টুকরো খবর
প্রচার ঘিরে বিভ্রান্তি
বিডিও, এসডিও এমন কী তৃণমূলের নাম ভাঙিয়ে মাইকে করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আরও কম মূল্যে ধার বিক্রি করার কথা ঘোষণা করছে কিছু ব্যক্তি। এমনই অভিযোগ তুললেন বোলপুর থানা এলাকার বাসিন্দারা। বোলপুর লাগোয়া শ্রীনিধিপুর গ্রাম পঞ্চায়েতের কৃষক রবিশঙ্কর পাল, নিখিল ঘোষদের অভিযোগ, “তৃণমূল, কখনও এসডিও, বিডিওদের নির্দেশ বলে কুইন্টাল পিছু ৯০০ টাকা দরে ধান বিক্রি করার কথা গাড়িতে করে প্রচার করছে এক দল যুবক।” শুধু ওই পঞ্চায়েতে নয় রাইপুর-সুপুর পঞ্চায়েত এলাকা থেকেও এই অভিযোগ উঠছে। বোলপুরের বিডিও অমল সাহা বলেন, “রাইপুর-সুপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের কাছ থেকে মৌখিক ভাবে এই অভিযোগ পেয়েছি। আমরা এমন কোনও নির্দেশ দিইনি।” এসডিও (বোলপুর) প্রবালকান্তি মাইতি বলেন, “বিষয়টি শুনেছি। খতিয়ে দেখা হবে। যদি এমন হয়ে থাকে তা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কালভার্ট সংস্কারের দাবি
৮-৯ মাস আগে রাস্তা তৈরির সময়ে তৈরি হয়েছিল কালভার্টটি। খয়রাশোলের চাপলা গ্রামের এক দিকে থাকা হিংলো নদীঘাট থেকে অন্য পাশে অজয় নদের ঘাট পর্যন্ত রাস্তা মোরাম, বোল্ডার দিয়ে তৈরি করায় খুশি হয়েছিলেন এলাকাবাসী। কিন্তু তৈরি হওয়ার মাস খানেকের মধ্যে চার চাকা গাড়ির চাপে ওই রাস্তায় তৈরি হওয়া নতুন কালভার্ট ভেঙে যায়। ৭-৮ মাস পেরিয়ে গেলেও ভাঙা কালভার্ট সারিয়ে না দেওয়ায় স্থানীয় পাঁচড়া পঞ্চায়েতে লিখিত ভাবে আবেদন জানিয়েছেন বাসিন্দারা। তবে এখনও পর্যন্ত কাজ হয়নি বলে ক্ষুব্ধ তাঁরা। পাঁচড়া পঞ্চায়েতের প্রধান সিপিএমের, দামোদর বাগদির দাবি, “ওই কালভার্ট সারানোর প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে।”

যান্ত্রিক ত্রুটি, ব্যাহত পরিষেবা
যান্ত্রিক ত্রুটির জন্য শুক্রবার সকাল সাড়ে ১০টার পর থেকে দুপুর ১টা পর্যন্ত রামপুরহাট, মল্লারপুর, তারাপীঠ, নারায়ণপুর, চাঁদপাড়া, কালুহা, বিষ্ণুপুর প্রভৃতি এলাকায় ব্যাহত হল বিএসএনএলের মোবাইল পরিষেবা। এর ফভলে মোবাইল থেকে ইন্টারনেট গ্রাহক, সাধারণের সমস্যা হয়। বিএসএনএলের রামপুরহাট মহকুমা বিভাগীয় বাস্তুকার কৌশিক ভকত বলেন, “সকালে রামপুরহাট টেলিফোন এক্সচেঞ্চের পাওয়ার প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির জন্য পুড়ে যায়। দুপুরে মোবাইল পরিষেবা চালু করা গেলেও অন্যান্য পরিষেবা এখনও চালু করা যায়নি।”

