টুকরো খবর
বিক্ষোভে সিটু
বেতন-সহ অন্য ভাতার দাবিতে আন্দোলনে নামল সিটু অনুমোদিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ এমপ্লয়িজ ইউনিয়ন। সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বালুরঘাটের ডিপো ইনচার্জকে ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। অভিযোগ, গত মাসের বেতন এখনও পাননি বালুরঘাট ডিপোর কর্মীরা। এমপ্লয়িজ ইউনিয়নের সম্পাদক শিশির দে বলেন, “অক্টোবরের বেতন এখনও ওই কর্মীরা পাননি। কর্মীদের ওভারটাইমের বকেয়া দু’মাসের টাকাও মিলছে না। এই ডিপোর অধীন ১৫০ জন অবসরপ্রাপ্ত কর্মী চার মাস থেকে পেনশন পাচ্ছেন না। নভেম্বরের ৯ তারিখে এ বিষয়ে কেন্দ্রীয় ভাবে কোচবিহারে দফতরের এমডি এবং চেয়ারম্যানকে দাবি সনদ দেওয়া হয়। কিন্তু সমস্যার সুরাহা না হওয়ায় আন্দোলন নেমেছি।” বেতন সহ অন্য ভাতা না মেলা পর্যন্ত দৈনিক ১ ঘণ্টা ডিপোয় বিক্ষোভ আন্দোলন চলবে বলে শিশিরবাবু হুমকি দিয়েছেন। ডিপো সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট ডিপোর কর্মী ১৭১ জন। ডিপো ইনচার্জ সহ কেউই অক্টোবর মাসের বেতন পাননি। ডিপো ইনচার্জ অচিন্ত্য লাহা বলেন, “বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সমস্যা মেটানোর আবেদন জানিয়েছি।” এনবিএসটিসির বোর্ড অফ ডিরেক্টরের সদস্য তৃণমূল নেতা বিপ্লব খাঁ বলেন, “নতুন এমডি’র দায়িত্ব নিয়ে বিপি গোপালিকা কর্মীদের তথ্য চেয়ে রিপোর্ট তৈরি করে বিভাগীয় রাজ্য দফতরে জমা দিয়েছেন। এই প্রক্রিয়ায় বেতন দিতে দেরি হচ্ছে। খুব শীঘ্রই বালুরঘাটের ডিপো কর্মীরা অক্টোবরের বেতন পাবেন।” বালুরঘাটের ডিপোর ইনটাকের সম্পাদক অরুণ রায় বলেন, “বাম আমলে এনবিএসটিসির এই অবস্থা নতুন সরকারের উদ্যোগে কেটে যাবে বলে কর্মীদের আশা। মাসের বেতন, পরের মাসের ২ তারিখের মধ্যে পাওয়ার ব্যবস্থা না হলে পরিবার নিয়ে কর্মীরা দিশেহারা ।” তৃণমূলের আইএনটিইউসি’র ডিপো কমিটির সম্পাদক সুনীল কর্মকার বলেন, “বাম আমলে অবাধে কর্মী নিয়োগ করে ভর্তুকির বোঝা বাড়িয়ে এনবিএসটিসি সঙ্কটের মুখে। সরকারি তরফে নানা প্রক্রিয়া শুরু করায় সমস্যা হচ্ছে। বেতন সহ পেনশনের টাকা ঢুকে যাবে।”

সিপিএম-তৃণমূল সংঘর্ষে জখম ৮
মিছিল থেকে বাদানুবাদকে কেন্দ্র করে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাতে কোচবিহার থানার চিলকিরহাট এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্ততপক্ষে ৮ জন জখম হয়েছেন। এদের মধ্যে তিন জনকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “দুই পক্ষের মিছিলকে কেন্দ্রে করে উত্তেজনা ছড়ায়। মিছিলের অনুমতি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।” জঙ্গলমহলে মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে এ দিন এলাকায় তৃণমূল কংগ্রেস মিছিল বার করে। ২৮ নভেম্বর চিলকিরহাটে দলের লোকাল সম্মেলেন সফল করতে একই সময় মিছিল বার করে সিপিএম সমর্থকেরা। দুই পক্ষের মিছিল মুখোমুখি হতেই দুই দলের কয়েক জন সমর্থক বাদানুবাদে জড়িয়ে পড়েন। তার পরেই লাঠি, ইঁট, পাথর নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে।

