নিয়োগের দাবিতে বন্ধ টোল আদায় |
নিজস্ব সংবাদদাতা • সাঁকরাইল |
জাতীয় সড়ক সংস্থার সঙ্গে ঠিকাদার সংস্থার কর্মীদের বিবাদের জেরে টোল আদায় বন্ধ গিয়েছে হাওড়ার সাঁকরাইলের ধূলাগড়ি টোল-প্লাজায়। মুম্বই রোডের এই টোল-প্লাজা থেকে দৈনিক প্রায় ১০ লক্ষ টাকা আদায় হয় বলে জাতীয় সড়ক সংস্থা সূত্রের খবর। কিন্তু শনিবার সকাল থেকে টোল আদায় বন্ধ রয়েছে। এ দিন জাতীয় সড়ক সংস্থার পক্ষে প্রকল্প অধিকর্তা (কলকাতা ইউনিট) অনিল দীক্ষিত বলেন, “সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা চলছে।” স্থানীয় স্তরে ঠিকাদার নিয়োগ করে এত দিন টোল আদায়ের কাজ চলত। সম্প্রতি জাতীয় সড়ক সংস্থা সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে সারা দেশে টেন্ডার ডেকে টোল আদায়ের দায়িত্ব দেওয়া হবে। যে সংস্থা বেশি মুনাফা দিতে পারবে, তারাই বরাত পাবে। এই পদ্ধতি মেনে মুম্বইভিত্তিক একটি সংস্থা ধূলাগড়ির দায়িত্ব পেয়েছে। |
|
কাজ বন্ধ ধূলাগড়ি টোল প্লাজায়। ছবি: হিলটন ঘোষ |
কিন্তু স্থানীয় ঠিকাদার সংস্থার হয়ে যে ১৬৬ জন এত দিন টোল আদায়ের কাজ করতেন, তাঁরা বেঁকে বসেছেন। তাঁদের দাবি, নতুন সংস্থা এই টোল-প্লাজার দায়িত্বে এলেও তাঁদের সবাইকে কাজে বহাল রাখতে হবে। বেতনও কমানো যাবে না। ওই দাবি মানতে নারাজ নতুন বরাতপ্রাপ্ত সংস্থাটি। এই পরিস্থিতিতে মুম্বইভিত্তিক সংস্থাটির হাতে ধূলাগড়ি টোল-প্লাজার দায়িত্ব তুলে দিতে পারেনি জাতীয় সড়ক সংস্থা। স্থানীয় ঠিকাদার সংস্থাটির সঙ্গে জাতীয় সড়ক সংস্থার চুক্তি শেষ হয়ে গিয়েছে গত ৩১ অক্টোবর। ঠিকাদার সংস্থার কর্তারা টোল-প্লাজা ছেড়ে চলে গেলেও ওই কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শনিবার থেকে টোল আদায় বন্ধ করে দেন তাঁরা। |
|