পাত্রসায়রের হাটকৃষ্ণনগর অন্নপূর্ণা অ্যাথলেটিক ক্লাব পরিচালিত ‘স্পিড ট্রাস্ট চ্যালেঞ্জ ট্রফি২০১১’ নক আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কলকাতা স্পোর্টিং ক্লাব। রবিবার হাটকৃষ্ণনগর ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে কলকাতা স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে বেলঘরিয়া একাদশকে হারিয়েছে। অয়োজক ক্লাবের সম্পাদক সঞ্জীব সিকদার জানান, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বেলঘরিয়া একাদশের মিঠুন সাহা। প্রতিযোগিতায় ৮টি দল যোগ দিয়েছিল। খেলা শুরুর আগে বিশিষ্ট ফুটবল জাগলার উত্তম দাস মাঠে বল নিয়ে নানা রকম খেলা দেখান।
|
জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামের স্কুল ছাত্রী বৈশাখী মাহাতো জাতীয় স্তরের তীরন্দাজি প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য নির্বাচিত হয়েছে। বৈশাখী পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকের বুড়দা গ্রামের বাসিন্দা। বুড়দা হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। পুরুলিয়া জেলা স্কুল স্পোর্টস-এর তরফে নুরউদ্দিন হালদার জানান, জেলা স্কুল স্তরের তীরন্দাজিতে সফল হয়ে বৈশাখী রাজ্য স্কুলস্তরের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছিল। ১২-১৪ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় সাফল্য পেয়ে সে জাতীয় স্কুল স্তরের অনূর্ধ্ব ১৪ বিভাগে নির্বাচিত হয়েছে। ২৭-২৯ নভেম্বর মহারাষ্ট্রে ওই প্রতিযোগিতা হবে।
|
হুড়ায় ক্রীড়া প্রতিযোগিতা। |
জোনাল স্তরের স্কুল ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে পুরুলিয়ার হুড়ার কলাবনী গ্রামের মাঠে। মঙ্গলবার প্রতিযোগিতায় যোগ দিয়েছিল হুড়া ব্লকের তিনটি চক্রের ১৮৯টি প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা। আগে পর্যায়ক্রমে ব্লকের তিনটি চক্রের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রতিযোগিতা হয়েছে। এ দিন মোট ২৮টি বিভাগে সফল ২৮ জন প্রতিযোগী জেলা স্তরের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে।
|
জয়ের পরে জামবনি হাইস্কুলের পড়ুয়ারা। |
বাঁকুড়া জেলা অনূর্ধ্ব ১৪ স্কুল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সারেঙ্গার জামবনি হাইস্কুল। গত ১৬ নভেম্বর ছাতনার ঝুজকা হাইস্কুল মাঠে এই প্রতিযোগিতা হয়। ফাইনালে টাইব্রেকারে খাতড়ার মশানঝাড় হাইস্কুলকে হারায় জামবনি হাইস্কুল। জামবনি হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক মানসকুমার মহান্তি জানান, বৃহস্পতিবার স্কুলের ১৮ জন খেলোয়াড়কে সম্বর্ধনা দেওয়া হয়েছে। পরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রত্যেককে স্মারক প্রদান করা হবে। |