বড় ম্যাচের রেশ মুছে আজ দেশের দু’প্রান্তে মোহনবাগান-ইস্টবেঙ্গল
পুরনো দলের বিরুদ্ধেও সতর্ক সুব্রত
হাঁফ ছাড়ার সময় কোথায়? রবিবার ডার্বি তো দু’দিন পর বুধবার আবার একটি বড় ম্যাচ। মোহনবাগানের বিপক্ষ প্রয়াগ ইউনাইটেড। যেখানে সুব্রতর ডিফেন্সের পরীক্ষা নেওয়ার জন্য তৈরি ইয়াকুবু-জোসিমার-ভিনসেন্টরা।
আই লিগে এখনও অপরাজিত প্রয়াগে তারকাদের ভিড়টাই একমাত্র সমস্যা নয়। এই ক্লাবেই গত তিন বছর কোচিং করিয়েছেন সুব্রত ভট্টাচার্য। লালকমল-জোসিমারদের নাড়িনক্ষত্র সুব্রতর চেনা। তেমনই সুব্রতর ট্যাকটিক্সের হাল-হদিসের সঙ্গেও কিছুটা পরিচিত প্রয়াগের বেশির ভাগ ফুটবলার। এ রকম একটি ম্যাচে নামার আগে তাই সতর্ক সুব্রত।
এ দিকে অভূতপূর্ব ভাবে ম্যাচের আগের দিন ম্যানেজার্স মিটিংয়ে ক্লাব দু’টি জানতেই পারল না বুধবার তাদের খেলার সময়। পরে ফেডারেশনের তরফে তাদের জানানো হয় ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ছ’টার বদলে দুপুর দুটোয়। প্রয়াগ কোচ সঞ্জয় সেন বলছিলেন, “খুব অসুবিধা হবে না। এখন শীত পড়ে যাচ্ছে। মাঠ অতটা তেতে থাকবে না।” সুব্রত আরও এগিয়ে বলেন, “খেলা দুপুরে হোক, রাতে হোক, ফুটবলটা তো এক ভাবেই খেলতে হবে।”
প্র্যাক্টিসে ওডাফাকে নিয়েই পড়েছেন সুব্রত। ছবি: শঙ্কর নাগ দাস।
মোহনবাগানে চোট-কার্ড সমস্যাকে ছাপিয়ে গিয়েছে অন্য একটি সমস্যা। টিডি সুব্রত চাইছেন, ডার্বি জেতা দলের মন যেন বুধবারের প্রয়াগ ইউনাইটেড ম্যাচেই থাকে। ইস্টবেঙ্গলকে হারিয়ে যেন হাওয়ায় ভেসে না থাকে। মঙ্গলবার অনুশীলনের পর সাংবাদিক সম্মেলনে এসে কোচ প্রশান্ত বন্দ্যোপাধ্যায় অকপটে বললেন, “জেতার পর দিন থেকেই আমরা সজাগ আছি। সাধারণত বড় ম্যাচ জিতলে ফুটবলারদের মনোভাব পাল্টে যায়। সেটা যাতে না হয় আমরা চেষ্টা করছি।” তাঁর আরও সংযোজন, “সোমবার থেকেই টিডি এই কথা ফুটবলারদের বোঝাচ্ছেন। সতর্ক করে দিয়েছেন ফুটবলারদের।”
ব্যারেটো, জুয়েল রাজা বুধবার নেই কার্ড সমস্যায়। চোট মাঠের বাইরে রাখছে রাকেশ মাসিকেও। রবিবারের বড় ম্যাচের প্রথম দলের তিন মিডফিল্ডারই নেই প্রয়াগের বিরুদ্ধে। শুধু থাকছেন রহিম নবি। মঙ্গলবারের অনুশীলনে তাই সুব্রত নজর দিয়েছিলেন মিডফিল্ডারদের দিকে। সতীশ কুমার, হাদসনের আগে থেকেই চোট রয়েছে। তা-ও এন পি প্রদীপ, স্নেহাশিস চক্রবর্তী, মণীশ মৈথানি, মুরলী, সৌভিক চক্রবর্তী--হাতে সুস্থ মাঝমাঠের ফুটবলার খুব কম নেই সুব্রতর। তবে অনুশীলন দেখে মনে হল, অসীম বিশ্বাস আসতে পারেন ব্যারেটোর জায়গায়। বাকি দুই পজিশনে প্রদীপ, স্নেহাশিস আর মণীশের মধ্যে দু’জন খেলবেন।
নতুন ভাবে ভরসা জোগানো ডিফেন্স থাকছে অপরিবর্তিত। ধনরাজন, কিংশুক, ড্যানিয়েল ও সুরকুমার। ফরোয়ার্ডেও থাকছেন ওডাফা এবং সুনীল।
প্রয়াগ ইউনাইটেডে আবার কার্ড সমস্যায় নেই ডেনসন দেবদাস এবং স্টপার অর্ণব মণ্ডল। আই লিগের দুই সেরা বাঙালি স্টপার কিংশুক এবং অর্ণবের তাই মুখোমুখি দেখা হচ্ছে না। প্রয়াগ কোচ সঞ্জয় সেন অর্ণবের বদলে খেলাবেন জাস্টিন স্টিভেনকে। মাঝমাঠে ডেনসনের বদলি হয়তো জয়ন্ত সেন।
মঙ্গলবার কোনও ফুটবলারকে মিডিয়ার কাছে ঘেঁষতে দেননি সুব্রত। সাংবাদিক সম্মেলনেও পাঠাননি কোনও ফুটবলারকে। সুব্রতর কথায়, “বেশি কথা বলা হয়ে যাচ্ছে।” প্রশান্তর কাছে জানা গেল, ইউনাইটেড স্পোর্টস-এ কোচিং অভিজ্ঞতা থেকে ফুটবলারদের অনেক কিছু বলেছেন সুব্রত। কার কোথায় শক্তি, কোথায় দুর্বলতা। সুব্রত বলছিলেন, “ওদের টিমটা বেশ ভাল খেলছে। লালকমল আছে। জোসিমার আছে।” তবে নতুন মরসুমে কয়েক জন নতুন ফুটবলার এসেছেন প্রয়াগ ইউনাইটেডে। সমীহ করার মতো ফুটবলার বাছতে গিয়ে প্রশান্ত নাম করলেন নতুন আসা চার জনের। ভিনসেন্ট, ইয়াকুবু, বেলো রজ্জাক এবং দীপক মণ্ডল। ওই তালিকায় পুরনোদের মধ্যে ছিলেন শুধু সুব্রতর কোচিংয়ে খেলা লালকমল ভৌমিক।
অর্ণব এবং বেলো রজ্জাক। লালকমল এবং ডেনসন। আই লিগে দারুণ ভাবে জমে ওঠা প্রয়াগের এই দু’টি জুটিই বুধবার অকেজো। মোহনবাগানের দুই জুটি তাই সফল হওয়ার স্বপ্ন দেখতেই পারেন। ওডাফা-সুনীল এবং কিংশুক-ড্যানিয়েল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.