|
|
|
|
আটার প্যাকেট নিয়ে অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
প্রায় চার বছর ধরে জঙ্গলমহলে গরিব মানুষজনেদের প্রতি সপ্তাহে রেশনে ভিটামিনযুক্ত পুষ্টিকর আটার প্যাকেট দেওয়া হয়। সেই আটার প্যাকেটের মান নিয়ে গুরুতর অভিযোগ তুলল যুব-কংগ্রেস। মঙ্গলবার যুব কংগ্রেসের ঝাড়গ্রাম লোকসভার সাধারণ সম্পাদক তাপস মাহাতো-র নেতৃত্বে এক প্রতিনিধি দল আটার প্যাকেট নিয়ে ঝাড়গ্রাম মহকুমা খাদ্য-নিয়ামকের দফতরে হাজির হন। দেখা যায়, কবে আটা প্যাকেটে ভরা হয়েছে, অর্থাৎ প্রস্তুতিকরণের সাল-তারিখের উল্লেখ নেই। অথচ লেখা রয়েছে, এক মাস পর্যন্ত এই আটা ব্যবহার করা যাবে। এ ছাড়া আটার প্যাকেটে পোকা কিলবিল করছিল। তাপসবাবুর অভিযোগ, “জঙ্গলমহলের গরিব মানুষদের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার বার বার প্রশাসনকে উদ্যোগী হতে বলছেন। কিন্তু খাওয়ার অযোগ্য আটার এই প্যাকেট দেখে প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।” |
|
মহকুমা খাদ্য-নিয়ামক স্বপন তরফদারকে আটার প্যাকেটগুলি দেখান তাপসবাবুরা। খাদ্য ও সরবরাহ দফতর সূত্রে জানা গিয়েছে, জেলা খাদ্য-নিয়ামকের দফতর থেকে খড়্গপুর ও ঝাড়গ্রামের ৪ জন ব্যবসায়ীকে পালা করে ওই আটা ঝাড়গ্রাম মহকুমায় সরবরাহের বরাত দেওয়া হয়েছে।
মহকুমা খাদ্য-নিয়ামক এ দিন তাপসবাবুদের কাছ থেকে আটার প্যাকেটের নমুনা নিয়ে কলকাতায় কোয়ালিটি কন্ট্রোল টেস্টে পাঠানোর আশ্বাস দেন। জেলা খাদ্য-নিয়ামক প্রদীপ ঘোষ বলেন, “যথাযথ পদক্ষেপ করা হবে। আপাতত রেশনে অন্য আটা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।” |
|
|
|
|
|