আরামবাগের বৃন্দাবনপুর মর্নিং ক্লাবের পরিচালনায় রবিবার ৮ দলের ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল নেতাজি স্পোর্টস কমপ্লেক্স মাঠে। ফাইনালে মায়াপুর নজরুল সঙ্ঘ ২-০ গোলে হারিয়ে দেয় বর্ধমানের সবুজ সঙ্ঘকে। গোল দু’টি করেন দুই নাইজেরিয়ান খেলোয়াড়। ম্যান অব দ্য ম্যাচ চ্যাম্পিয়ন দলের গোলকিপার আকাশ। ম্যান অব দ্য সিরিজ সবুজ সঙ্ঘের নাইজেরিয়ান খেলোয়াড় অস্টিন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাকি দলগুলি হল তারকেশ্বরের ‘বলাইচন্দ্র শীল ডিজাইনার প্যালেস’, কলকাতার ‘বন্ধন কেবিন’, হাওড়ার ‘মোল্লারচক বোম্বেওয়ালা স্পোর্টিং ক্লাব’, বর্ধমানের ‘অগ্রণী সঙ্ঘ’, ধনেখালির ‘ইয়ং অ্যাসোসিয়েশন’ ও চকহাজির ‘আমরা সবাই’। |
হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে এবং দক্ষিণ চক্র প্রাথমিক বিদ্যালয় সমূহের পরিচালনায় জগৎবল্লভপুরের ব্রাহ্মণপাড়া কোহিনুর ফুটবল মাঠে শুক্রবার হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। জগৎবল্লভপুরের ৭টি পঞ্চায়েত এলাকার প্রাথমকি বিদ্যালয়ের প্রায় ২০০ ছাত্রছাত্রী প্রতিযোগিতায় যোগদান করে। প্রতিযোগিতায় ছিল ১০০ ও ২০০ মিটার দৌড়, হাইজাম্প, লং জাম্প, জিমন্যাস্টিক, হাঁড়িভাঙা-সহ মোট ২৮টি ইভেন্ট। প্রতিটি ইভেন্টের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদের চেয়ারম্যান পুলক কান্তিদেব, পশ্চিমবঙ্গ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সুদীপ্ত পুত্রেন্দু প্রমুখ বিশিষ্ট ব্যক্তি। |