নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
এক রাতে পাঁচটি মন্দিরে চুরির ঘটনা ঘটল বোলপুর থানার বাহিরি এলাকায়। স্বাভাবিক ভাবেই এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বোলপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে মঙ্গলবার রাত পর্যন্ত চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়নি এবং কেউ ধরা পড়েনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে কুণ্ডুপাড়ার নারায়ণ মন্দিরে চুরির বিষয়ে প্রথম জানাজানি হয়। ওই পরিবারের সদস্য দিব্যেন্দু কুণ্ডু বলেন, “অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে মন্দির পরিষ্কার করতে গিয়ে বিষয়টি জানতে পারি। এক কেজি ওজনের রূপোর সিংহাসন, সোনার গয়না-সহ নানা জিনিস চুরি হয়েছে।”
এই ঘটনার পরে বাসিন্দারা পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, পূর্বপাড়া, সরকারপাড়ার বিভিন্ন মন্দিরে খোঁজখবর নিতে শুরু করেন। গ্রামবাসী মানস আচার্য বলেন, “বাহিরি মহাপ্রভু মন্দিরের ৪টি সোনার টিপ, ৪টি সোনার বাসন চুরি গিয়েছে। পশ্চিমপাড়া মন্দিরের পাশে শিব মন্দির থেকে রূপোর সাপ, কাঁসা, পিতলের বাসন-সহ নানা সামগ্রী চুরি হয়েছে। অন্য মন্দির থেকেও জিনিস চুরি হয়েছে। থানায় অভিযোগ জানানো হয়েছে।” প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে বোলপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চুরি, ছিনতাই-সহ নানা অপরাধমূলক কাজকর্ম আটকাতে ১৯টি ওয়ার্ডকে নিয়ে পাঁচটি পুলিশ বিট তৈরি হয়েছে। তার পরেও ৫টি মন্দিরে চুরি হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা। তদন্তকারী পুলিশের একাংশের দাবি, এলাকার বাসিন্দা বা সংশ্লিষ্ট দোকানদারদের মদত ছাড়া চুরির ঘটনা অসম্ভব। এ দিকে, দিন দু’য়েক আগে ইলামবাজারের বাউরি পাড়ার সাহা পরিবারের কালীমন্দির থেকে চুরি হয়েছিল। ওই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বোলপুর পুলিশ জানিয়েছে, মন্দিরে চুরি চক্রের সঙ্গে ইলামবাজারে ধৃত ব্যক্তির যোগ রয়েছে। |