সব ঠিকঠাক থাকলে ২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে আসবেন। তাঁর দ্বিতীয় দফার উত্তরবঙ্গ সফরে বেরিয়ে ওই দিন তিনি বালুরঘাটে প্রশাসনের আধিকারিকদের নিয়ে উন্নয়ন কাজের অগ্রগতি ও সমস্যা নিয়ে বৈঠক করবেন। মঙ্গলবার এই খবর জানান তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী সার্কিট হাউসে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। এখনও পর্যন্ত তার এই সরকারি সফর সূচি চূড়ান্ত হয়ে আছে।” তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে এই প্রথম বালুরঘাট সফরের খবরে দলীয় স্তরে ব্যাপক উদ্দীপনা ছড়িয়েছে। পাশাপাশি প্রশাসন স্তরেও প্রস্তাবিত প্রকল্প রূপায়ণে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার বালুরঘাটে জেলাশাসকের সভাকক্ষে জেলার প্রস্তাবিত একগুচ্ছ প্রকল্প নিয়ে বৈঠক হয়। বৈঠকে তৃণমূলের বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি সহ বিডিও, মহকুমাশাসক, জেলাশাসকের পাশাপাশি পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে অনুমোদিত এ জেলার কুমারগঞ্জ ব্লকে প্রস্তাবিত কলেজ তৈরির জমি নির্ধারণ নিয়ে আলোচনা হয়। কলেজ তৈরির জন্য প্রথম দফায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে জেলা প্রশাসনকে সাড়ে চার কোটি টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি তপন ব্লকে কৃষিবিদ্যালয় তৈরি খাতে সাড়ে ১৮ কোটি টাকা। বুনিয়াদপুরে বাসস্ট্যান্ড ও মার্কেট কমপ্লেক্স তৈরি বাবাদ প্রথম দফায় উন্নয়ন দফতর থেকে ৪ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বৈঠকের পরে জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “খুব শীঘ্রই প্রকল্পগুলির কাজ শুরু হবে। বৈঠকে এলাকার বিধায়ক সহ জেলা পরিষদের সভাধিপতি এ নিয়ে একমত হয়েছেন।” আগামী শনিবার কুমারগঞ্জ ও তপন ব্লকে প্রস্তাবিত কলেজ তৈরির জমি সরজমিন পরিদর্শনে যাবেন জেলাশাসক সহ জনপ্রতিনিধিরা। এ দিনের জেলা উন্নয়নের বৈঠকে বালুরঘাটের তৃণমূল বিধায়ক তথা কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী উপস্থিত ছিলেন না। তবে মন্ত্রীর প্রতিনিধি উপস্থিত ছিলেন। বালুরঘাটে মাঝিয়ান কৃষিফার্মে কৃষি বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন চালুর আশ্বাস দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। প্রকল্পটি তপনে নিয়ে যাওয়ার প্রসঙ্গে বিধায়ক বিপ্লব মিত্র বলেন, “তপন অবহেলিত। রেলপথ পায়নি। তাই এই সিদ্ধান্ত।” |