মহেন্দ্র সিংহ ধোনি এবং ইয়ান বোথামের মধ্যে যথেষ্ট মিল খুঁজে পাচ্ছেন তিনি। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক, মাইক ব্রিয়ারলি পরিষ্কার বলে দিচ্ছেন, “ধোনির সঙ্গে বোথামের অনেক মিল পাই আমি। দু’জনের মধ্যেই জন্মগত অনেক দক্ষতা রয়েছে। দু’জনেই একার ক্ষমতায় ম্যাচ বার করে দিতে পারে। দু’জনেরই একটা প্যাকেজ হিসাবে দলে জায়গা হয়েছে। শুধু বোলিং বা শুধু ব্যাটিং করলে যেমন বোথাম টিমে আসত না, সে রকমই শুধু ব্যাটিং বা শুধু কিপিংয়ের জন্য ধোনির দলে জায়গা হয় না। কিন্তু সব মিলিয়ে দু’জনেই দলের জন্য অপরিহার্য।”
শুধু নেতৃত্ব দেওয়ার দক্ষতার জন্য যিনি ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছেন, সেই ব্রিয়ারলির ভাল লেগেছে অধিনায়ক ধোনিকেও। বিশ্বকাপ ফাইনালে ব্যাটিং অর্ডারে ধোনির নিজেকে উপরে তুলে আনা নিয়ে ব্রিয়ারলি বলছেন, “ধোনিকে আমি খুব বেশি ম্যাচে নেতৃত্ব দিতে দেখিনি। তাই ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে খুব বেশি কিছু বলতে পারব না। তবে চাপের মুখে ওকে খুব মাথা ঠান্ডা রাখতে দেখেছি। এক জন ভাল অধিনায়কের এটা একটা বড় গুণ। তা ছাড়া বিশ্বকাপ ফাইনালে ধোনি যে ভাবে ব্যাটিং অর্ডারে নিজেকে তুলে এনে ম্যাচ জেতানো ইনিংস খেলেছে, সেটাও আমার দারুণ লেগেছে।” ধোনির ব্যাটিং নিয়ে ব্রিয়ারলি আরও বলেছেন, “যে কোনও টেস্ট দলের সাত নম্বরের জন্যই ধোনি হল দারুণ ব্যাটসম্যান।”
বিশ্বের অন্যান্য অধিনায়কের মধ্যে গ্রেম স্মিথের প্রশংসা করে ব্রিয়ারলি বলেছেন, “প্রায় দশ বছর ধরে একটা দেশের নেতৃত্ব দেওয়া সহজ কাজ নয়। মাত্র ২২ বছর বয়সে অধিনায়ক হয়েছিল স্মিথ। ও যথেষ্ট ভাল কাজ করেছে। ইংল্যান্ড অধিনায়কদের মধ্যে অ্যান্ড্রু স্ট্রস খুব ভাল করছে। আশা করছি ও আরও তিন-চার বছর থাকবে। তবে ইংরেজ অধিনায়কদের মধ্যে নাসের হুসেনের কথা বলতেই হবে। জেতার আত্মবিশ্বাসটা নাসেরই টিমের মধ্যে এনেছিল।” |