ভারতীয় ফুটবলের পরিকাঠামো খুশি করতে পারেনি ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর রবার্ট বানকে। তাঁর মতে, আরও শিক্ষিত কোচ দরকার অ্যাকাডেমিগুলিতে। দুর্গাপুরে মোহনবাগান অ্যাকাডেমি আয়োজিত অ্যাকাডেমি টুর্নামেন্টের ফাইনাল দেখতে এসে এ কথা বলেন তিনি।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল আইএফএ অ্যাকাডেমি। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে তারা ৪-১ হারাল জেসিটি অ্যাকাডেমিকে। তারা পেল এক লক্ষ টাকা।
ভারতীয় ফুটবলের সঙ্গে এখনও খুব ভাল করে পরিচিত হতে পারেননি বলে দাবি করেন বান। তবে কয়েকটি আই লিগ ম্যাচ দেখার পাশাপাশি এই অ্যাকাডেমির টুর্নামেন্টেও নজর রেখেছেন। তার ভিত্তিতেই বানের চুলচেরা বিশ্লেষণ, “ভারতীয় ফুটবলের পরিকাঠামোয় সন্তুষ্ট হতে পারিনি। মান উন্নত করতে বাড়ানো দরকার অনেক সুযোগ-সুবিধা। অ্যাকাডেমির জন্য আরও শিক্ষিত কোচ দরকার।” আবাসিক অ্যাকডেমির এই টুর্নামেন্টে অবশ্য আশার আলো দেখছেন তিনি। তাঁর কথায়, “প্রথমত, আটটি আবাসিক অ্যাকাডেমি থাকায় আমাদের স্কাউট করতে সুবিধা হবে। এ রকম আরও টুর্নামেন্ট আয়োজন করা উচিত। সেগুলো যেন বয়স ভিত্তিক হয়।”
বানের মতে, “বিশ্বকাপে খেলার স্বপ্ন সত্যি করতে হলে খুব ছোট থেকেই প্রতিভা খুঁজে বের করতে হবে।” প্রতিভা খুঁজে বের করার ব্যাপারে ভারতে ডাচ রব বানের সঙ্গী অস্ট্রেলীয় স্কট ওডোনেল। স্কট বলেন, “গোটা ভারত জুড়ে এ রকম টুর্নামেন্ট হওয়াটা জরুরি।” কিছু আগেই যে মতামত জানিয়েছিলেন রব বানও। বিশাল ভারতে যেমন প্রতিভা থাকার সম্ভাবনা বেশি, তেমনই বিশালত্ব সমস্যায় ফেলছে বানকেও। বলছিলেন, “এত বড় দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে ভারতীয় ফুটবল নিয়ে সঠিক ধারণা করতে আমার অন্তত ছ’মাস সময় তো লাগবেই।”
এক দিকে ভারতীয় ফুটবল থেকে প্রতিভা খুঁজতে যখন হাজির প্রাক্তন ডাচ কোচ, তখন পঞ্জাব থেকে ফুটবলার তুলে আনার গল্প শোনাচ্ছিলেন জাগির সিংহ। ফাইনালে যে জেসিটি অ্যাকাডেমি খেলল তার কোচ। জাগিরের কথায়, “বড় দল উঠে গেলেও অ্যাকাডেমি যেমন কাজ করত তেমনই করে চলেছে। জেসিটি খরচও করছে প্রচুর। এই ফাইনালের দলেই তো ন’জন নতুন ফুটবলার আছে। শুধু পঞ্জাব নয়, আমরা মণিপুর, বাংলার ফুটবলারও বেছেছি।” তাঁর দলের দ্বিতীয় গোলকিপার ছিলেন ১৭ বছরের দেবাশিস ঘোষাল। কলকাতারই ছেলে। বছর খানেক হল লুধিয়ানায় ট্রায়াল দিয়ে সুযোগ পেয়েছেন জাগিরের দলে। সাত গোল করে টুর্নামেন্টের সেরা ফুটবলার হলেন মোহনবাগান অ্যাকাডেমির জাহির খান। |
যুবভারতীতেই আই লিগ চায় ফেডারেশন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
যুবভারতীতেই আই লিগের ম্যাচ করতে চায় ফেডারেশন। সচিব কুশল দাস রবিবার দুর্গাপুরে বলেন, “যুবভারতীতেই আমরা ম্যাচ করতে চাই। আইএফএ এবং ক্রীড়ামন্ত্রী আশ্বাস দিয়েছেন, পাঁচ-ছয় দিনে যুবভারতীর ফ্লাডলাইট সমস্যা মিটে যাবে।” পাশাপাশি তিনি ইস্টবেঙ্গলের করা রেফারিংয়ের নালিশ নিয়েও মুখ খোলেন। তাঁর কথায়, “আই লিগের রেফারির কমিটির কাছে ইস্টবেঙ্গলের অভিযোগ পাঠানো হয়েছে। তারাই ব্যাপারটা দেখছে।” |