টুকরো খবর
কঙ্কাল-কাণ্ডে রাজসাক্ষী নিয়ে শুনানি ৯ ডিসেম্বর
সরকারি আইনজীবী সময় চাওয়ায় দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে জেলবন্দি দুই সিপিএম কর্মী মদন সাঁতরা ও বৈদ্যনাথ সাঁতরাকে রাজসাক্ষী করা নিয়ে সিআইডি-র আবেদনের শুনানি ফের পিছিয়ে গেল। শুক্রবার শুনানির দিন নির্দিষ্ট ছিল মেদিনীপুর সিজেএম আদালতে। কিন্তু সরকারপক্ষের তরফে আরও সময় চাওয়া হয়। ভারপ্রাপ্ত সিজেএম অমিতাভ দাস আগামী ৯ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেন। মদন-বৈদ্যনাথকে রাজসাক্ষী করা নিয়ে সিআইডি-র আবেদনের বিরোধিতার জন্য অন্য দুই বন্দি সিপিএম কর্মী দেবাশিস পাইন, গুণধর রানাদের আইনজীবীরা হাজির হয়েছিলেন আদালতে। শুনানি পিছিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। প্রসঙ্গত, এই মামলায় সুশান্ত ঘোষ-সহ বন্দিদের আদালতে হাজিরার পরবর্তী দিন ২৮ নভেম্বর।

ক্রীড়া প্রতিযোগিতা
শনিবার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া চক্রের অধীন ৭৮টি প্রাথমিক বিদ্যালয়, ৩৮ টি শিশু শিক্ষাকেন্দ্র ও ১টি জাতীয় শিশু শ্রমিক বিদ্যালয়ের ৩৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হল মানিকপাড়ার নেতাজি ময়দানে। বিভিন্ন বিভাগে যোগ দেয় আড়াইশো জন খুদে-পড়ুয়া। সাংস্কৃতিক প্রতিযোগিতায় অঙ্কন, আবৃত্তি ও সঙ্গীত বিভাগে ৭০ জন অংশ নেয়। প্রতিযোগিতা শেষে সফলদের পুরস্কৃত করেন শুভজিৎ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিধায়ক চূড়ামণি মাহাতো।

বিশেষ সতর্কতা
কিষেণজির মৃত্যুর পরে মাওবাদীরা রাজ্যের যে কোনও জায়গায় হামলা চালাতে পারে। এই আশঙ্কায় পূর্ব মেদিনীপুরের দিঘা উপকূল এবং দিঘা থানাকে বিশেষ সতর্ক করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। দিঘা থানার ওসি অজিত ঝা বলেন, “সতর্কবার্তা পাওয়ার পর থেকেই দিঘায় বিশেষ করে দিঘা সংলগ্ন বাংলা-ওড়িশা সীমান্তে জোর টহল ও নজরদারি চলছে।” বাংলা-ওড়িশা সীমান্ত সংলগ্ন অন্যতম পযর্টনকেন্দ্র দিঘা মাওবাদী আক্রমনের লক্ষ হতে পারে বলে মনে করছে পুলিশ। এর মধ্যে অবশ্য দিঘা থানার পক্ষ থেকে সীমান্ত, দিঘা রেল স্টেশন ও হোটেলগুলিতে টহল ও নজরদারি চলছে। দিঘা উপকূল থানাও উপকূলজুড়ে টহলদারি শুরু করেছে। পুলিশ জানিয়েছে, জলপথে সৈকত পযর্টনকেন্দ্র দিঘা ছাড়াও শঙ্করপুর ও মৎস্যবন্দর পেটুয়াঘাটে টহলদারি চালানো হচ্ছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী এবং সাংসদ ও রাজ্য যুব তৃণমূল সভাপতি শুভেন্দু অধিকারীর বাড়ি কাঁথি শহরে হওয়ায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। এ ছাড়া উপকূলের জলপথ ও বাংলা-ওড়িশা সীমান্ত দিয়ে ঢুকে যাতে হামলা ও নাশকতা চালাতে না পারে সে দিকেও নজর রাখা হচ্ছে বলে পুলিশ জানায়।

প্রাথমিক ক্রীড়া
দিঘা প্রাথমিক বিদ্যালয়চক্রের আঞ্চলিক পযার্য়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে শনিবার। দিঘা হাসপাতাল মাঠে আয়োজিত ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি গোপাল সাহু। ছিলেন বিদ্যালয় সংসদের উপ-অধিকর্তা স্বপন রায়, বিডিও রানা বিশ্বাস, দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল, জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ দেবব্রত মন্ডল প্রমুখ। পাঁচটি পঞ্চায়েতের ৬৮টি প্রাথমিক বিদ্যালয় এবং ২৬টি শিশু শিক্ষাকেন্দ্রের ৩৫০ জন ছাত্রছাত্রী যোগ দিয়েছিল। দৌড়, হাই জাম্প, লং জাম্প, জিমনাস্টিক-সহ ২৮টি বিভাগে যোগ দেয় পড়ুয়ারা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.