খেলার টুকরো খবর
বীরভূম

মিটে প্রথম মাম্পি
বর্ধমান বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ অ্যাথলেটিক্স মিটে রেকর্ড গড়লেন রামপুরহাট কলেজের শারীরশিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী মাম্পি মণ্ডল। ৮ এবং ৯ নভেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাঠে আয়োজিত আন্তঃকলেজ অ্যাথলেটিক্স মিটে হাইজাম্পে প্রথম হয়েছেন মাম্পি। এর পরে সে সর্বভারতীয় কলেজ অ্যাথলেটিক্স মিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মাম্পির সাফল্যে গর্বিত কলেজ কর্তৃপক্ষ এবং তাঁর পরিবার। কলেজের অধ্যক্ষ শিবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “এই সাফল্য রামপুরহাট কলেজের সর্বকালের সাফল্য।” মাম্পির আদি বাড়ি মাড়গ্রাম থানার উত্তর নারায়ণপুর গ্রামে। পারিবারিক ব্যবসায়িক সূত্রে ছোট থেকে সপরিবারে থাকেন রামপুরহাটের নতুন হাসপাতাল পাড়ায়। বাবা বিশ্বনাথ মণ্ডলের সিমেন্টের ব্যবসা। দুই বোনের মধ্যে মাম্পি ছোট। রামপুরহাট বালিকা বিদ্যালয়ে পড়াকালীন খেলায় বহু পুরস্কার ও শংসাপত্র পেয়েছেন। উৎসাহ পেয়েছেন ক্রীড়ানুরাগী জেঠতুতো দাদা গৌতম মণ্ডল। মাম্পির কথায়, “ক্রীড়া ক্ষেত্রে কলেজের নাম শিখরে তুলতে চাই।”

জাতীয় স্তরে বৈশাখী
ময়ূরেশ্বরের পারুলিয়া তরুণ সঙ্ঘ পরিচালিত ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতায় পারুলিয়া তরুণ সঙ্ঘকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন। ১৭ নভেম্বর স্থানীয় স্কুল মাঠে ওই প্রতিযোগিতা হয়। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পারুলিয়ার আকবর শেখ। সাঁইথিয়ার সুরজিৎ দাস ম্যান অফ দ্য সিরিজ এবং পারুলিয়ার অভিজিৎ লেট সেরা গোল রক্ষক নির্বাচিত হয়েছেন। এ দিনের খেলায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অশোক রায়, সংশ্লিষ্ট ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল সাহা, প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি ধীরেন লেট প্রমুখ।

কাজল-অয়ন কাপ
পুরন্দরপুরে ফাইনাল।
পুরন্দরপুর ‘আমরা কজন’ পরিচালিত ‘কাজল-অয়ন’ স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতার ২০ নভেম্বরের খেলায় পান্ডবেশ্বর একাদশকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল পুরন্দরপুর বান্ধব সমিতি। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পান্ডবেশ্বরের বুদ্ধদেব রজক। ম্যান অফ দ্য সিরিজ এবং সেরা গোল রক্ষকের পুরস্কার পেয়েছেন যথাক্রমে পুরন্দপুরের রবি মল্লিক ও প্রসূন চৌধুরী। পরিচ্ছন্ন খেলার জন্য পুরস্কৃত করা হয়েছে অয়ন একাদশকে। ওই দিনের খেলায় উপস্থিত ছিলেন সিউড়ি ২ ব্লকের বিডিও কোয়েলি দাস, পুরন্দরপুর হাইস্কুলের প্রধান শিক্ষক রজতকান্তি মণ্ডল, কাজলের বাবা শিশির বাগদি ও অয়নের বাবা নন্দদুলাল চট্টোপাধ্যায় প্রমুখ।

নলহাটিতে ফুটবল
নলহাটির কয়থা মিলনী সঙ্ঘ আয়োজিত ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হুগলি ছাত্র একাদশ। আজিমগঞ্জ ওয়াই এম এ এ’কে ২-০ গোলে পরাজিত করে হুগলির দলটি। ১৩ নভেম্বর স্থানীয় স্থানীয় ডিঙ্গিরগড়ে ওই প্রতিযোগিতা হয়। ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ এবং সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন হুগলির ভোলা হাঁসদা। সেরা গোল রক্ষক নির্বাচিত হয়েছেন হুগলিরই দীপক দাস। ওই দিনের খেলায় মাঠে উপস্থিত ছিলেন নলহাটি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবেন্দ্র ঘোষাল-সব বিশিষ্টজনেরা। দুবরাজপুরের পেরুয়া যুব সঙ্ঘ আয়োজিত ৮ দলীয় ভক্তিভূষণ মণ্ডল ও মীরা ঘোষ স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে বর্ধমানের খান্দরা যুব সঙ্ঘকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বর্ধমানেরই মৌখিরা উন্নয়ন সঙ্ঘ। ১৩ নভেম্বর স্থানীয় পেরুয়া-গোপালপুর মাঠে ওই প্রতিযোগিতা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিজয় বাগদি, ভক্তিভূষণ ও মীরা মণ্ডলের পরিবারের সদস্য হিরন্ময় ঘোষ প্রমুখ।

বিদ্যালয় ক্রীড়া
জেলা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া সংস্থার ঢেকা অঞ্চল কমিটির পরিচালনায় ১৯ নভেম্বর লোকপাড়া স্কুল মাঠে হয়েছে অঞ্চল ভিত্তিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্টে স্থানীয় ১৭টি প্রাথমিক স্কুলের এবং ২টি শিশু শিক্ষাকেন্দ্রের ২৬৩ জন প্রতিযোগী যোগ দিয়েছে। ক্রীড়া কমিটির সম্পাদিকা সোমা দে জানান, এর পরে প্রতিটি ইভেন্টে প্রথম স্থানাধিকারীরা ব্লক স্তরের প্রতিযোগিতায় যোগ দেবে।

