বিজয়-বিজেন্দ্র টক্কর
‘হাতি’র দুঃস্বপ্নেই রাহুলের ‘নাটক’, মন্তব্য মায়াবতীর
‘হাতি’র দুঃস্বপ্ন কংগ্রেসকে তাড়া করে বেড়াচ্ছে। আর তাই সংসদে উপস্থিত না থেকে উত্তরপ্রদেশে জনসভা করে ‘নাটক’ করছেন রাহুল গাঁধী। আজ এই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী।
লখনউয়ে দলিতদের এক জনসভায় কংগ্রেসকে আক্রমণ করে বসপা নেত্রী মায়াবতী বলেন, “উত্তরপ্রদেশে বসপা-র বিপুল জনসমর্থনে কংগ্রেস ভয় পায়। তাই কংগ্রেসের ‘যুবরাজ’ সংসদের অধিবেশনে না গিয়ে উত্তরপ্রদেশে এসে ‘নাটক’ করছেন। মনে হচ্ছে বসপা-র প্রতীক ‘হাতি’ কংগ্রেসকে স্বপ্নেও তাড়া করছে। আর তাই কংগ্রেস নেতারা এ রকম ভিত্তিহীন অভিযোগ করছেন।”
লখনউয়ে একটি নির্বাচনী জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
মায়াবতীকে মালা পরাচ্ছেন দলীয় সমর্থকরা। রবিবার। ছবি: এ পি
শুক্রবার মায়াবতীকে আক্রমণ করে এক নিবার্চনী জনসভায় রাহুল বলেন, রাজ্যের উন্নয়নে কেন্দ্র থেকে টাকা আসলেও লখনউয়ে বিরাট এক হাতি সে সব খেয়ে নিচ্ছে। মানুষ কিছুই পাচ্ছেন না। রাহুল গাঁধী উত্তরপ্রদেশকে পাঁচ বছরে ‘এক নম্বর’ রাজ্য হিসেবে তৈরি করবেন বলে যে মন্তব্য করেছেন, তাকে কটাক্ষ করে মায়াবতী বলেন, “৪০ বছর উত্তরপ্রদেশে ক্ষমতায় ছিল কংগ্রেস। তখন রাজ্যের উন্নতি করতে পারেনি। আর এখন তা হলে ৫ বছরে কী করে উত্তরপ্রদেশকে ‘এক নম্বর’ জায়গায় নিয়ে যাবেন রাহুল? এ সবই হচ্ছে রাজনীতির ‘চমক’।” মায়াবতীর বক্তব্য, কংগ্রেস শাসিত রাজ্যগুলোয় দলিত ও ওবিসিরা শোষণের শিকার। যদিও কংগ্রেসের দাবি, মায়াবতীর এমন মন্তব্যে তাঁর ‘রাহুল-আতঙ্ক’ প্রকাশ পাচ্ছে। কংগ্রেস নেতা দ্বিজেন্দ্র ত্রিপাঠীর কথায়, “সরকার আয়োজিত জনসভায় মায়াবতী যা বক্তব্য পেশ করেছেন, তাতে এটা স্পষ্ট যে তিনি রাহুল গাঁধীকে নিয়ে আতঙ্কে ভুগছেন।”
রাজ্যে একশো দিনের কাজ প্রকল্পে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে মায়াবতী জানান, কংগ্রেস শুধু নিজেদের স্বার্থের জন্য ও সস্তার প্রচারের লোভে এই সব অভিযোগ করছে। মায়ার কথায়, “এই যোজনা নিয়ে কেন্দ্র বিমাতৃসুলভ আচরণ করছে। সময়মতো টাকা দেওয়া হচ্ছে না। কিন্তু এই টাকা তো আমাদের প্রাপ্য। কেন্দ্র তো আর উত্তরপ্রদেশকে দয়া দেখাচ্ছে না।” মায়ার দাবি, কংগ্রেসশাসিত রাজ্যে বড় বড় ঘটনা ঘটলেও তা নিয়ে কোনও হট্টগোল হয় না। অথচ শুধুমাত্র উত্তরপ্রদেশেই কেন্দ্রীয় কমিশন পাঠানো হয়। একশো দিনের কাজে অনিয়ম বা দুর্নীতির সব অভিযোগের তদন্ত হবে বলে বসপা নেত্রী জানান।

মায়ার হুঁশিয়ারি
তাঁর পরিবারের কেউ সাংসদ বা বিধায়ক হন, তা পছন্দ নয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীর। এক জনসভায় আজ তিনি বলেন, ‘আমার মা-বাবা-ভাই-বোন বা অন্য আত্মীয়রা বসপা পরিবারের অংশ। কিন্তু তাঁদের কেউ যদি সাংসদ বা বিধায়ক হওয়ার স্বপ্ন দেখেন, তা হলে আমি তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করব।” কেউ যাতে তাঁর বিরুদ্ধে ‘স্বজনপোষণের’ অভিযোগ আনতে না পারেন, তাই বহেনজির এই সিদ্ধান্ত। তাঁর কথায় “আমার আত্মীয়রা দলের হয়ে কাজ করতে পারেন। কিন্তু ভোটে দাঁড়াতে পারবেন না।” বসপা নেত্রী আরও জানান, দলই তাঁর কাছে সব। দলের জন্যই তিনি নিজের পরিবার বানাননি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.