নিরাপত্তারক্ষী ও কর্মীদের বেঁধে রেখে হিমঘরে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কাটোয়ার জাজিগ্রামের পলিটেকনিক কলেজের পাশে একটি হিমঘরে। হৃষিকেশ সাউয়ের ওই হিমঘরের কর্মী মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। বেশ কয়েক হাজার চুরি গিয়েছে বলে দাবি হিমঘর কর্তৃপক্ষের।
হিমঘর কর্তপক্ষ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত পৌনে ১২টা নাগাদ আট জনের একটি দল পাঁচিল টপকে হিমঘরে ঢোকে। প্রত্যেকেরই মুখ গামছা বা হনুমান টুপিতে ঢাকা ছিল। হিমঘরের কর্মীরা জানান, প্রথমে তারা নৈশ প্রহরী শঙ্কর মালাকার ও সন্তোষ ঘোষকে বেঁধে ফেলে। তার পরে হিমঘরের ভিতরে ঢুকে সব কর্মীদেরও বেঁধে ফেলে। আট কর্মীকে একটি ঘরে বন্ধ করে দেয়। হিমঘরের কর্মীরা জানান, তাঁদের ঘরে বন্ধ করে রেখে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। টাকা-পয়সা লুঠ করে পলিটেকনিক কলেজের পিছন দিক দিয়ে চম্পট দেয়। |
অন্য দিকে, কাটোয়া স্টেডিয়াম পাড়াতেও একটি বাড়িতে লুঠপাট চালিয়েছে দুষ্কৃতীরা। বাড়ির কর্তা মতিয়ার রহমান কাটোয়া থানায় লিখিত অভিযোগে জানান, কার্তিক পুজো উপলক্ষে তাঁরা ১৮-২১ নভেম্বর বাড়িতে ছিলেন না। মঙ্গলবার বাড়ি ফিরে ঘটনাটি জানতে পারেন। পুলিশের ধারণা, বাড়ির পিছনের দরজা দিয়ে দুষ্কৃতীরা ঢুকেছিল। গয়না, টাকা-সহ বেশ কিছু সামগ্রী নিয়ে পালায় দুষ্কৃতীরা। সোমবার রাতে মঙ্গলকোটের নতুনহাটে একটি দুর্গা মন্দিরেও চুরি হয়েছে।
নতুন সেতু। দামালিয়ায় নুনিয়া নদীর উপর একটি সেতু নির্মাণের কাজের সূচনা করলেন এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ দিন ধরেই রানিগঞ্জের দামালিয়ায় নুনিয়া নদীর উপরে সেতুটি জীর্ণ। সেটি দিয়ে কোনও বড় গাড়ি যেতে পারে না। তাই তিন কিলোমিটার পথ ঘুরে হাড়াভাঙা দিয়ে যেতে হয় গাড়িগুলিকে। তাপসবাবু জানান, ওই সেতু নির্মাণে ৬ কোটি টাকা খরচ হবে। কাকড়ডাঙা, আমলোকা, টিরাট দিয়ে আসানসোল যাওয়ার বিকল্প এই রাস্তা দূরত্ব তিন কিলোমিটার কমিয়ে দেবে। প্রসঙ্গত, বছর দু’য়েক আগে তৎকালীন এডিডিএ চেয়ারম্যান তথা বর্তমান সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী সেতুর শিলান্যাস করেছিলেন। কিন্তু এখনও সেই কাজ শুরু হয়নি। তাপসবাবু বলেন, “আমরা নতুন করে এই পরিকল্পনা নিয়েছি। আজ থেকেই সেতুর নির্মাণ কাজ শুরু হয়ে গেল।” |