নিম্নমানের কাজের নালিশ
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
১০০ দিনের কাজের প্রকল্পে রামপুরহাট থানার কালীডাঙা এলাকায় পাকা নর্দমা নির্মাণে নিম্নমানের কাজে অভিযোগ তুলল বিজেপি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনহাট পঞ্চায়েতের অধীন কালীডাঙা গ্রামের হাসপাতাল মোড় থেকে ফুটবল খেলার মাঠ পর্যন্ত রামপুরহাট-দুমকা রাস্তার দু’ধারে পাকা নর্দমা নির্মাণের কাজ সম্প্রতি শুরু হয়েছে। কালীডাঙা এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, পদ্ধতি মেনে কাজ হচ্ছে না। ইটের মান ভাল নয়। এ ব্যাপারে রামপুরহাট মহকুমাশাসকের কাছে অভিযোগ জানিয়েছি বিজেপি। তাদের দাবি, মহকুমাশাসকের নির্দেশে বিডিও কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। রামপুরহাট ১ ব্লকের বিডিও শান্তিরাম গড়াই বলেন, “আমি কোনও কাজ বন্ধ রাখতে বলিনি। যতদূর জানি নিয়ম মেনে কাজ হচ্ছে। এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি।”
|
সদাইপুরে থানা চত্বরে বিয়ে
নিজস্ব সংবাদদাতা • সদাইপুর |
থানা চত্বরে বিয়ে হল তরুণ-তরুণীর। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে সদাইপুর থানায়। পাত্র বাইশ বছরের বরুণ বাউরি এবং পাত্রী বছর কুড়ির সুখি বাউরি। দু’জনেরই বাড়ি সদাইপুর থানা এলাকায়। দুই পরিবার ও সদাইপুর থানা সূত্রে জানা গিয়েছে, পেশায় ট্রাক চালক বরুণের সঙ্গে বছর খানেক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে সুখির। মেলামেশার জেরে সুখি হঠাৎ অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বরুণ তাকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। বাধ্য হয়েই সুখির বাবা গেনু বাউরি বিষয়টি মৌখিক ভাবে সদাইপুর থানায় জানান। পরে দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসে থানা। শেষ পর্যন্ত বরুণ বিয়েতে সম্মতি দিলে কোনও পক্ষই আর দেরি করেনি। মঙ্গলবার থানা লাগোয়া একটি কালীমন্দিরে তাদের বিয়ে ব্যবস্থা করা হয়। সুখির কথায়, “গর্ভে সন্তান এসে যাওয়ায় বরুণ বিয়ে করতে রাজি হচ্ছিল না বলে রাগ হয়েছিল। তবে এখন সে রাগ নেই।” আর বরুণের বক্তব্য, “পরিবার এই বিয়ে মেনে নেবে না বলেই কিছুটা আপত্তি ছিল। তবে সব ভাল ভাবে মিটে গিয়েছে।”
|
ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
এক ব্যবসায়ীকে মারধর করে টাকা, মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটল রামপুরহাট পুরসভার কামারপট্টি মোড়ে। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে। রামপুরহাট কামারপট্টি এলাকার ব্যবসায়ী ধীরেন মণ্ডল জানান, এ দিন ভোরে তিনি উত্তরবঙ্গ থেকে ফিরছিলেন। রামপুরহাট লোটাস প্রেস মোড়ে নেমে কামারপট্টি এলাকায় রাখা সাইকেল নিতে যাওয়ার সময়ে তিন যুবক তাঁকে ঘিরে মারধর করেন। একটি গলিতে নিয়ে গিয়ে তাঁর কাছ থেকে টাকা, মোবাইল কেড়ে নেয়। অন্য দিকে, ওই এলাকায় একটি পানের দোকানের দরজা ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। পুলিশ জানায়, দু’টি ঘটনার তদন্ত শুরু করেছে। কেউ গ্রেফতার হয়নি।
|
প্রতারণা, ধৃত
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
প্রতারণার অভিযোগে মঙ্গলবার বিহারের ধানবাদ এলাকার রায়গঞ্জ থেকে বিকাশ কুমার এক যুবককে গ্রেফতার করল ময়ূরেশ্বর থানার পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে ময়ূরেশ্বরের মল্লারপুরে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা প্রবন্ধক প্রতারণার অভিযোগ করেছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৩ সেপ্টেম্বর ওই যুবক জীবন বিমার দলিল জালিয়াতি করে মল্লারপুরের ওই ব্যাঙ্ক থেকে ৪ লক্ষ ১৫ হাজার টাকা ঋণ নেন। পুলিশের দাবি, একটি বড় চক্র এই ধরনের কাজে যুক্ত।
|
বোমা উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • নানুর |
ফের নানুরের গ্রামে মাটি খুঁড়ে উদ্ধার হল বোমা। কয়েক দিন আগে নওয়ানগরকড্ডা পঞ্চায়েতে সুচপুর গ্রামের একটি পুকুর পাড়ের মাটি খুঁড়ে প্লাস্টিকের ড্রামভর্তি প্রায় ৭০০ বোমা ও বোমার মশলা উদ্ধার হয়। বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছিল। মঙ্গলবার গোপনসূত্রে খবর পেয়ে ফের ওই পঞ্চায়েতেরই খুজুটি পাড়া গ্রামের একটি পুকুর পাড়ের মাটি খুঁড়ে চার ড্রাম বোমা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, বুধবার বোমাগুলি নিষ্ক্রিয় করা হবে। কারা কী কারণে বোমাগুলি মজুত করেছিল তাও খতিয়ে দেখা হবে।
|
আইন-অমান্য
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো, বিপিএল বৈষম্য বাদ দিয়ে রেশনে সকলের জন্য সুলভ দরে খাদ্য সরবরাহ করা-সহ ৭ দফা দাবিতে মঙ্গলবার আইন অমান্য করল বামপন্থী কৃষক সংগঠন। এ দিন ৫ হাজারের বেশি কর্মী-সমর্থক মিছিল করে ডাকবাংলো ময়দান থেকে বোলপুর মহকুমাশাসকের দফতরে আসেন। বোলপুরের কার্যনির্বাহী শাসক স্বরূপকুমার মুখোপাধ্যায় বলেন, “আইন অমান্য করার অভিযোগে কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়।”
|
আলোচনাচক্র
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
কলেজ ছাত্রছাত্রীদেরকে উচ্চ শিক্ষার ক্ষেত্রগুলি সম্পর্কে অবহিত করা এবং উচ্চ শিক্ষা নেওয়ার পাশাপাশি কী ভাবে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় তার দিশা দেখাতে দু’দিনের আলোচনাচক্রের আয়োজন করেছিল বীরভূমের দুবরাজপুরের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ। জেলার মোট ১৩টি কলেজের তৃতীয় বর্ষের ১৫০ জন ছাত্রছাত্রী এই আলোচনা চক্রে যোগ দিয়েছিল। এখানে বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। |