লাস্ট মোমেন্ট চেকলিস্ট
পুজো শেষ হয়ে গেলেই ক’দিন বাঙালির মন খুব খারাপ থাকে, যেন কিছুই করার নেই, সমস্ত উৎসাহ-উদ্দীপনায় ঘাটতি দেখা যায়। কিন্তু ক’দিন পরেই আবার একের পর এক পুজো এসে সেই ঘাটতি পূরণ করে, আর তার ক’দিনের মধ্যেই এসে যায় বিয়ের মরশুম। বিয়ের মরশুমে আপনি নিজে কনে না হলেও, কনের বন্ধু-মাসি-দিদি হওয়ার সুবাদে উত্তেজনা আপনার থেকেই যাচ্ছে।
বিয়ের আগে ব্যস্ততার শেষ থাকে না। শপিং, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, পার্লারে যাওয়া, বিভিন্ন সামাজিক দায় সামলানো ইত্যাদি অনেক কিছু এক সঙ্গে যোগ হয়। অনেক কিছু আমরা আবার ভুলেও যাই। সুতরাং, রইল ‘লাস্ট মোমেন্ট চেকলিস্ট’।
প্রথমেই আপনি ঠিক করে রাখুন আপনার বিয়ের পোশাক এবং তার আনুষঙ্গিক জিনিসপত্রগুলি। আমাদের রীতিতে বিয়ের আগে বিয়ের শাড়ি ইস্ত্রি করার নিয়ম নেই, কিন্তু এই নিয়মটি ভেঙে যদি শাড়িটি ঠিক মতো ইস্ত্রি করা থাকে, তবে পরার সময় খুব সুবিধে হবে, সামলানো সহজ হবে এবং পুরো শাড়িটি এলোমেলো ভাবে কোনও রকমে গোঁজা মনে হবে না। একটি সুবিন্যস্ত এবং ঠিক সাজ ও পোশাক বলেই মনে হবে।
পরের মনে রাখার ধাপটি হল মেক-আপ সামগ্রী। তত্ত্বের ট্রে ভর্তি করার জন্য অপ্রয়োজনীয় কসমেটিক্স কিনবেন না। যেগুলি প্রয়োজনীয়, শুধু সেগুলি কিনবেন। শুধু মাত্র বিয়ে বলে যে মেক-আপ আইটেম সম্বন্ধে আপনি কিছু জানেন না বা আপনি ব্যবহার করেন না, শুধু মাত্র পরীক্ষা-নিরীক্ষার জন্য কিন্তু সে সব কিনবেন না। বিয়ের দিনটা পরীক্ষা-নিরীক্ষার ঠিক মঞ্চ নয়। ফাউন্ডেশনের ক্ষেত্রে সবাই নিজের স্কিনটোনের থেকে হাল্কা শেড কেনে এবং একই ধরনের কমপ্যাক্ট কেনে, কিন্তু এ রকমটি করবেন না। আইশ্যাডোর ক্ষেত্রে অনেকগুলি প্যালেট সমেত আইশ্যাডো কিট’টি কিনবেন। এগুলি সব সময় কাজে লাগবে। ব্লাশ-অনের ক্ষেত্রে স্কিনটোন অনুযায়ী ন্যাচারাল শেড কেনাই ভাল। একটু অন্য রকম হতে চাইলে শিমার আইশ্যাডো কিনতে পারেন। লিপস্টিক কিছু ন্যাচারাল শেড এবং কিছু গাঢ় উজ্জ্বল শেডের কিনবেন।
বিয়ের আসল রহস্যটি লুকিয়ে থাকে গয়নার মধ্যে। এখন কস্টিউম জুয়েলারি কেনার দিকে সবাই বেশি ঝুঁকছেন। এটি বিয়ের একটি ভাল দিক। কস্টিউম জুয়েলারি বিয়ের সাজটিকে একটি পরিপূর্ণতার দিকে নিয়ে যায়। এই ধরনের জুয়েলারি কেনার সময় গয়নাগুলির মধ্যে যেন সামঞ্জস্য থাকে, সেটি খেয়াল রাখবেন। আপনার যদি সোনার গয়না থাকে, তবে কখনওই পাথরসেটিং বা কুন্দন সেট কিছু কিনবেন না, কারণ এটি বেমানান হবে। আপনি অবশ্যই গোল্ড ফিনিশের কিছু গয়না কিনবেন।
এখনকার দিনে কনেরা সাজগোজ টিভি সিরিয়ালের অনুকরণেই করে থাকেন। এটি এখন পছন্দের তালিকায় প্রথম। কিন্তু অনুকরণ করলে, অনুকরণটি যেন ঠিকঠাক হয় সেটি খেয়াল রাখবেন এবং পুরো সাজটির সঙ্গে আপনাকে একাত্ম হতে হবে। কখনওই যেন মনে না হয় যে, আপনার ওপরে কিছু চাপানো হয়েছে। আপনি এটিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, কারণ দিনটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ।

