টুকরো খবর
পাঠে নয়া প্রযুক্তি

স্লাইড, তথ্যচিত্রে ক্লাসে পড়াশোনার জন্য ‘ডিজিটাল অপারেটিং সিস্টেম’-এর নতুন মডেল আনল এডুকম সলিউশন লিমিটেড। মঙ্গলবার একটি সেমিনারে শিলিগুড়ি এবং পাহাড়ের বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের কাছে তাদের নতুন সরঞ্জামের বিষয়টি তুলে ধরেন সংস্থার শিলিগুড়ির দায়িত্বে থাকা শর্বরী চন্দ ভট্টাচার্য। নতুন মডেলে একটি সুইচেরই যন্ত্রটি চালান সম্ভব। অন্য বাড়তি সুবিধাও থাকছে। সিবিএসসি-সহ রাজ্যের শিক্ষা বোর্ডের পাঠ্যক্রম অনুসারে ডিজিটাল পদ্ধতিতে পাঠ্য বিষয়টি সাজানো থাকে। আছে থ্রিডি-র মাধ্যমে পড়াকে আকর্ষণীয় করে তোলার ব্যবস্থা। ইচ্ছুক স্কুলগুলিকে পড়ুয়া পিছু ওই পরিকল্পনার জন্য সংস্থাকে টাকা দিতে হবে। সরঞ্জাম বসানো এবং দেখভালের সমস্ত কিছুই সংস্থার দায়িত্বে বলে জানান বিভাগীয় প্রধান ইন্দ্রজিৎ মজুমদার।

স্কুল বন্ধ
পুজোর চাঁদার জন্য এক প্রধান শিক্ষককে হেনস্থার অভিযোগে পুলিশ স্থানীয় একটি ক্লাবের তিন সদস্যকে গ্রেফতার করে। তার পরে আরএসপি’র গ্রাম পঞ্চায়েত সদস্যের নির্দেশে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ছাত্রছাত্রীদের স্কুলে আসা বন্ধ করে দিয়েছে বাসিন্দারা। এমনই অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক-সহ শিক্ষকদের। গত ১৮ নভেম্বর থেকে অভিভাবকরা ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাচ্ছে না।

স্কুল বাসের নীচে আগুন
অল্পের জন্য আগুনে রক্ষা পেল একটি স্কুল বাস। সোমবার দুপুরে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির নৌকাঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একটি বেসরকারি নার্সারি স্কুলের পড়ুয়াদের নিয়ে বাসটি শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দিকে যাচ্ছিল। ওই সময় আচমকা বাসের নীচে আগুন জ্বলতে দেখে হইচই শুরু হয়ে যায়। আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে পড়ুয়ারা বাস থেকে নেমে পড়ে। স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো হয়। কী করে ওই ঘটনা ঘটনা ঘটল পুলিশ খতিয়ে দেখছে।

ব্যাটারি উদ্ধার
গ্রামবাসীদের তৎপরতায় চুরি যাওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি উদ্ধার করল পুলিশ। সোমবার রাতে ফাঁসিদেওয়ার কাশিগছ এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই এলাকায় দুটি বেসরকারি মোবাইল সংস্থার টাওয়ার বসানোর কাজ চলছে। সংস্থার একটি ঘরে টাওয়ারের অন্য সরঞ্জামের সঙ্গে ব্যাটারিও মজুত ছিল। দুষ্কৃতীরা মারুতি ভ্যানে করে এসে ঘরের দুটি তালা ভেঙে ১২টি ব্যাটারি চুরি করে পালানোর চেষ্টা করছিল। বাসিন্দারা টের পাওয়াতে ব্যাটারিগুলি ফেলে মারুতিতে চেপে পালিয়ে যায় তারা।

অতুল গোষ্ঠীর সভা
কামতাপুর পিপলস পার্টির (প্রোগেসিভ) প্রকাশ্য জনসভা হল রাজগঞ্জে। মঙ্গলবার রাজগঞ্জ ব্লক কমিটির ডাকে মাঝিয়ালি পঞ্চায়েত এলাকায় ধারাগছ স্কুল মাঠে ওই সভা হয়। সভায় হাজির ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অতুল রায়, সম্পাদক আনারুল শেখ, প্রাণেশ্বর কিশোর, হাসিবুল মহম্মদ সহ জেলা ও ব্লক স্তরের বিভিন্ন নেতৃত্বরা। সংগঠনের ব্লক কমিটির সভাপতি বিমল রায় বলেন, “সভায় সাংগঠনিক নিয়ে নেতারা বক্তব্য রাখেন। সংগঠনকে আরও মজবুত করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।”

কিরণচন্দ্র ফুটবলে
কিরণ চন্দ্র নৈশ ফুটবলে কলকাতার টাওয়ার ক্লাবকে হারিয়ে সেমি ফাইনালে উঠল ভিএনসি। মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ১-০ গোলে তারা জেতে। জয়ী দলের হয়ে গোল করেছে বীরেন তামাং। বৃহস্পতিবার সেমি ফাইনালে তারা খেলবে কলকাতার বিধাননগর ফুটবল অ্যাকাডেমির সঙ্গে। আজ, বুধবার প্রথম সেমিফাইনালে অংশ নিচ্ছে শিলিগুড়ি মহানন্দা স্পোর্টিং এবং কলকাতার সাদার্ন সমিতি। গত বছর চ্যাম্পিয়ন হয় মহানন্দা স্পোর্টিং। সেই সুবাদে একটি ম্যাচ জিতেই তারা সেমিফাইনালে ওঠে।

বিষক্রিয়ায় মৃত যুবক
বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে এক যুবক। মঙ্গলবার সকালে বিধাননগর থানার বুধারুগাঁও এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সাহিদ রেজা (২০)। বাড়ির লোকেদের বকুনিতে অভিমানে তিনি বিষ খান বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে।

২টি মোটরবাইক চুরি
সোমবার রাতে বিধাননগর থানা এলাকায় দু’টি বাড়ি থেকে দুটি মোটরবাইক চুরির ঘটনা ঘটল। এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.