টুকরো খবর
স্নাতকে হার বাড়ল পাশের

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির বিএ পার্ট-১ এবং পার্ট-২ পরীক্ষায় পাসের হার বাড়ল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তরফে ফল প্রকাশ করা হয়েছে। তাতে বিএ পার্ট-১ অনার্সে পাসের হার বেড়ে হয়েছে ৭১.৫১ শতাংশ। বিএ পার্ট-১ পাস কোর্সে পাশের হার কমেছে। গত বছর ৭৫.৭৪ শতাংশ পাসের হার কমে হয়েছে ৭১.০১ শতাংশ। বিএ পার্ট-২ অনার্স এবং পাস কোর্স উভয় ক্ষেত্রেই পাসের হার বেড়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এ বছর বিএ পার্ট-২ অনার্সে ৮৭৮৭ জন পরীক্ষা দিয়েছিলেন। পাস করেছেন ৮৫.৪৭ শতাংশ। গত বছর তা ছিল ৮১.৮৫ শতাংশ। বিএ পার্ট-২ পার্স কোর্সে পাশের হার বেড়েছে। গত বছর ৮৩.৯০ শতাংশ পাস করেছিলেন এ বার পাসের হার ৮৪.৩২ শতাংশ। লিখিত পরীক্ষা শেষ হওয়ার ১১০ দিনের মাথায় পরীক্ষা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুশান্ত দাস বলেন, “বিধানসভা ভোটের কারণে এ বছর পরীক্ষা পিছিয়েছে। পুজোর মরসুমে পরীক্ষা বিভাগের দায়িত্বে থাকা শিক্ষকদের অনেকে ছুটিতে থাকায় রেজাল্ট প্রকাশ করতে কিছুটা দেরি হয়েছে।” ফল পুনর্মূল্যায়নে ইচ্ছুক পড়ুয়ারা কলেজগুলির মাধ্যমে ৭ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

নয়া ছাত্র-সভাপতি
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি হিসাবে সাবির সাহা চৌধুরীকে দায়িত্ব দিল সংগঠনের রাজ্য কমিটি। মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা সংগঠনের ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। কলকাতা থেকে ফোনে টিএমসিপির রাজ্য সভাপতি বলেন, “মুকুল রায়ের সঙ্গে কথা বলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে কোচবিহারের নয়া জেলা সভাপতি হিসাবে সাবিরকে দায়িত্ব দেওয়া হল।” সাবিরবাবু দিনহাটা শহরের বাসিন্দা। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে দূরশিক্ষায় এমবিএ পড়ছেন। কোচবিহারে গোষ্ঠী কোন্দলে সংগঠনের জেরবার অবস্থা দেখে উদ্বিগ্ন রাজ্য নেতৃত্ব সম্প্রতি টিএমসিপির জেলা কমিটি ভেঙে দেন। পরিস্থিতি সামলাতে যুযুধান সব পক্ষের কাছে গ্রহণযোগ্য নতুন মুখ হিসাবে দীর্ঘদিন জেলার বাইরে থাকা সাবিরের নাম চূড়ান্ত হয়। সাবির এ দিন বলেন, “নেতৃত্বের আস্থা রাখার চেষ্টা করব।” বিদায়ী সভাপতি সমীর চক্রবর্তী অবশ্য কোনও মন্তব্য করেননি।

হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন
পারিবারিক বিবাদের জেরে খুড়তুতো দাদাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। সোমবার রাতে মালদহের চাঁচল থানার চন্দ্রপাড়া রামপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায় মৃতের নাম, সিরাজুল হক (৪২)। চাঁচল হাসপাতালে ভর্তি করানোর পর তিনি গভীর রাতে মারা যান। অভিযুক্ত ভাই সাদ্দাম হোসেন সপরিবারে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। সিরাজুল হকের বাড়ির সামনে খেলাধুলো করছিল অভিযুক্ত সাদ্দামের ছেলে সহ এলাকারই কয়েক জন কিশোর। তাদের মধ্যে বচসা শুরু হয়। তাদের বকাবকি করে গোলমাল থামানোর চেষ্টা করেন সিরাজুল। ছেলেকে মারধরের অভিযোগ তুলে সিরাজুলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সাদ্দাম হোসেন। বচসার সময়ই সাদ্দাম খুড়তুতো দাদা সিরাজুলের মাথায় হাঁসুয়ার কোপ দেন বলে অভিযোগ।

মমতাকে চিঠি
ছিটমহল সমস্যার দ্রুত সমাধান চেয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিল ভারতীয় ছিটমহল উদ্বাস্তু কমিটি। সম্প্রতি পাঠানো ওই চিঠিতে কমিটির তরফে চারদফা দাবিতে ছিটমহল বিনিময় ছাড়াও সেখানকার বাসিন্দাদের ভারতে যাতায়াতের সুযোগ দেওয়া ও তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করার আর্জি জানানো হয়েছে। উদ্বাস্তু কমিটির সম্পাদক ফলিন রায় বলেন, “চিঠির কপি স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রীর কাছেও দেওয়া হয়েছে।”

পচাগলা দেহ উদ্ধার
এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের মহিনগর এলাকায়। মৃতার নাম শমিজান বিবি (৪০)। তাঁর বাড়ি ইটাহার সংলগ্ন মালদহ জেলার চাঁচল থানার আলাদিপুর এলাকা। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই মহিলা কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। কি কারণে তাঁর মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সড়ক অবরোধ
বেহাল জাতীয় সড়ক সংস্কারের দাবিতে ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল কংগ্রেস। মঙ্গলবার চোপড়ায় যুব কংগ্রেস এবং আঞ্চলিক কংগ্রেসের তরফে ওই আন্দোলন হয়। অভিযোগ, চোপড়া থেকে কালাগছ পর্যন্ত জাতীয় সড়ক বেহাল হয়ে পড়ে রয়েছে। কর্তৃপক্ষকে বারবার অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.