এখানে একটি তালিকা দেওয়া হচ্ছে, বিয়ের আগে আপনি কী কী করবেন এবং কী কী করবেন না

••
প্রথমেই আপনি বিয়ের কিছু দিন আগে থেকে ফেশিয়াল করতে আরম্ভ করবেন। তবে কখনওই এমন কোনও ভিন্ন ধরনের ফেশিয়াল করবেন না, যেটি আপনি কোনও দিন করেননি। কারণ, আপনার ত্বক বিয়ের সময় হঠাৎ আপনার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা শুরু করে, তা হলে আপনার পক্ষে ভাল হবে না। সুতরাং, কোনও ঝুঁকি নেওয়ার দরকার নেই।

•• চুল সম্বন্ধীয় তথ্য: এক জন কনের পক্ষে বিয়ের আগে সব থেকে গুরুত্বপূর্ণ দিকটি হল চুল নিয়ে ভাবনাচিন্তা করা, কারণ এখন বেশির ভাগ মেয়ের চুল ছোট করে কাটা থাকে, লেয়ার্স বা স্টেপস-এ। অনেক পরিবারে নিয়ম থাকে যে বিয়ের পরে অনেক দিন পর্যন্ত চুল কাটতে পারবে না, সে ক্ষেত্রে বিয়ের আগে সুন্দর এবং পরিমাপ মতো চুল কাটিয়ে নিতে হবে। কিন্তু কপালের সামনের দিকের চুল কখনওই ছোট করে কাটবেন না, কারণ বিয়ের সময় চুল বাঁধতে খুবই অসুবিধে হয়। এ ছাড়া, আর এক গুরুত্বপূর্ণ বিষয় হল থ্রেডিং ভ্রূ, ঠোঁটের উপরিভাগ এবং মুখের অন্য অংশের ঠিক থ্রেডিং। এটি একান্ত প্রয়োজনীয়। ভ্রূ-র আকৃতি যদি ঠিক না হয়, তবে কোনও মেক-আপই মানানসই হবে না। মুখের অবাঞ্ছিত রোম যদি তুলে নেন, আপনার মেক-আপটি ভাল বসবে।

•• বিয়ের আগে নখের ঠিক যত্ন নেবেন। যদি বিয়ের আগে মেহেন্দি পরেন, তবে নেলপলিশ-এর সঙ্গে ঠিক সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করবেন। আলতা পরলে প্রকৃত ভাল একটি জিনিস কিনবেন এবং দেখবেন, সেটি যেন লেপটে না যায় এবং একটু লেগে থাকল আর বাকিটা ধুয়ে গেল এ রকম যেন না হয়।
এই পরামর্শগুলি মেনে চললেই বিয়ের দিনটিকে ভাল ভাবে উতরে দিতে পারবেন।

সাক্ষাৎকার: কস্তুরী মুখোপাধ্যায় ভারভাদা



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.