প্রতিবেশী রাষ্ট্রগুলিতে চিনের সঙ্গে পাল্লা দিয়ে সক্রিয় বাণিজ্যিক এবং কৌশলগত সম্পর্ক তৈরি করার পথে এগোচ্ছে মনমোহন সরকার। আর তারই জেরে আগামী রবিবার এক দিনের সফরে কাঠমান্ডু যাচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। ভুটান, বাংলাদেশ, নেপালের মত প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে ইতিবাচক সম্পর্ক তৈরির কাজ এখন নয়াদিল্লির কাছে খুবই গুরুত্বপূর্ণ।
চিনা ড্রাগনের নিঃশ্বাস ঘাড়ের কাছে তো রয়েছেই। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সীমান্তে ছায়াযুদ্ধ এবং অনুপ্রবেশ বহাল রয়েছে। এমতাবস্থায় নয়াদিল্লি নিরাপত্তা এবং বাণিজ্যের প্রশ্নে যত বেশি দেশকে পাশে পায় ততই মঙ্গল। মাওবাদী সরকার আসার পর থেকেই শান্তি প্রক্রিয়ায় সদর্থক ভূমিকা নেওয়ায় ভারত সর্বদাই অগ্রণী থেকেছে। গত মাসে ভারত সফরে আসেন নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই। তখনও এই বিষয়ে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং প্রণববাবু।
প্রণববাবুর আসন্ন সফরের প্রধান লক্ষ্য অবশ্যই বাণিজ্যিক। নেপালের সঙ্গে দ্বৈত কর প্রত্যাহার চুক্তি সংশোধন করা হবে ওই সফরে। এর ফলে ভারতীয় এবং নেপালি বিনিয়োগকারীরা পারস্পরিক বিনিয়োগের ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবেন। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বক্তব্য, এর ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকটাই বাড়বে। ওই চুক্তি স্বাক্ষরের পাশাপাশি বাবুরাম ভট্টরাই, মাওবাদী নেতা প্রচণ্ড এবং নেপালের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন প্রণববাবু। |