জলপ্রকল্পে ৪২ কোটি
মালদহ শহরে পরিশোধিত জলসরবরাহের জন্য কেন্দ্রীয় সরকারের নগরোন্নয়ন মন্ত্রক প্রায় ৪২ কোটি টাকা অনুমোদন করেছে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের সবুজ সংকেত পাওয়ার পরেই ইংরেজবাজার পুরসভার কর্তৃপক্ষ পরিশোধিত জল প্রকল্পের কাজ শুরুর জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক রাজ্যের ৯টি পুরসভাকে পরিশোধিত জল প্রকল্পের জন্য ২৮২ কোটি টাকা অনুমোদন করেছে। এর মধ্যে ইংরেজবাজার পুরসভাও আছে। কেন্দ্রীয় সরকারের জহরলাল নেহেরু আর্বান রিনিউয়াল মিশনের আওতায় ছোট এবং মাঝারি শহরের জন্য যে আর্থিক সাহায্য দেওয়া হয়, সেই আওতায় ইংরেজবাজারকে টাকা দেওয়া হচ্ছে। পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বলেন,“কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক পুরসভা এলাকায় পরিশোধিত জল প্রকল্পের জন্য প্রায় ৪২ কোটি টাকা অনুমোদন করেছে। শুক্রবার কলকাতায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের সচিব বৈঠক ডেকে জল প্রকল্পের কাজ শুরুর নির্দেশ দিয়েছেন। পরিশোধিত জল সরবরাহ চালু হলে শহরের প্রায় তিন লক্ষ মানুষ জল পাবে। জল করও বৃদ্ধি পাবে। প্রকল্প চালু হলে” চেয়ারম্যান বলেন, “এখন জল সরবরাহের জন্য হোল্ডিং প্রতি মাসে ১৫ টাকা করে নেওয়া হচ্ছে। জলকর বাড়ানো হবে এই মুচলেখা দেওয়ার পরই তো এই জল প্রকল্প অনুমোদন হয়েছে। নইলে তো জল প্রকল্পটি কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক অনুমোদনই করত না। মন্ত্রকের নির্দেশ মত জলকর নেওয়া হবে।”

একগুচ্ছ পরিকল্পনা
সংস্থার খরচ কমাতে নিউ কোচবিহার কেন্দ্রীয় কারখানা পুনরুজ্জীবনে একগুচ্ছ পরিকল্পনা নিল এনবিএসটিসি। সোমবার স্বয়ংক্রিয় টায়ার রিসোলিং মেশিন বসানো হয়। উদ্বোধন করেন কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী। নিগমের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “পুরনো টায়ার ব্যবহার যোগ্য করার ওই মেশিন চালু হওয়ায় বছরে ৫ লক্ষ টাকা খরচ কম হবে। কর্মীরা আগে প্রতিদিন ৬টি করে টায়ার রিসোলিং করত। এখন দৈনিক ৩০টি টায়ার রিসোলিং করা যাবে।” তিনি জানান, ওই কারখানায় ‘ডিস্ট্রিল ওয়াটার প্ল্যান্ট’ বসানোর কথাও ঘোষণা করেন তিনি। তিনি বলেন, “বাসে সাধারণ জল ব্যবহার হওয়ায় রেডিয়েটর ও ব্যাটারির ক্ষতি হচ্ছে। বছরে যার পরিমাণ ৫ লক্ষ টাকা। খরচ কমাতে প্ল্যান্ট চালুর চেষ্টা করছি।”