আজ ফাইনাল
বীরভূম জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এবং সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় সাঁইথিয়া কামদাকিঙ্কর স্টেডিয়ামে আজ বুধবার জেলা আন্তঃক্লাব লিগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে বোলপুর ইয়ং টাউন ক্লাব ও সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন। ১৯ নভেম্বর কেঁন্দুয়া স্বামীজি সঙ্ঘকে ২-০ গোলে হারিয়ে প্রথম ফাইনালে ওঠে বোলপুর ইয়ং টাউন ক্লাব। মাড়গ্রাম সোনালী স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে দ্বিতীয় ফাইনালে ওঠে সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন। ২১ নভেম্বর তাদের খেলাটি হয়েছে।

নক আউট ক্রিকেট
ময়ূরেশ্বরের লোকপাড়া ‘আমরা ক-জন’-এর পরিচালনায় স্থানীয় কলেজ মাঠে ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে নক আউট ক্রিকেট প্রতিযোগিতা। এতে ১৬টি দল যোগ দিয়েছে। উদ্বোধনী ম্যাচে বীরভূমের বাসুদেবপুর ক্রিকেট ক্লাবকে হারিয়েছে মুর্শিদাবাদের মাজিয়ারা ইয়ং স্টার ক্লাব। বাসুদেবপুর ১৪ ওভারে সব উইকেট খুইটে ৮৮ রান করে। অন্য দিকে, মাজিয়ারা ৫ ওভারে ২ উইকেটে হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ১৫ ডিসেম্বর ওই প্রতিযোগিতার ফাইনাল খেলা।

ক্রীড়া প্রতিযোগিতা
২৬ নভেম্বর জেলা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া সংস্থার পরিচালনায় নলহাটির মেহেগ্রাম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে নলহাটি দক্ষিণ চক্রের ২৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। স্থানীয় ৭০টি প্রাথমিক, নিম্নবুনিয়াদি, শিশু শিক্ষাকেন্দ্র ও মাদ্রাসার প্রায় ১৫০ জন প্রতিযোগী এতে যোগ দেবে। তিনটি বিভাগে ২২টি ইভেন্টে প্রতিযোগিতা হবে।

সংক্ষেপে
দুবরাজপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
• দুবরাজপুর পৌর-অঞ্চল প্রাথমিক নিম্নবুনিয়াদি বিদ্যালয় বার্ষিক ক্রীড়া কমিটির উদ্যোগে ২২ নভেম্বর দুবরাজপুর সারদা ফুটবল মাঠে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। স্থানীয় ১৮টি স্কুলের ২২৮ জন প্রতিযোগী ২৮টি ইভেন্টে যোগ দিয়েছিল। উদ্যোক্তারা জানান, ওই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীরা ২৫ নভেম্বর কুলেকুড়ি ময়দানে দুবরাজপুর চক্রের প্রতিযোগিতায় যোগ দেবে।

• ২৭ নভেম্বর রামপুরহাটের খরুণ স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে স্থানীয় জয়সাগর ময়দানে। সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের মুখোমুখি হবে আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। ওই দিনই ময়ূরেশ্বরের লোকপাড়া প্রতিবাদ ক্লাব আয়োজিত মকর্দ্দম হোসেন স্মৃতি স্বর্ণ ও রৌপ্য পদক নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে স্থানীয় স্কুল মাঠে। মুখোমুখি হবে মালদহ জনি এন্টার প্রাইজ ও মুর্শিদাবাদের পাঁচথুপি মা শ্মশানকালী ক্লাব।

• জেলা প্রাথমিক ক্রীড়া সংস্থার ইলামবাজারের বাতিকার অঞ্চল কমিটির পরিচালনায় ২২ নভেম্বর স্থানীয় কুষ্টিগিরি ময়দানে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ১২টি স্কুলের প্রায় ১৫০ জন প্রতিযোগী ৮টি ইভেন্টে যোগ দিয়েছিল।

• সিউড়ি সদেশিবাজার ক্যারম কমিটির পরিচালনায় ২৬ ও ২৭ নভেম্বর স্থানীয় টিনবাজারে অনুষ্ঠিত হতে চলেছে দু’দিনের সারা বাংলা দ্বৈত ক্যারম প্রতিযোগিতা। যোগ দেবে ৬৪টি দল। অন্যতম উদ্যোক্তা অর্পণ চৌধুরী বলেন, “উইনার্স এবং রানার্স দলকে যথাক্রমে ১০ হাজার এবং ৬ হাজার টাকা-সহ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”

• সম্প্রতি জেলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বোলপুর নিচুপট্টি নীরদবরণী উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলে সাজিনা পাবলিক হাইস্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই তিন বার চ্যাম্পিয়ন হল নীরদবরণী।

• বীরভূম জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এবং সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় সাঁইথিয়া কামদাকিঙ্কর স্টেডিয়ামে আজ বুধবার জেলা আন্তঃক্লাব লিগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে বোলপুর ইয়ং টাউন ক্লাব ও সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন। ১ কেঁন্দুয়া স্বামীজি সঙ্ঘকে ২-০ গোলে হারিয়ে প্রথম ফাইনালে ওঠে বোলপুর ইয়ং টাউন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.