শিশু শিক্ষাকেন্দ্রের ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগে মঙ্গলবার দুপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। কালীগঞ্জের পলাশি মীরাদিঘির পুকুরপাড়া শিশু শিক্ষাকেন্দ্রের পরিচালন সমিতির তরফে ঝুমা মুখোপাধ্যায় বলেন, “এটা বিরোধীদের চক্রান্ত। অভিযোগ ঠিক নয়। খারাপ জিনিস দিয়ে ভবন তৈরি করা হচ্ছে না। স্থানীয় ব্যবসায়ীদের কাছে থেকে নির্মাণ সামগ্রী কেনা হয়নি বলে তারাই এই সব করছে। সাময়িক ভাবে কাজ বন্ধ থাকলেও দ্রুত কাজ শুরু করা হবে।”
|
‘দুর্নীতি’, বিক্ষোভ কালীগঞ্জের স্কুলে |
দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার কালীগঞ্জের পুরনো শিয়ালখোলা প্রথমিক বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। অভিভাবক ও গ্রামবাসীদের দাবি, স্কুলের মিড-ডে মিলের টাকা ঠিক মতো খরচ করা হয় না। পাশাপাশি তাঁদের দাবি, স্কুলের বদলি হয়ে যাওয়া এক শিক্ষক উত্তম শিকদারকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। স্কুলের প্রধান শিক্ষক কাশীনাথ সরকার বলেন, “বিক্ষোভ মিটে গিয়েছে। মিড-ডে মিল নিয়ে বর্তমানে কোনও সমস্যা নেই।”
|
এক তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল। সোমবার রাতে নদিয়ার চাকদহের গোরাচাঁদতলা গ্রামে সঞ্জীব বিশ্বাস নামে ওই নেতার বাড়িতে হামলায় মঙ্গলবার পুলিশে লিখিত অভিযোগ করা হয়। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। চাকদহ ব্লক তৃণমূলের সহকারী সভাপতি সঞ্জীববাবু বলেন, “ওরা দু’বার আমার বাড়িতে আসে। প্রথমবার যখন আসে, বাড়িতে ছিলাম না। দরজা ভাঙার চেষ্টা করে। পড়শিরা এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরে আবার আসে। বাড়ি লক্ষ করে মদের বোতল ছোড়ে। এলাকায় সমাজবিরোধীদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে। আমাকে ভয় দেখাতেই এই কাজ।”
|
তৃণমূলকে বিঁধলেন বিজেপি সভাপতি |
সরকারের ‘বন্ধুদের’ কাছে ‘ফ্যাসিস্ত’ আখ্যা শুনে আদপেই অবাক হচ্ছেন না রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিন্হা। মঙ্গলবার কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে একটি রাজনৈতিক কর্মশালায় রাহুলবাবু বলেন, “আমি জানতাম এমনটা হবে। আগে যাঁরা সরকারের বন্ধু ছিলেন তাঁরাই এখন সরকারকে ফ্যাসিস্ত বলছেন। এটা স্বাভাবিক।” কেন? তাঁর ব্যাখ্যা, “যাঁদের মর্যাদা বোধ আছে তাঁরা কোনও দিন তৃণমূলের সঙ্গে ঘর করতে পারবে না।” |