এ বার রাজ্যে ছোট শহরেরও বাজার ধরতে চায় গুগ্ল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অনেক দিনই নিজেদের নামের ব্যাকরণ বদলে ফেলেছে গুগ্ল। বিশেষ্য থেকে হয়ে উঠেছে ক্রিয়া পদ। কারণ, এখন তা আর শুধু তথ্যপ্রযুক্তি বহুজাতিকের নাম নয়। বরং ‘গুগ্ল করা’ প্রায় সমার্থক হয়ে গিয়েছে ইন্টারনেটে তথ্য খোঁজার সঙ্গে। ঠিক যেমন ফোটোকপি করার কথা বোঝাতে গিয়ে প্রায়শই জেরক্স বলা হয়। এই গুগ্লই এ বার রাজ্যের ছোট শহরে আরও বেশি করে ঢুকতে চায় লোভনীয় বাজারের টানে। একই কারণে অন্য রাজ্যেও বড় ও মাঝারি শহরের গণ্ডির বাইরে ব্যবসা ছড়াতে বিপণনে জোর দিচ্ছে তারা। যত বেশি সম্ভব মানুষের পরিচয় করিয়ে দিচ্ছে ইন্টারনেটের সঙ্গে।
২০০৬-এ ভারতে ইন্টারনেট ব্যবহার করতেন ৩ কোটি মানুষ। এ বছর সংখ্যাটা প্রায় ১০ কোটি। কিন্তু গুগ্ল ইন্ডিয়ার কর্তা বিনয় গোয়েলের দাবি, “ছোট শহরে নেট ব্যবহার বাড়ছে ৩৭% হারে। যা পিছনে ফেলেছে বড় শহরগুলিকেও।” এ ক্ষেত্রে ছোট শহরের মানুষদের আরও বেশি উৎসাহ দিতে ২০০৯-এ ‘ইন্টারনেট বাস’ চালু করেছে গুগ্ল। তা ১১টি রাজ্য ঘুরেছে। এ বার পশ্চিমবঙ্গের পালা। এই বাসে ইতিমধ্যেই ২০ লক্ষ মানুষ প্রথম বার ইন্টারনেটের ব্যবহার পরখ করেছেন বলে দাবি গুগ্লের। |
ভারতীর বিমা সংস্থার শেয়ার যাচ্ছে না রিলায়্যান্সের হাতে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বিমা সংস্থার মালিকানা হস্তান্তর নিয়ে ভেস্তে গেল সুনীল মিত্তলের ভারতী এন্টারপ্রাইজেস এবং মুকেশ অম্বানীর রিলায়্যান্স গোষ্ঠীর আলোচনা। ২০০৬ সালে ফরাসি বিমা বহুজাতিক এএক্সএ-র সঙ্গে যৌথ উদ্যোগ গড়ে জীবন ও সাধারণ বিমা ব্যবসায় পা রেখেছিল ভারতী। কিন্তু গত জুনে ওই যৌথ উদ্যোগে নিজেদের ৭৪% শেয়ারই বিক্রি করে বিমা ব্যবসা থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করে সুনীল মিত্তলের সংস্থা। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজকে তা বিক্রি করার বিষয়েই আলোচনা চলছিল তাদের। কিন্তু এ দিন সেই আলোচনা ভেস্তে যাওয়ার কথা ঘোষণা করেছে দু’পক্ষই। দীর্ঘমেয়াদি লক্ষ্য এবং সংস্থা পরিচালনার পদ্ধতি নিয়ে ঐকমত্যে পৌঁছতে না পারাই এর কারণ বলে রিলায়্যান্সের দাবি। |
রাজ্যের আবেদন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাওড়া, হলদিয়া ও আসানসোলে পরিবেশ দূষণের জন্য নতুন শিল্প গড়ায় কেন্দ্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানাল রাজ্য। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার মহাকরণে জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে দিল্লিতে তিনি ও পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার দেখা করেছেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী জয়ন্তী নটরাজনের সঙ্গে। শিল্পায়নের পাশাপাশি রাজ্য যে পরিবেশ রক্ষাতেও বদ্ধপরিকর তা তাঁকে জানিয়েছেন পার্থবাবুরা। |
আইফোন ৪এস
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দেশের বাজারে এল ‘আইফোন ৪এস’। তা মিলবে এয়ারটেল, এয়ারসেল সংযোগে। ১৬, ৩২ ও ৬৪ জিবি-র মডেলে। দাম শুরু ৪৪,৫০০ টাকা থেকে। |
থ্রি-জি নিয়ে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
থ্রিজি-তে ইনট্রা-সার্কেল রোমিংয়ের অনুমতি না পেলে পরিষেবা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিল তিন টেলিকম সংস্থা। এ বার টেলিকম দফতর জানাল যে, সংস্থাগুলি একে অন্যের স্পেকট্রাম ব্যবহার করলে রাজস্ব হারাবে কেন্দ্র। এবং এটি টেলিকম নীতির বিরোধী। |