এই প্রথম ফিফার নিয়মে, ভোটের মাধ্যমে এ আই এফ এফ বর্ষসেরা ভারতীয় ফুটবলার বাছা হচ্ছে। ভোট দেবেন আই লিগের কোচেরা। সেরা পছন্দের তিন জনকে ভোট দিতে পারবেন তাঁরা। ভাল নিয়ম করতে গিয়ে অবশ্য তার আগেই জট পাকিয়ে ফেলেছেন এ আই এফ এফের বড় কর্তারা। কোচ স্যাভিও মিদেইরার পছন্দের চার মনোনীত ফুটবলারকেই প্রাথমিক তালিকায় রাখা হচ্ছে। গত বছর যে দু’জন ফুটবলার সবচেয়ে ধারাবাহিকতা দেখিয়েছেন, সেই সুব্রত পাল ও মেহতাব হোসেনকেই সেরা চারে রাখেননি স্যাভিও। ফলে তাঁদের ভোট পাওয়ার প্রশ্ন নেই। যে চার জনকে জাতীয় কোচ ভেবেছেন, তাঁদের মধ্যে রয়েছেন রহিম নবি, সুনীল ছেত্রী, জেজে এবং রাজু গায়কোয়াড়। আই লিগে গতবার সেরা ভারতীয় ফুটবলার ছিলেন মেহতাব। ভারতীয় দলে সবচেয়ে ভাল ধারাবাহিকতা দেখিয়েছেন সুব্রত পাল। এশিয়া কাপে আন্তর্জাতিক মিডিয়া তাঁর নাম দিয়েছিল স্পাইডার ম্যান। জেজে ও রাজু তরুণ হিসেবে ভাল খেলেছেন। কিন্তু মেহতাব-সুব্রতর কাছে ধারাবাহিকতায় কেউ আসেন না। মেহতাব-সুব্রত না থাকায় ফেডারেশনেই নানা প্রশ্ন উঠেছে। ভোটের ফল জানা যাবে সাফ ফুটবলের পরে। যা পরিস্থিতি তাতে নবি ও সুনীলের মধ্যেই সম্ভবত কেউ সেরা হচ্ছেন।
|
‘অ্যাডভেঞ্চার স্পোর্টস’-এ বাসিন্দদের উৎসাহ দিতে এবং সৌভ্রাতৃত্বের লক্ষ্যে ‘অসম অ্যাডভেঞ্চার’ সংগঠনের বাইক র্যালি শিলিগুড়িতে পৌঁছল। গত ২৬ নভেম্বর গুয়াহাটি থেকে যাত্রা শুরু করে রবিবার রাতে শিলিগুড়িতে পৌঁছন ৮ জনের দলটি। সোমবার সকালে শিলিগুড়ি থেকে তাঁরা নেপালের কাঠমাণ্ডুর উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখান থেকে যাবেন নেপাল-চিন সীমান্তে খাসাতে। খাসা থেকে তারা ফিরবেন বলে জানান র্যালির নেতৃত্বের থাকা অচিন্ত্য দাস।
|
মেয়রস কাপ ওয়াটারপোলোয় রবিবার একাই সাত গোল করে করলেন দু’জন। বৌবাজার ব্যায়াম সমিতির সোমনাথ রায় ও পদ্মপুকুর ওয়াই এম এ-র চন্দন শর্মা। এই দুটি দল সেন্ট্রাল সুইমিং ক্লাবে এ দিন হারাল যথাক্রমে খিদিরপুর ও ভবানীপুর সুইমিংকে।
|
সর্বভারতীয় ওয়াই এম সি এ টিটি-তে বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন হলেন আসিফ হক, স্বপ্না মিত্র, আসিফ-সম্রাট লালা ও স্নেহা অঙ্কিতা-নিত্যা দেবী জুটি। মেয়ে ও পুরুষদের দলগত সেরা হয়েছে যথাক্রমে কলকাতা ওয়াই এম সি এ এবং কলকাতা ‘বি’।
|
বাস দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে মারা গেলেন টোগোর প্রথম সারির ছ’জন ফুটবলার। শনিবার এক শহর থেকে অন্য শহরে যাওয়ার পথে খাদে পড়ে গিয়ে তাঁদের টিম বাসে আগুন লেগে যায়। ওই ছ’জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরও ২৮ জন। এটোইল ফিলান্তে ক্লাবের হয়ে রবিবার লিগ ম্যাচ খেলতে যাচ্ছিলেন তাঁরা।
|
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভাল খেলায় এই প্রথম আইসিসি র্যাঙ্কিংয়ে প্রথম পনেরোয় এলেন প্রজ্ঞান ওঝা। টিম র্যাঙ্কিংয়ে ভারত দু’নম্বরেই রয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জেতায় ইংল্যান্ডের সঙ্গে ব্যবধান কমে দাঁড়িয়ে হয়েছে ৭।
|
কলকাতা লিগ
মোহনবাগান: বিএনআর (মোহনবাগান ২-১৫)। |