রঞ্জি মরসুমে দারুণ শুরু, পরপর দুটো সেঞ্চুরি। কিন্তু বাংলা যখন রোহতাকের পথে, অধিনায়কের গন্তব্য তখন কটক। প্রথম এগারোয় থাকার সম্ভাবনা থেকে শুরু করে হঠাৎ গজিয়ে ওঠা বিতর্ক। কলকাতা বিমানবন্দরে ও ভুবনেশ্বরে পৌঁছে একান্ত আলাপচারিতায় আনন্দবাজারকে সবই খোলসা করে দিলেন মনোজ তিওয়ারি।
প্রশ্ন: কটকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবেন কি না ঠিক নেই, ও দিকে রোহতাকে আপনার টিম খেলতে চলেছে গুরুত্বপূর্ণ রঞ্জি ম্যাচ। হরিয়ানার বিরুদ্ধে নেই বলে খারাপ লাগছে না?
মনোজ: কিছু করার নেই তো। দাদি আছে, বাকি সব সিনিয়ররা আছে। আমি নিশ্চিত, বাংলা রোহতাকে ভাল খেলবে। অ্যাওয়ে ম্যাচ, কিন্তু আমার ধারণা এই ম্যাচ থেকে ভালই পয়েন্ট আসবে।
প্র: ইডেনে তামিলনাড়ু ম্যাচটাও তো আপনার খেলা হবে না?
মনোজ: তা হবে না, কিন্তু মন পড়ে থাকবে ইডেনে। আপাতত ওয়ান ডে সিরিজটায় মন দিচ্ছি। সুযোগ আসবে কি না জানি না, কিন্তু যদি আসে, সেটাকে শতকরা একশো ভাগ কাজে লাগাতে চাইব।
প্র: ইগো সমস্যার জন্য অহেতুক মিডিয়ার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন, এমন একটা অভিযোগ আপনার বিরুদ্ধে ওঠে...
মনোজ: দেখুন, যা হয়েছে ভুলে গিয়েছি। আমি এ সব মনে রাখি না। ক্রিকেটারের জীবনে এ সব হতেই পারে। যে ভুলটা আমি করেছিলাম, সেটা মেনেও নিয়েছি। অতীত আর মাথায় রাখতে চাই না। ওটা পাস্ট চ্যাপ্টার। ক্রিকেট আমার রোজি-রোটি। ক্রিকেটের জন্যই লোকে আমাকে চেনে। যার জন্য সব কিছু, কোনও কিছুর জন্যই তাকে হারাতে পারব না।
|
বরাবাটি স্টেডিয়ামের পিচ পাহারা চলছে। মঙ্গলবার এখানেই প্রথম ওয়ান ডে। ছবি: পিটিআই |
প্র: ধরুন, ম্যাচের আধ ঘণ্টা আগে কারও চোট লাগল আর আপনাকে বলা হল ওপেন করতে। চ্যালেঞ্জটা নেবেন?
মনোজ: নিশ্চয়ই। চ্যালেঞ্জ নিতে কোনও দিন ভয় পাইনি। টিম ম্যানেজমেন্ট যা চাইবে, যে ভাবে চাইবে, আমি সব কিছুর জন্য তৈরি। কম্পিটিশন সব সময় থাকবে, কিন্তু সেটাই আমার কাছে মোটিভেশন। এ বারের রঞ্জি মরসুমটা ভাল শুরু হয়েছে, ব্যাটে রান আসছে, এখন আর পিছনের দিকে তাকাতে চাই না।
প্র: যে কোনও বিতর্ক, যা আপনাকে লক্ষ্য থেকে মন অন্য দিকে সরিয়ে দিতে পারেসেগুলো কী ভাবে সামলান? মনোজ: আমি বলব, যে কোনও ঘটনা ভুলে আসল কাজটায় মন দেওয়ার ক্ষমতা আমার আছে। সেই কনফিডেন্সটা আছে। মাঝে মনোসংযোগ বাড়ানোর জন্য মেডিটেশন করতাম। কিন্তু রুটিন এমন হত যে, সব সময় নিয়ম করে করা হত না। এখন আবার ঠিক করেছি, নিয়মিত মেডিটেশন করব।
প্র: এ বার বাংলার যা টিম, রঞ্জি সেমিফাইনালে উঠতে পারবেন? মনোজ: আমি মানসিক ভাবে সব সময় খুব পজিটিভ। বাংলা টিমটাকে ভালবাসি। অল ইন্ডিয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টটা জিতেছি। মধ্যপ্রদেশ ম্যাচে তিন পয়েন্ট পাইনি ঠিক, কিন্তু এখনও বেশ কয়েকটা ম্যাচ বাকি। আমরা সেমিফাইনালে যেতেই পারি। |