|
|
|
|
জ্ঞানেশ্বরী-মামলা |
ফের পিছিয়ে গেল চার্জগঠন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আত্মপক্ষ সমর্থনে আইনজীবী নিযুক্ত করার সামর্থ্য নেইজ্ঞানেশ্বরী এক্সপ্রেসে নাশকতার মামলায় চার্জ-গঠনের ঠিক মুখে আদালতে জানালেন জেলবন্দি দুই অভিযুক্ত। আদালতের কাছেই আইনজীবীর জন্য আবেদন করলেন। আরও তিন অভিযুক্তও জানালেন, আপাতত তাঁদেরও কোনও আইনজীবী নেই। তবে কিছুটা সময় পেলে তাঁরা আইনজীবী নিযুক্ত করতে পারেন। এই অবস্থায় মঙ্গলবারও চার্জ-গঠন হল না এই মামলায়। কেননা, এক জন অভিযুক্তেরও যদি আত্মপক্ষ সমর্থনে আইনজীবী না থাকে, তা হলে কোনও মামলায় চার্জ-গঠন করে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেটা ন্যায়বিচার ধারণার পরিপন্থী। দুই অভিযুক্তের আইনজীবীর জন্য আবেদন এবং অন্য তিন অভিযুক্তের সময়-প্রার্থনা মঞ্জুর করেই আগামী ১৩ ডিসেম্বর ফের এই মামলার পরবর্তী দিন নির্দিষ্ট করেছেন মেদিনীপুরের বিশেষ দায়রা বিচারক মধুমতী মিত্র। তবে মামলাটি দায়রা আদালতে আসার আগে পর্যন্ত ওই ৫ অভিযুক্তেরই আইনজীবী ছিলেন, বিচার শুরুর মুখে সমস্যা তৈরি হওয়ায় এবং বিচারে বিলম্ব হওয়ায় কিছুটা বিরক্তও হন বিচারক।
জ্ঞানেশ্বরী-মামলার বিচার বিশেষ দায়রা বিচারক মধুমতী মিত্রের এজলাসে হবে বলে আগেই নির্দিষ্ট হয়েছিল। মামলাটি ‘দায়রা সোপর্দ’ হওয়ার পর গত ১ নভেম্বর অভিযুক্তদের জেলা-দায়রা আদালতে হাজির করা হয়েছিল। সে দিনই বিচারক নির্দেশ দিয়েছিলেন, মামলার বিচারপর্ব চলবে বিশেষ দায়রা বিচারকের এজলাসে। সোমবার, ২২ নভেম্বর ওই এজলাসে হাজিরার দিনও নির্দিষ্ট হয়। এ দিনই চার্জ-গঠনের কথা ছিল। সেই মতো এ দিন জেলবন্দি ১৯ অভিযুক্তকে আদালতে হাজির করানো হয়। উপস্থিত ছিলেন জামিনে মুক্ত অভিযুক্ত বিমল মাহাতোও। চার্জ-গঠন প্রক্রিয়া শুরুর মুখে এজলাসের লক-আপ থেকে অভিযুক্ত লক্ষ্মীকান্ত রায় বিচারকের উদ্দেশে বলে ওঠেন, “আমি কিছু বলতে চাই।” বিচারক বলেন, “যা বলার আপনার আইনজীবী বলবেন।” তখনই লক্ষ্মীকান্ত বলেন, “আমার আইনজীবী নেই।” একই কথা বলেন বাবলু রানা নামে অন্য এক অভিযুক্তও। তাঁর কথায়, “আইনজীবী দাঁড় করানোর সামর্থ্য আমার নেই।” এত দিন যে আইনজীবীরা এই দু’জনের হয়ে সওয়াল করেছেন আদালতে, তাঁরাও জানান, আর তাঁরা ওই দু’জনের হয়ে থাকবেন না। শুধু লক্ষ্মীকান্ত-বাবলুই নন, অন্য তিন অভিযুক্ত জলধর মাহাতো, তপন মাহাতো ও সমীর মাহাতোর আইনজীবীরাও জানান, তাঁরা আর এই মামলায় থাকবেন না। জলধর, তপন, সমীর নতুন আইনজীবী নিযুক্ত করার জন্য সময় চান। লক্ষ্মীকান্ত-বাবলু আদালতের কাছেই আইনজীবীর ব্যবস্থা করার আবেদন জানান। আবেদন মঞ্জুর করেন বিচারক।
|
|
|
|
|
|