ধান সংগ্রহ নিয়ে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • সিমলাপাল |
চালকল, বেনফেড, কনফেডের মাধ্যমে চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কিনছে সরকার। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা সঙ্কটে পড়েছেন বলে অভিযোগ। সোমবার সিমলাপাল কমিউনিটি হলে অনুষ্ঠিত এক কনভেনশনে এমনই অভিযোগ করেন খাতড়া মহকুমার ধান ব্যবসায়ীরা। বাঁকুড়া জেলা ধান্য বাবসায়ী সমিতি সূত্রে জানা গিয়েছে, খাতড়া মহকুমায় প্রায় ৬ হাজার ধান ব্যবসায়ী আছেন। তাঁদের মধ্যে অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ী। সিমলাপাল ব্লক ধান্য ব্যবসায়ী সমিতির সভাপতি অজিত সিংহবাবু বলেন, “সরকার চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কিনছে চালকল, বেনফেড, কনফেডের মাধ্যমে। ক্ষুদ্র ধান ব্যবসায়ীদের মাধ্যমে এটা করা হলে অনেকে উপকৃত হতেন।” তাঁর অভিযোগ, “একে ধানের বাজার নেই। তাই চাষিরা ধান বিক্রি করতে অনীহা দেখাচ্ছেন। সরকার যে পদ্ধতিতে ধান কিনছে তার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের মতো ক্ষুদ্র ধান ব্যবসায়ীরা।” এ দিন কনভেনশনে উপস্থিত ছিলেন খাতড়া, ইঁদপুর, তালড্যাংরা, সিমলাপাল, রাইপুর, সারেঙ্গা, হিড়বাঁধ ব্লকের প্রায় দু’হাজার ধান ব্যবসায়ী। |
বাস চালককে মার, বিক্ষোভ বিষ্ণুপুরে
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
বাসের মাথায় যাত্রী তোলাকে কেন্দ্র করে একটি বাসের চালককে মারধর করার অভিযোগ উঠেছে বিষ্ণুপুরে। সোমবার সকালের ঘটনা। এর প্রতিবাদে এ দিন বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে বাস দাঁড় করিয়ে কিছুক্ষণ বিক্ষোভ দেখান কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম বাস চালক তারু ধাড়া ইন্দাস-তালড্যাংরা রুটে বাস চালান। পুলিশ জানায়, বাসের মাথায় যাত্রী তোলা বেআইনি। কিছু দিন আগে বাসের মাথা থেকে পড়ে এক ছাত্র গুরুতর জখম হয়েছে। তার পর থেকে অভিযান চলছে। তবে এ দিন ঠিক কী নিয়ে বচসা তদন্ত করে দেখা হবে। |
প্রয়াত শিক্ষাবিদ
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
মারা গেলেন শিক্ষাবিদ কৃত্তিবাস নাথ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। রবিবার সন্ধ্যায় মানবাজারের বাড়িতে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, কৃত্তিবাসবাবু মানবাজার রাধামাধব বিদ্যায়তনের সহকারি প্রধান শিক্ষক ছিলেন। বাঁকুড়ার পাঁচমুড়া কলেজের অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন। পরে ইন্দপুর গোয়েঙ্কা স্কুলের প্রধান শি৭ক হিসেবে অবসর নিয়েছিলেন। |
দুর্ঘটনায় শিশুর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫ বছরের এক শিশুর। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের লালবাজারে। পুলিশ জানায়, মৃতার নাম শ্রাবণী মালাকার। ওই এলাকায় তার বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তা পারাপার করার সময়ে লালবাজার মোড়ের দিক থেকে আসা একটি গড়িতে পিষ্ট হয় শ্রাবণী। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যালে নিয়ে যান। বিকেলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, চালক-সহ গাড়িটি আটক করা হয়েছে। |
মারধরের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ইন্দাস |
পাড়ার কার্তিক পুজো নিয়ে বচসার জেরে এক বক্তিকে মারধর করার অভিযোগ উঠল দুই পড়শির বিরুদ্ধে। পুলিশ জানায়, শনিবার সকালে ইন্দাস থানার পালশি গ্রামের বাসিন্দা সুভাষ বাগদিকে মারধর করা হয়েছিল। সোমবার অভিযুক্তদের ধরে পুলিশ। ধৃতদের জামিন দেয় বিষ্ণুপুর আদালত। |