নয়া কমিটি সিপিএমের
গেটে তালা মেরে রবীন্দ্রভবনের মঞ্চে সভা করে ৩টি লোকাল কমিটি ভেঙে একটি কমিটি গঠন করল সিপিএম। রবিবার ঘটনাটি ঘটে বালুরঘাটে। গভীর রাত পর্যন্ত চলা সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। সিপিএম সূত্রের খবর, সদস্য সংখ্যা কমে যাওয়ায় ৩টি লোকাল কমিটি ভেঙে একটি করা হয়েছে। রাতে বৈঠকে উপস্থিত কর্মীদের মধ্যে গণ্ডগোল শুরু হয়। সভার ভেতরে জেলায় প্রাথংমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কে বা কারা যুক্ত তা নিয়ে হট্টগোল বাঁধে। চেঁচামেচি এমন পর্যায়ে পৌঁছয় যে লোক জমে যায়। প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অমিত সরকার, অপূর্ব সেন, লোকাল কমিটির সম্পাদক প্রদীপ বসুদের বিরুদ্ধে সরব হন অধিকাংশ প্রতিনিধি। পরে জেলা সম্পাদকমণ্ডলীর এক সদস্য শিশির দে বলেন, “সম্মেলনেই ক্ষোভ বিক্ষোভ জানানোর জায়গা। স্বাভাবিক ভাবেই কর্মীরা তা জানিয়েছেন।” ওই দিন সম্মেলনের শুরুতে রবীন্দ্রভবন চত্বরে সাংবাদিকদের দেখে চটে যান দলের সম্পাদক মানবেশ চৌধুরী। সম্মেলনে নির্ধারিত ২৭২ জনের মধ্যে উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন সদস্য। সম্মেলনে সরকারি প্যানেল পাঠ করতে উঠলে তুমুল কর্মী বিক্ষোভে মধ্যে মুখে পড়েন সিপিএমের দাপুটে নেতা প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস। রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়ে তাঁকে প্যানেলে অন্তর্ভূক্ত ২ জনের নাম নিয়ে আপত্তির জেরে ভোটাভুটিতে যেতে হয়। পরে পাল্টা প্যানেল থেকে ২ জনের নাম অন্তর্ভূক্ত হয়ে ভোটাভুটির মাধ্যমে ১৩ জনের বালুরঘাট লোকাল কমিটি তৈরি হয়। সম্পাদক নির্বাচিত হন রতন সাহা। বৈঠকে নেতাদের স্বজনপোষণ নিয়ে সরব হন কর্মীরা।

কুপিয়ে, গুলিতে খুন
স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার দক্ষিণ তালগ্রামে। পুলিশ জানায়, মৃতার নাম ফুলবাস বিবি (৩২)। মাথায় হাঁসুয়ার কোপ দেওয়ার পাশাপাশি বুকের বাঁদিকে গুলি করা হয় তাঁকে। পুলিশ সূত্রের খবর, তাঁর স্বামী ইসমাইল শেখ কয়েকটি মামলায় অভিযুক্ত হয়ে ফেরার। ফুলবাস বিবি তার গতিবিধি পুলিশকে জানিয়ে দিচ্ছেন ধারণা করে সে স্ত্রীকে খুন করে বলে সন্দেহ পুলিশের।

তড়িদাহত হয়ে মৃত্যু
তড়িদাহত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে কালিয়াগঞ্জ থানার পালইবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম বিশ্বজিৎ দাস (২৬)। ওই এলাকাতেই তাঁর বাড়ি। এ দিন বাড়ির পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে থাকা তারে হাত দিলে তড়িদাহত হন। আশঙ্কাজনক অবস্থায় এর পর তাঁকে কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ওই যুবক দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে।

পথ দুর্ঘটনায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার শ্রীপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানায়, মৃতের নাম জ্যোতিষ রায় (৫৮)। তাঁর বাড়ি ইটাহার থানার বানবোল এলাকায়। পেশায় কৃষক জ্যোতিষবাবু সাইকেলে চেপে শ্রীপুর এলাকার একটি কৃষিফার্মে বীজ আনতে যাচ্ছিলেন। সেই সময় রায়গঞ্জগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মেরে পালায়।

জমি বিবাদে খুন
জমির বিবাদকে কেন্দ্র করে ভালুরের ছেলেকে খাবারে সঙ্গে বিষ মিশিয়ে খুন করার অভিযোগ উঠেছে কাকিমার বিরুদ্ধে। গত রবিবার ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার উমরটোলা গ্রামে। মৃতের নাম আবুল কালাম আজাদ (১০)। অভিযুক্ত মহিলা পলাতক। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “মৃত ছাত্রের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে।”

দেহসৌষ্ঠব প্রতিযোগিতা
উত্তরবঙ্গ দেহসৌষ্ঠব প্রতিযোগিতা আয়োজিত হল ডুয়ার্সের মালবাজারের উদিচি কমিউনিটি হলে। ‘ওয়েস্টবেঙ্গল বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশন’ অনুমোদিত ওই প্রতিযোগিতায় ৭০ জন অংশ নেন। ‘চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন’ উত্তরবঙ্গ শ্রী নির্বাচিত হন শিলিগুড়ির রানা সরকার।

আগুন
কোচবিহারে রাসমেলা চত্বরের কাছে একটি বাড়িতে আগুন লাগায় দর্শনাথীদের মধ্যে আতঙ্ক ছড়াল। দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.