল কলেজেও তা চালু হবে। এতদিন এই চিকিৎসার জন্য রাজ্যের মানুষকে বেনারস, দিল্লি কিংবা মুম্বইয়ে ছুটতে হতো। এই চিকিৎসার জন্য ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন (ন্যাকো) থেকে ওষুধ দেওয়া হবে। এই চিকিৎসা পদ্ধতি চালু হওয়ার আগে ১৮ জন চিকিৎসক ও নার্সকে লক্ষ্নৌ এবং কলকাতায় প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে। বিহার স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির (বি এস এ সি এস) অতিরিক্ত প্রজেক্ট ডিরেক্টর বি এন গুপ্ত বলেন, “এই ‘সেকেন্ড লাইন’ চিকিৎসা শুরু হয়ে গেলে এখানকার রোগীদের অন্য রাজ্যে ছুটতে হবে না।” রাজ্যে এখন এইচ আই ভি পজিটিভ রোগীর সংখ্যা প্রায় ৪৩ হাজার। তার মধ্যে ১০০০ রোগীর ‘সেকেন্ড লাইন’ চিকিৎসার প্রয়োজন। গুপ্তর মতে, “এই চিকিৎসার ফলে এইচ আই ভি পজিটিভ রোগীদের জীবণ ধারণের ক্ষমতা আরও বেড়ে যাবে।” |
সচেতনতা শিবির
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
ক্যানসার প্রতিরোধে সচেতনতা শিবির হল। এনসিসি’র ৫৬ নম্বর বেঙ্গল ব্যাটেলিয়ন ও একটি সংস্থার উদ্যোগে শুক্রবার বাঁকুড়া জেলাশাসকের কার্যালয়ে এই শিবির হয়। সেখানে এনসিসি’র সদস্যরা যোগ দিয়েছিলেন। সংস্থার তরফে চিকিৎসক পি কে ঘোষ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ৫৬ নম্বর বেঙ্গল ব্যাটেলিয়নের কর্নেল আর এস রানা প্রমুখ। |
স্বাস্থ্যশিবির
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা ও থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য দু’দিনের আলোচনা শিবির হল হিঙ্গলগঞ্জের কালীতলায়। শনিবার শিবিরের উদ্বোধন করেন হেমনগর উপকূল থানার আধিকারিক অলোকেশ বালা। |
রবিবার পাঁচলার দেউলপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাব্রত সঙ্ঘের উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্যশিবির। মহিলা ও প্রসূতি, ক্যানসার, শিশুবিষয়ক এবং বিশেষজ্ঞ এবং সাধারণ চিকিৎসকেরা শিবিরে হাজির ছিলেন। প্রায় ৩০০ জন গ্রামবাসীকে চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শিবির অনুষ্ঠিত হয় দেউলপুর হাইস্কুলে। |
বাইপাস সার্জারি-র ক্ষেত্রে ‘রিমা-লিমা’ পদ্ধতি রোগীকে দ্রুত সুস্থ করে তোলে বলে দাবি করল উডল্যান্ডস মেডিক্যাল সেন্টার। সম্প্রতি সংস্থায় এই পদ্ধতিতে করা ৩০০টি অস্ত্রোপচারের ভিত্তিতে কর্তৃপক্ষ জানান, এতে জটিলতাও অনেক কম। সংস্থার ডিরেক্টর ডাঃ তাপস রায়চৌধুরীর দাবি, “এতে অন্তত পঁচিশ বছর সুস্থ থাকা যায়।” |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় এসএসকেএমের সাফাই ও সৌন্দর্যায়নের দায়িত্ব নিল এইচআরবিসি। রবিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এইচআরবিসি-র চেয়ারম্যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। আজ, সোমবার সকাল ছ’টা থেকে কাজ শুরু হবে। ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর অধিকর্তা প্রদীপ মিত্র বলেন, “ইচ্ছা থাকলেও কর্মীর অভাবে সাফাইয়ের কাজ ঠিকভাবে করা যেত না। এ বার থেকে ২৪ ঘণ্টাই হাসপাতাল চত্বর পরিষ্কার রাখার চেষ্টা হবে। পাশাপাশি ফুলের টব প্রভৃতি বসিয়ে সৌন্দর্যায়নের ব্যবস্থাও হবে।” |