বেহাল রাস্তা, ক্ষোভ
খয়রাশোলের কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের জামরান্দ গ্রাম থেকে কেন্দ্রগড়িয়া উচ্চ বিদ্যালয় রাস্তাটির বেহালের জন্য ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের দাবি, রাস্তাটি মাত্র ১ কিলোমিটার হলেও রাস্তাটি গুরুত্বপূর্ণ। কিন্তু কেন্দ্রগড়িয়া ও জামরান্দ দু’টি সংসদ হয়ে যাওয়ায় নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের ঠেলাঠেলিতে রাস্তাটি ভাল করার কোনও ব্যবস্থাই নেয়নি পঞ্চায়েত। এতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের প্রধান, সিপিএমের পবন অঙ্কুর বলেন, “পুরো রাস্তাটি খারাপ নয়। একশো দিনের কাজের প্রকল্পে রাস্তাটি তৈরি করে দেওয়ার কথা ভাবা হচ্ছে।”

নানুরে স্কুল ভোট
বিনা প্রতিন্দ্বিতায় স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ক্ষমতা দখল করতে চলেছে তৃণমূল। শুক্রবার ছিল নানুরের বঙ্গছত্র লবঙ্গলতিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু এ দিন পর্যন্ত তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া ৬টি আসনে আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। স্কুল সূত্রে খবর, দীর্ঘদিন ওই স্কুলের পরিচালন সমিতির ক্ষমতা বামেদের দখলে ছিল।

সচেতনতা শিবির
সঞ্চয়ের ক্ষেত্রে অনেক অসাধু সংস্থার সঙ্গে জড়িয়ে পড়ে সর্বস্রান্ত হচ্ছেন উপভোক্তা বা গ্রাহকেরা। পদ্ধতি বা নিয়ম না মেনে টাকা জমানোর ক্ষেত্রে বেআইনি সঞ্চয়কারীদের কাছে ফেঁসে যাচ্ছেন বহু মানুষ। এ সব নিয়ে শুক্রবার রামপুরহাটে একটি সচেতনতা শিবির হয়েছে।

আলোচনায় উঠল কর্মবিরতি
প্রশাসনের আশ্বাসে অবশেষে রামপুরহাট মহকুমা হাসপাতালে পাহারাদার ও সাফাইকর্মীদের কর্মবিরতি উঠল। শুক্রবার থেকে পুনরায় বেসরকারি পাহারাদার ও সাফাইকর্মীরা মহকুমাশাসকের কাছ থেকে আশ্বাস পেয়ে কাজে যোগ দেন। বৃহস্পতিবার বিকেলে রামপুরহাট মহকুমা হাসপাতাল সুপার-সহ ওই দুই বিভাগের ঠিকাদারদের সঙ্গে বৈঠক করেন রামপুরহাট মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তব। আন্দোলনকারীদের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। মহকুমাশাসক আন্দোলনকারীদের বলেন, “চলতি মাসে তাদের দাবি নিয়ে বিবেচনা করে দেখার পরে নতুন করে কাজের নির্দেশ দেওয়া হবে।” এর পরেই আন্দোলনকারীরা শুক্রবার সকাল থেকে কাজে যোগ দেন।

সেতুর দাবি
নলহাটি থানার দেবগ্রামের কাছে ব্রাহ্মণী নদীর উপরে সেতু নির্মাণের দাবি জানালেন এলাকাবাসী। সম্প্রতি নলহাটি ১ পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে এলাকার বাসিন্দারা লিখিত ভাবে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর দাবি, ওই সেতু নির্মাণ হলে শুধু নলহাটি থানা এলাকার বাসিন্দারা নয় বীরভূম ও মুর্শিদাবাদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও ভাল হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি, কংগ্রেসের মাধবেন্দ্র ঘোষাল বলেন, “এলাকাবাসীর দাবি পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতিতে আলোচনা করা হবে। পরে সেতুর নির্মাণের প্রয়োজনীয় কথা জেলাস্তরে জানানো হবে। তবে সেতুর জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন তা পঞ্চায়েত সমিতির পক্ষে বহন করা যাবে না।”

আইন অমান্য
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আইন অমান্য করল বাঁকুড়া জেলা বামফ্রন্ট। শুক্রবার বাঁকুড়া সদরের মহকুমাশাসকের কার্যালয়ের সামনে দলের কর্মী-সমর্থকেরা জমায়েত করে বিক্ষোভ দেখান। পুলিশ তাঁদের গ্রেফতার করে পরে ছেড়ে দেয়। অগ্রগামী কিষান সভার বাঁকুড়া জেলা সম্পাদক মানিক মুখোপাধ্যায় দাবি করেন, “অবিলম্বে সার ও অন্যান্য পণ্যের দাম কমাতে হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.