সি বি আই-এর চার্জশিট পেয়ে ডিমা হাসাও পার্বত্য স্বশাসিত পরিষদের চেয়ারম্যানের পদে ইস্তফা দিলেন ডেপোলাল হোজাই। আজই তিনি ভাইস-চেয়ারম্যান মধুরাম যোশীর হাতে তাঁর ইস্তফাপত্র তুলে দেন। ফলে দু-এক দিনের মধ্যে নতুন চেয়ারম্যান নিযুক্তির জন্য পরিষদের বৈঠক ডাকা হবে।
২৩ নভেম্বর, কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি পরিষদের দুর্নীতি সংক্রান্ত তিনটি মামলার চার্জশিট আদালতে পেশ করে। এতে দুই প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য, ডেপোলাল হোজাই ও মোহিত হোজাই-সহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। নর্দমা খননের নামে পূর্ত বিভাগের ১ কোটি ৭৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে সি বি আই। সে সময় মুখ্য কার্যবাহী সদস্য ছিলেন ডেপোলাল। চার্জশিটে নাম ঢোকার পরই অবশ্য অসম প্রদেশ কংগ্রেস কমিটি তাঁকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করে। সেই সঙ্গে চেয়ারম্যান পদ ছাড়তেও বলা হয়। ডেপোলাল অবশ্য আজ ইস্তফা দিয়ে বলেন, কোনও চাপের মুখে তিনি পদ ছাড়েননি। স্বেচ্ছায় ত্যাগ করেছেন চেয়ারম্যানের পদ। ছেড়েছেন দলের প্রাথমিক সদস্য পদও। এ দিকে তাঁর ইস্তফার পরই নতুন চেয়ারম্যান পদে কাকে বসানো যায়, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এ পযর্ন্ত দু’জনের নাম আলোচনায় উঠে আসছে। এঁরা হলেন আরেক প্রাক্তন মুখ্য কার্যবাহী সদস্য সমরজিৎ হাফলংবার এবং কুর রংপি। পরিষদ সূত্রে জানা গেছে, দু’এক দিনের মধ্যে অধিবেশন ডাকা হবে। সেখানেই নতুন চেয়ারম্যানের নাম চূড়ান্ত করা হবে।
২০০৭ সালের নির্বাচনে কংগ্রেসকে চূড়ান্ত পর্যুদস্ত করে এএসডিসি-বিজেপি জোট পরিষদের ক্ষমতা দখল করলে ডেপোলাল হোজাই মুখ্য কার্যবাহী সদস্য নির্বাচিত হন। কিন্তু ১১ মাস পরই অসুস্থতার কারণ দেখিয়ে ডেপোলাল ইস্তফা দেন। দায়িত্ব নেন মোহিত হোজাই। জঙ্গিদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তিন মাসের মধ্যে তাঁকে গ্রেফতার করা হয়। রাজ্যপাল তখন পরিষদের কার্যবাহী কমিটি ভেঙে দেন। তবে চেয়ারম্যান পদে মায়ানন যথারীতি থেকে যান। ছ’মাস পরে নতুন কার্যবাহী কমিটি গঠিত হয়। সমরজিৎ হাফলংবার মুখ্য কার্যবাহী সদস্য পদে দায়িত্ব নেন। তত দিনে সব এএসডিসি সদস্য কংগ্রেসে নাম লেখান। কুলেন্দ্র দাওলাগুপো ছাড়া বিজেপি টিকিটে নির্বাচিতরাও কংগ্রেসে যোগ দেন। দলবদলের শর্তেই মায়াননকে সরিয়ে ডেপোলালকে চেয়ারম্যান করা হয়। ছ’মাস পরে সমরজিৎ-এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এলে হেরে যান তিনি। দায়িত্ব নেন বর্তমান মুখ্য কার্যবাহী সদস্য দেবজিৎ থাওসেন। চেয়্যারম্যান পদে ডেপোলাল
থেকে গিয়েছিলেন। |