চলতি মরসুমে বার্সেলোনার অপরাজিত থাকার রেকর্ড অবশেষে ভেঙে দিল গেতাফে। লিওনেল মেসির দল হেরে বসল ০-১। অন্য দিকে, জোড়া লাল কার্ড আর এক গাদা হলুদ কার্ডের ম্যাচে রিয়াল মাদ্রিদ ৪-১ হারাল আতলেতিকো মাদ্রিদকে। ফলে লা লিগার লড়াইয়ে শীর্ষে থাকা রিয়ালের থেকে পুরো ছয় পয়েন্টে পিছিয়ে পড়ল বার্সেলোনা। আগামী ১০ ডিসেম্বর মরসুমের প্রথম ‘এল ক্লাসিকো’। শনিবারের নাটকীয় দু’টো ম্যাচের পরে সেই যুদ্ধ আরও জমে উঠল বলেই অবশ্য মনে করা হচ্ছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে বিতর্কিত পেনাল্টিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে তাদের ঘরের মাঠে ১-১ রুখে দিল নিউক্যাসল। শেষ মুহূর্তের গোলে ফুলহ্যামের সঙ্গে ১-১ করল আর্সেনালও। আর গত চার ম্যাচে তিনটে হারের পরে চেলসি জয়ের মুখ দেখল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৩-০ হারিয়ে। গোল করেন অধিনায়ক জন টেরি, ড্যানিয়েল স্টারিজ এবং হুয়ান মাতা। টটেনহাম হটস্পার্স ৩-১ হারাল ওয়েস্ট ব্রমউইচকে।
মাদ্রিদে গোটা ম্যাচে গেতাফে একটাই সুযোগ পেয়েছিল ৬৭ মিনিটে। আর তাতেই কর্নারে মাথা ছুঁইয়ে বল বার্সেলোনার জালে পাঠান ভালেরা। অন্য দিকে, প্রথমার্ধে আলেক্সিস সাঞ্চেজের শট দুরন্ত গেতাফে গোলরক্ষক মিগুয়েল মোয়া আটকে দেওয়ার পরে ইনজুরি টাইমে মেসির গোল অফ সাইড বলে বাতিল হয়। এর পরেও তাঁর আরও একটি শট পোস্টে লেগে ফিরে আসে। |
রিয়ালের বিরুদ্ধে ১৪ মিনিটে আদ্রিয়ান লোপেজের গোলে এগিয়ে গিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। কিন্তু তার পর ম্যাচের ভাগ্য রিয়ালের দিকে ঝুঁকতে থাকে। করিম বেঞ্জিমাকে ফাউল করে লালা কার্ড দেখেন আতলেতিকো গোলরক্ষক থিবো কুরতোয়া। পেনাল্টি থেকে গোল শোধ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দ্বিতীয়ার্ধে রোনাল্ডোর পাস থেকে গোল করেন দি মারিয়ার। তৃতীয় গোলটি ইগুয়াইনের। বক্সের মধ্যে আবার বিপজ্জনক হয়ে ওঠা ইগুয়াইনকে থামাতে গিয়ে এর পর লাল কার্ড দেখেন দিয়েগো গোদিন। দিনের দ্বিতীয় পেনাল্টি থেকে নিজের দু’নম্বর গোলটি করে যান রোনান্ডো। রিয়াল ম্যাচে যত জাঁকিয়ে বসেছে ততই গায়ের জোরে তাদের থামানোর চেষ্টা করেছে আতলেতিকো।
ম্যাচের শেষে যা নিয়ে রিয়াল কোচ হোসে মোরিনহোর টিপ্পনি, “আমাদের শিন প্যাডগুলো কার্বন ফাইবারের। দামটা বেশি কিন্তু দারুণ কাজে দেয়। গোটা ম্যাচে আমাদের হলুদ কার্ড মাত্র একটা। ছেলেদের অভিনন্দন, ওরা প্ররোচনার ফাঁদে পা দেয়নি।”
ওল্ড ট্র্যাফোর্ডে নিউক্যাসলের বিরুদ্ধে ম্যাচের ৪৯ মিনিটে মেক্সিকান স্ট্রাইকার হেভিয়ার হার্নান্ডেজের গোলে এগিয়ে গিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করে নিউক্যাসল। রেফারি মাইক জোন্সের যে সিদ্ধান্ত নিয়ে ম্যাচের চব্বিশ ঘণ্টা পরেও বিতর্ক থামেনি। প্রথমে কর্নার দিয়েও পরে সহকারীর কথায় সিদ্ধান্ত পাল্টে পেনাল্টি দেন তিনি। হতাশ অ্যালেক্স ফাগুর্সন বলেছেন, “সহকারী রেফারি বাদে মাঠে আর কারও মনে হয়নি ওটা পেনাল্টি। রেফারিরও না, যিনি কিনা ঘটনার অনেক কাছে ছিলেন।” ড্র করায় লিগ শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে ফার্গুসনের দলের ব্যবধান দুই থেকে বেড়ে হল চার পয়েন্ট।
গ্যারি স্পিডের আত্মহত্যা: ওয়েলসের ম্যানেজার ও লিডস ইউনাইটেডের প্রাক্তন তারকা গ্যারি স্পিড আত্মহত্যা করেছেন। তাঁর বয়স হয়েছিল ৪২। লিডস ছাড়াও শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন তিনি। স্পিডের আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। |