|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
নিসর্গ ও জীবনের সমন্বয় |
মৃণাল ঘোষ |
সম্প্রতি অ্যাকাডেমিতে ‘মনোভূমি’ শিরোনামে আট শিল্পীর প্রদর্শনী হল। এদের এক জন শৈলেন ঘোষ, ভাস্কর। তাঁর ব্রোঞ্জগুলিতে নিসর্গের সঙ্গে পুরাণকল্প মিলেছে। বাদল পালের জলরঙের নিসর্গ সাবলীল। অরুণ সমাদ্দার স্বাভাবিকতার ভিতরই ঐতিহ্যের স্বপ্নিল আবহকে মিলিয়েছেন। অলয় ঘোষাল নিসর্গের স্বাভাবিকতা ভেঙে রূপকল্পের বৈচিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। ইন্দ্রনীল ঘোষ এঁকেছেন পাহাড়ি নিসর্গ। নিসর্গ ও জীবনের সমন্বয়কে কল্পরূপের দিকে নিয়ে গেছেন সুজিত ঘোষ। নবকুমার চক্রবর্তী শামুকের সঞ্চরণের ভিতর প্রকৃতির রহস্যময়তা খুঁজেছেন। ফুলে পল্লবে আলোর কারুকাজ নিয়ে মানস বিশ্বাসের জলরঙগুলি আঙ্গিকের স্বকীয়তায় উজ্জ্বল। |
|
প্রদর্শনী
চলছে
সিমা: আর্ট মেলা ২৭ নভেম্বর পর্যন্ত।
সৃজনী: শ্রীপর্ণা পাল, তুহিন চট্টোপাধ্যায় প্রমুখ ৩০ নভেম্বর পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: ক্যানভাস আর্টিস্ট সার্কল কাল শেষ।
ইমামি চিজেল: শুভাপ্রসন্ন ৮ পর্যন্ত।
অ্যাকাডেমি: কুসুমিতা ভট্টাচার্য ১ ডিসেম্বর পর্যন্ত।
বনশ্রী খান, শ্যামশ্রী বসু প্রমুখ ১ ডিসেম্বর পর্যন্ত।
অঞ্জন সেনগুপ্ত, অনুপকুমার গিরি প্রমুখ ১ ডিসেম্বর পর্যন্ত।
মন গ্যালারি: বিপুল রায় ৩ পর্যন্ত।
শ্রী আর্ট গ্যালারি: সুনীল দাস ৩১ নভেম্বর পর্যন্ত।
জি সি লাহা: প্রদীপ ভৌমিক, অপূর্ব দেবনাথ প্রমুখ ৩ পর্যন্ত। |
|
|
|
|
|