রেল লাইনে মিলল সন্তান-সহ বধূর দেহ |
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল সন্তান-সহ এক বধূর। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে অম্বিকা-কালনা স্টেশন সংলগ্ন বৈদ্যপুর লেভেল ক্রসিংয়ে। পুলিশ জানায়, মৃতার নাম টুম্পা দাস (২২)। মৃত্যু হয়েছে তাঁর বছর দেড়েকের কন্যা সন্তান রুবি দাসেরও। রেল পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে টুম্পাদেবীর বিয়ে হয় কালনা শহরের জগন্নাথতলার বাসিন্দা, পেশায় রং মিস্ত্রি কার্তিক দাসের সঙ্গে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি একমাত্র মেয়ে রুবিকে সঙ্গে নিয়ে বাপেরবাড়ি পূর্বস্থলী ২ ব্লকের পাটুলি পুরাতনবাজারে গিয়েছিলেন টুম্পাদেবী। শুক্রবার শ্বশুরবাড়ি ফেরেন। শনিবার সকালে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। সন্ধ্যায় ডাউন কাটোয়া-হাওড়া লোকাল পেরোনোর পরে আশপাশের বাসিন্দারা তাঁদের দু’জনের ছিন্নভিন্ন দেহ দেখতে পান। রবিবার কালনা মহকুমা হাসপাতালে ময়না-তদন্ত হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
বেআইনি আগ্নেয়াস্ত্র রেখে ডাকাতির ষড়যন্ত্রের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রাম কালনা থেকে শনিবার ধৃত ওই তিন জনের নাম রাজুল দফাদার, তেঁতুল সর্দার ও অমিত সর্দার। ধৃতদের থেকে একটি রিভলভার পাওয়া গিয়েছে বলে জানায় পুলিশ। কালনা থানার পুলিশ জানায়, ধৃত এই তিন জন-সহ আরও কয়েক জন ডাকাতির পরিকল্পনা করতে একটি বাড়িতে জড়ো হয়েছিল। তিন জনকে ধরা গেলেও বাকিরা পালিয়ে যায়।
|
হুগলির শিবাইচণ্ডী থেকে সব্জি নিয়ে ট্রেনে ওঠার সময়ে পা পিছলে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম ধূপা মাল (৪১)। বাড়ি মেমারির পাল্লা রোডে। ঘটনাটি ঘটে শনিবার সকালে। বর্ধমান মেডিক্যালে ওই দিন দুপুরে তাঁর মৃত্যু হয়। এ দিকে, দুর্গাপুর থেকে গলসির পারাজে যাওয়ার পথে শনিবার সন্ধ্যায় ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে এক লরির খালাসির। মৃতের নাম শেখ হাসমত (২২)। বাড়ি পারাজে। |