সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার বিমানে উঠতে চাইছেন বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। ডিসেম্বরের শেষ সপ্তাহে রিকি পন্টিংদের দেশে হাজির হচ্ছে টিম ইন্ডিয়া। ঋদ্ধি সেই টিমে আছেন এবং জানাচ্ছেন, অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিটা ভাল ভাবে সেরে রাখতে চান বাংলার রঞ্জি ম্যাচগুলোতে।
রবিবার ভোর-ভোর হরিয়ানার উদ্দেশ্যে রওনা হয়ে গেল বাংলা। আর বিমান ধরার আগে ঋদ্ধি বলে গেলেন, “জাতীয় দলের সঙ্গে যাচ্ছি অথচ সুযোগ পাচ্ছি না, এই ব্যাপারটা আমাকে হতাশ করে না। সব কিছুর সঙ্গেই মানিয়ে নিতে হয়। তবে এ বার ভাল রকম প্রস্তুতি নিচ্ছি। দাদি-র সঙ্গে কথা বলব। ওর কাছ থেকে সব সময় সাহায্য পাই। তবে সামনে যেহেতু অস্ট্রেলিয়া সফর, তাই সব কিছু নিয়ে বসতে হবে একবার।” বাংলা অধিনায়ক সৌরভ টিমের সঙ্গে যাননি। তিনি যাচ্ছেন আজ, সোমবার। |
বিপক্ষে অমিত মিশ্র। হরিয়ানার পিচ কি ঘূর্ণি হবে ঋদ্ধিদের জন্য? |
তবে ঋদ্ধি কিছুটা চিন্তায় ২৯ অক্টোবর থেকে রোহতাকে মনোজ তিওয়ারিকে পাওয়া যাবে না বলে। বলছিলেন, “মনোজ ফর্মে ছিল। ওর অভাবটা তো টের পাবই। আমাদের চেষ্টা করতে হবে মনোজের অভাবটা বুঝতে না দেওয়ার।” তার মধ্যে আবার এ দিন বিমান-বিভ্রাটে ভালই ভুগতে হল বাংলাকে। প্রায় দেড় ঘণ্টা দেরিতে ছাড়ে ঋদ্ধি-লক্ষ্মীদের বিমান। এবং রোহতাকে বাংলা পৌঁছয় বিকেল নাগাদ। সময়ের অভাবে পিচ দেখতে যাওয়া হয়নি। বরং হোটেল নিয়ে খুচরো অভিযোগ আছে বাংলা দলের। যে হোটেলে রাখা হয়েছে ক্রিকেটারদের তা রোহতাকের সেরা হোটেল হলে কী হবে, ব্যবস্থা এবং সুযোগ-সুবিধা তেমন পছন্দ হয়নি ক্রিকেটারদের।
উইকেট কেমন হবে, তা নিয়ে ধন্ধ আছে। এই পিচে এর আগে কখনও খেলেনি বাংলা। কেউ বলছেন পিচে ঘাস থাকবে। আবার কারও মনে হচ্ছে, সদ্য দুর্ঘটনায় মারাত্মক আহত পেসার যোগিন্দর শর্মা না থাকায় টার্নারেও ফেলা হতে পারে বাংলাকে। যেহেতু অমিত মিশ্রের মতো স্পিনার আছে হরিয়ানার হাতে। তবে যোগিন্দরের না থাকাটা তেমন প্রভাব ফেলছে না বাংলা শিবিরে। ঋদ্ধি যেমন বলেই দিলেন, “যোগিন্দর থাকবে না ভেবে আমরা যে সুবিধে পেয়ে গেলাম এমন ভাবার কারণ নেই। আমরাও তো মনোজকে পাব না।” |