গত ১৪ নভেন্বর চাচা নেহেরুর জন্মদিনে বহরমপুর শহরের ‘পাঠভবন’ নামের প্রাথমিক স্কুলের কচিকাচারা পালন করল ‘শিশু দিবস’। ওই দিন বহরমপুর রবীন্দ্রসগনে এক দঙ্গল শিশু মিলে মঞ্চস্থ করে নৃত্যনাট্য ‘রঙিন পাখি, দুষ্টু বেড়াল’।
|
গত শনিবার সৈয়দাবাদের ‘নবীন’ নাট্যসংস্থা বহরমপুর রবীন্দ্রসদনে মঞ্চস্থ করল ‘স্বার্থপর’। ‘গ্রুপ থিয়েটার’ চালাতে গিয়ে কী ভাবে ঘরে, বাইরে, এমনকী নিজের সব থেকে প্রিয়জনের কাছেও ‘স্বার্থপর’ হিসাবে আখ্যায়িত হতে হয় সেটিই ওই নাটকের বিষয়বস্তু। উৎসব দাসের লেখা ওই নাটকের পরিচালকও তিনি নিজেই।
|
কৃষ্ণনগর এ ভি স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হল কাব্যমন পত্রিকার প্রকাশ অনুষ্ঠান। গত শনিবার ওই অনুষ্ঠানে পত্রিকাটির আত্মপ্রকাশ ঘটে। সেখানে গান ও আবৃত্তি পরিবেশন করেন। চলে স্বরিচত কবিতার পাঠের আসরও।
|
‘কৃষ্ণনগর সিঞ্চন’-এর সহযোগিতায় কৃষ্ণনগর রবীন্দ্রভবনে নাট্য উৎসবের আয়োজন করেছিল নাট্যসংস্থা ‘গোবরডাঙা নকশা’। ৮ ও ৯ নভেম্বর দু’ দিনের ওই নাট্য উৎসবে মঞ্চস্থ হয় মোট চারটি নাটক। ‘নকশা’ মঞ্চস্থ করে নাটক ‘বিলাসীবালা’। ‘শান্তিপুর সাংস্কৃতিক’ সংস্থার ‘ইচ্ছে-কুসুম’ এবং ‘রঙ্গপীঠ’ নাট্যগোষ্ঠীর ‘রঙধুন’ এবং ‘সিঞ্চন’-এর নাটক ‘জুতো আবিষ্কার’ মঞ্চস্থ হয়। |