নিজস্ব সংবাদদাতা • তারাপীঠ |
তারাপীঠে মূর্তি পুজোর প্রচলন নেই। মা তারাকে দুর্গাপুজোর সময়ে দুর্গার ধ্যানে, কালী পুজোর সময়ে শ্যামা রূপে, জগদ্ধাত্রী পুজোর সময় জগদ্ধাত্রী ধ্যানে পুজো করা হয়। দেবী মূর্তি পুজোর প্রচলন না থাকার জন্য তারাপীঠে মাতারা মন্দির সংলগ্ন এলাকায় কার্তিক পুজো শুরু করেন বাসিন্দারা। অগ্রহায়ন মাসের বিশেষ তিথিতে নতুন ধানের উৎসব নবান্নের মাধ্যমে কার্তিক পুজো শুরু হয়। সেই মতো তারাপীঠের মন্দির সংলগ্ন এলাকায় কার্তিক পুজোর জন্য পাকা দালানের মণ্ডপও তৈরি হয়। ওই মণ্ডপ ছাড়া, তারাপীঠ সব্জি বাজার, ধর্মরাজতলাপাড়া, রবীন্দ্রপল্লি, কবিচন্দ্রপুর প্রভৃতি এলাকায় নবান্না উৎসবকে ঘিরে মেতে থাকেন বাসিন্দারা। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এ বার তারাপীঠ এলাকায় কমপক্ষে ছোট বড় ১৫টি জায়গায় নবান্ন উৎসব ঘিরে কার্তিক পুজো হয়েছে।
এ বছর তারাপীঠ মন্দির সংলগ্ন পাকা দালানের মণ্ডপে মাটির হাঁড়ি, ভাঁড়, সরা ভেঙে বিভিন্ন ধরনের রঙের পুতুল গড়ে মণ্ডপ সাজানো হয়েছে। পাঁচ দিন ধরে চলবে নবান্ন উৎসব ঘিরে কার্তিক পুজো। এই উৎসবকে ঘিরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, নরনারায়ণ সেবার ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা। |