|
|
|
|
|
|
|
ইসকুলে মুশকিল |
উত্তর দিচ্ছেন পুষ্পা মিশ্র |
|
আমি ইন্টারনেটের পোকা। ইন্টারনেট করতে আমি খুব ভালবাসি। নেট থেকে বিদেশের খবরাখবর, পড়াশোনার বিষয়, সব জানা যায়। তাও বাবা-মা বলে যে, নেট ভাল জিনিস নয়। আমি মা-বাবাকে কী ভাবে বোঝাব, নেট খারাপ নয়?
প্রণীল হালদার। অষ্টম শ্রেণি, দমদম কিশোর ভারতী উচ্চ বিদ্যালয়
প্রণীল, তোমার বাবা-মা কি এ কথা বলেন যে, ইন্টারনেট খারাপ, নাকি বলেন যে, ইন্টারনেটের পোকা হওয়া খারাপ? তুমি ঠিকই বলেছ যে ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু জানা যায়। কিন্তু সব সময় ইন্টারনেট করলে তোমার পড়াশোনা, খেলাধূলা, শরীরচর্চা, শিল্পচর্চা এগুলো তো ব্যাহত হয়। অথচ এগুলো তো প্রয়োজনীয়। সুতরাং সীমিত ভাবে ইন্টারনেট করো। আমার মনে হয় না এতে তোমার বাবা-মা আপত্তি করবেন।
|
|
আমি বেঁটে বলে সবাই আমাকে ‘ভোম্বল’ বলে ডাকে। আমার এটা শুনতে একদম ভাল লাগে না। কী করব?
অভিজিৎ সাহু। দশম শ্রেণি, বাড়খাসীপুর হাইস্কুল, পূর্ব মেদিনীপুর
|
|
অভিজিৎ, তোমার নিজের মধ্যে হীনম্মন্যতা বোধ না থাকলে তোমার এত খারাপ লাগত না। সবচেয়ে আগে নিজের মন থেকে এই বোধটা দূর করো। তোমার মূল্য তো তোমার উচ্চতার উপর নির্ভর করে না, করে তোমার কাজের উপর। নেপোলিয়ান তো যথেষ্ট বেঁটে ছিলেন, কিন্তু সারা বিশ্ব তো আজও তাঁর কথা মনে করে রেখেছে। তোমার উচ্চতার উপর তোমার কোনও হাত নেই, কিন্তু তোমার কাজের উপর আছে। সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করো, দেখবে তোমার উচ্চতার ব্যাপার তুচ্ছ হয়ে গেছে।
|
আমার ইস্কুলের জিনিস সব সময় হারিয়ে যায়। আমি নজর রাখতে পারি না। বাড়ির লোকেরা বকেন। আমি কী করব?
হৃদি কুণ্ডু। আপার কেজি, বালিগঞ্জ শিক্ষা সদন |
|
|
হৃদি, তুমি নিশ্চয়ই খুব অন্যমনস্ক থাক। অনেক কিছু মনে মনে ভাবতে থাক, তাই স্কুলের জিনিসের উপর নজর রাখতে পারো না। মাকে বলো, তোমার স্কুলের জিনিসের একটা লিস্ট বড় বড় লাল রঙের অক্ষরে লিখে, তোমার স্কুল ব্যাগের উপর সেঁটে দেবেন। তুমি স্কুল ছুটির সময় ওই লিস্ট থেকে মিলিয়ে জিনিসগুলো ব্যাগে ভরে নিয়ো। আর অন্যমনস্ক ভাবটা একটু কমাও। দেখো, আর জিনিস হারাবে না। |
|
খামে ভরো মুশকিল
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের।
চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল,
রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|
|