ছোটবেলার ক্লাব বার্সেলোনায় খেলার অনুভূতি জানালেন সেস ফাব্রেগাস বিশেষ সাক্ষাৎকারে। |
প্রশ্ন: মিলানকে উত্তেজক ম্যাচে ৩-২ হারানোর পর কি বার্সেলোনাই চ্যাম্পিয়ন্স লিগে ফেভারিট বলে মনে করছেন?
ফাব্রেগাস: সে রকম ভাবে দেখছি না। আমরা গত বারের চ্যাম্পিয়ন। সে জন্য ট্রফিটা জিততে চাই। জানি সফল হওয়া কঠিন। নক আউটের ষোলোটা দলের প্রত্যেকেই চ্যাম্পিয়ন হতে চায়। এখন থেকে আমাদের যে কোনও চ্যালেঞ্জের জন্য তৈরি থাকতে হবে।
প্র: বার্সায় ফিরতে আপনার অনেক বছর লেগে গেল। যে ক্লাবে আপনি নিজের ফুটবল জীবন শুরু করেছিলেন। আর্সেনালে অনেক বছর খেলার পরে নিজের ঘরের মাঠে খেলতে কেমন লাগছে?
ফাব্রেগাস: দুর্দান্ত। বার্সেলোনাকে ভালবাসি। একেবারে নিজের ঘরে থাকার অনুভূতি হচ্ছে আবার খেলতে পেরে।
প্র: তা হলে আর্সেনাল ছেড়ে আসার জন্য কোনও আক্ষেপ নেই?
ফাব্রেগাস: অবশ্যই আমি পুরনো সতীর্থদের, সমর্থকদের ‘মিস’ করছি। কিন্তু পাশাপাশি বার্সা পরিবারেরও আমি অঙ্গ এখন। নিজের শহরে আছি। বন্ধুদের পাচ্ছি। আনন্দে থাকার জন্য আর কী চাই আমার!
প্র: বার্সায় নিজেকে আরও ভাল প্লেয়ার হিসেবে তুলে ধরতে পারবেন?
ফাব্রেগাস: মনে হচ্ছে, ফুটবলার হিসেবে উন্নতি করছি। ইংল্যান্ডের থেকে অন্য ধরনের ফুটবল খেলা হয় স্পেনে। এখানে নিজের খেলাকে উপভোগ করছি।
প্র: আর্সেনাল চেয়ারম্যান বলেছিলেন, বার্সায় আপনি দলে সুযোগ পাবেন না।
ফাব্রেগাস: সবাই তাই বলেছিল। আমি ওদের সবাইকে ভুল প্রমাণ করেছি।
প্র: সব প্রতিদ্বন্দ্বী বার্সাকে আটকাতে স্পেশ্যাল ডিফেন্সিভ ছকের ভাবনা নিয়ে নামছে। প্রি কোয়ার্টারে সে জন্য বিপক্ষে কোন দলকে চান?
ফাব্রেগাস: আমার কাছে সব দলই সমান। সব ম্যাচ কঠিন। আর চ্যাম্পিয়ন্স লিগ বলুন বা লা লিগা, প্রতিপক্ষের বিশেষ ডিফেন্সিভ ছকের বিরুদ্ধে খেলেই গোল করে বার্সা। স্পেনের খেলার ক্ষেত্রেও একই কথা খাটে। ইংল্যান্ডেই যেমন দিন কয়েক আগে ওরা দশ জন বলের পিছনে থাকছিল। আমরা জানতাম এই অবস্থায় সেট পিস থেকে গোল পেতে পারি। আর সেটাই হয়েছিল। |