|
|
|
|
জেলা-স্তরে মনিটরিং কমিটির প্রথম বৈঠক |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গ্রামোন্নয়নের কাজে গতি আনতে রাজ্য সরকারের নির্দেশে ব্লক, মহকুমা ও জেলাস্তরে যে ‘মনিটরিং কমিটি’ হয়েছে, জেলা-স্তরের সেই কমিটির প্রথম বৈঠক হল মঙ্গলবার। এ দিন দুপুরে কালেক্টরেটের মিটিং-হলে এই বৈঠক হয়। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত-সহ জেলার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পূর্ত দফতরের পদস্থ আধিকারিকেরা। বৈঠকে আধিকারিকদের মধ্যে সমন্বয় রেখে কাজ করার উপরেই জোর দেওয়া হয়। জেলাশাসক বলেন, “প্রতিটি প্রকল্পের ক্ষেত্রেই নজরদারি বাড়ানো হচ্ছে। সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করতে হবে। এ ক্ষেত্রে অভিযোগ এলে তা খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে।”
রাজ্যে পালাবদলের পর থেকে গত পাঁচ মাস ধরেই পশ্চিম মেদিনীপুরের বিস্তীণর্র্ এলাকায় গ্রামোন্নয়নের কাজ থমকে। অনেক গ্রাম-পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির নির্বাচিত বাম জনপ্রতিনিধিরা এলাকা ছাড়া। এ ছাড়া নজরদারির অভাব, কিয়দংশে অনিয়মও এই অবস্থার মূলে বলে মনে করছে প্রশাসন। অথচ ১০০ দিনের কাজ প্রকল্প, ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-র মতো প্রকল্পগুলির ক্ষেত্রে জেলা প্রশাসনের কোষাগারে কোটি কোটি টাকা পড়ে রয়েছে। কিন্তু কাজ হচ্ছে না। ফলে, সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। পরিস্থিতি খতিয়ে দেখে উন্নয়নে গতি আনতে জেলা, মহকুমা ও ব্লকস্তরে মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দেয় রাজ্য সরকার। ক’দিন আগে জেলাশাসকের কাছে এই নির্দেশ এসে পৌঁছয়। নির্দেশে প্রতিটি প্রকল্পে নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রশাসনের নিচুস্তর পর্যন্ত সমন্বয় বাড়ানোর কথাও বলা রয়েছে। জেলা, মহকুমা ও ব্লক--এই তিন স্তরের মনিটরিং কমিটি-র সদস্য কারা হবেন, তারও উল্লেখ রয়েছে সরকারের নির্দেশিকায়। যদিও কমিটিতে নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের রাখা হয়নি। এ নিয়ে বিতর্কও হচ্ছে। আমলা-নির্ভরতা এবং গণতন্ত্র-হরণের অভিযোগ উঠেছে। বিতর্কের মধ্যেই হয়ে গেল পশ্চিম মেদিনীপুরে জেলা-মনিটরিং কমিটির প্রথম বৈঠক।
ব্লক-স্তরে প্রতি মাসের ৫ তারিখ, মহকুমা-স্তরে প্রতি মাসের ১০ তারিখ ও জেলা-স্তরে প্রতি মাসের ১৫ তারিখ কমিটির বৈঠক করার কথা বলা হয়েছে সরকারি নির্দেশে। নতুন এই নির্দেশিকা আসার পর মঙ্গলবারই প্রথম জেলা-স্তরের বৈঠক হল। জেলা প্রশাসন সূত্রে খবর, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই নির্দেশিকা এসে পৌঁছয়। ফলে, ১৫ তারিখ বৈঠক করা সম্ভব হয়নি। আগামী মাস থেকে ১৫ তারিখই জেলা-স্তরের মনিটরিং কমিটির বৈঠক হবে। এ দিন বিভিন্ন দফতরের আধিকারিকেরা জেলা প্রশাসনের কাছে একটি রিপোর্ট পেশ করেন। রিপোর্টে বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে উল্লেখ রয়েছে।
|
|
|
|
|
|