টুকরো খবর |
বেহাল টাকি রোডে ফের দুর্ঘটনায় মৃত্যু, ক্ষুব্ধ জনতা
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
লরির ধাক্কায় মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহীর। পুলিশ জানায় দেগঙ্গা থানার দক্ষিণ চোরাশি গ্রামের বাসিন্দা ওই যুবকের নাম সুকান্ত মণ্ডল (২৬)। তাঁর সঙ্গে থাকা অন্য দুই আরোহী গুরুতর জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বসিরহাটের নেহালপুরের কাছে টাকি রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন সুকান্তবাবু। সম্প্রতি তিনি মোটর সাইকেল কিনেছিলেন। ওই দিন সন্ধ্যা নাগাদ দুই বন্ধুকে নিয়ে মোটর সাইকেলে তিনি বসিরহাটের উদ্দেশ্যে রওনা হন। নেহালপুরের কাছে টাকি রোড ধরে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা একটি লরিকে পাশ দিতে গেলে রাস্তার গর্তে গাড়ির টাকা পড়ে ছিটকে পড়েন তাঁরা। লরির চাকায় পিষ্ট হন সুকান্ত। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ধান্যকুড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এর পরেই ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে। তাঁদের অভিযোগ, বার বার খারাপ রাস্তার কারণে দুর্ঘটনায় মৃত্যু হলেও প্রশাসন সংস্কার নিয়ে উচ্চবাচ্য করছে না।
|
আইএনটিটিইউসি-র কর্মশালা ফলতায়
নিজস্ব সংবাদদাতা • ফলতা |
ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) শ্রমিকদের নানা সমস্যা নিয়ে সোমবার সেখানে এক কর্মশালার আয়োজন করা হয় আইএনটিটিইউসি-র পক্ষ থেকে। ওই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৪৩টি কারখানা রয়েছে। প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সেই সব কারখানায় জড়িত অন্তত ১৩ হাজার শ্রমিক। তাঁদের অনেকেরই অভিযোগ, প্রভিডেন্ড ফান্ড, ইসএসআই-সহ বিভিন্ন সুযোগ-সুবিধা তাঁরা পান না। অনেকে কাজে স্থায়ীকরণের দাবিও তোলেন। মোট ১২ দফা দাবি নিয়ে আলোচনা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি দোলা সেন, ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ, ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার, ফলতা এসইজেড-এর ডেভেলপমেন্ট কমিশনার সঞ্জীব নন্দানী প্রমুখ।
|
রড চাপা পড়ে মৃত্যু শ্রমিকের
নিজস্ব সংবাদদাতা • সাগর |
লোহার রড চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে সাগরের কচুবেড়িয়া ঘাটে। মৃতের নাম অশোক ঘোষ (২৪)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের হরিণতাঙ্গি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন সাগরমেলা উপলক্ষে কচুবেড়িয়া ঘাটে অস্থায়ী জেটিঘাট নির্মাণের কাজ চলছে। এ দিন সকাল ১০টা নাগাদ অশোক সেই কাজ করছিলেন। সেই সময় প্রায় ১০ ফুট লম্বা এবং মোটা বেশ কিছু রড ট্রলি থেকে নামানো হচ্ছিল। আচমকা কিছু রড পাশেই থাকা অশোকের গায়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথেই মৃত্যু হয়। পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে। অশোক এক ঠিকাদারের অধীনে কাজ করছিলেন। কাকদ্বীপের মহকুমাশাসক রাহুল মজুমদার বলেন, “সরকারি নিয়ম মেনে ওই শ্রমিকের পরিবারের জন্য কোনও ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত খোঁজ নিতে সাগরের বিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে।”
|
স্কুলভোটে জিতল তৃণমূল, সিপিএম
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট ও বনগাঁ |
উত্তর ২৪ পরগনায় রবিবার বসিরহাট ও বনগাঁ মহকুমার কয়েকটি স্কুলে হয়ে গেল অভিভাবক প্রতিনিধি নির্বাচন। বাদুড়িয়ায় দক্ষিণ চাতরা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে দেয় তৃণমূল। বসিরহাটের হরিশপুর কেনারাম স্মৃতি বিদ্যামন্দিরে ৬-০ ব্যবধানে জয়ী হয় সিপিএম। স্বরূপনগরের তেঁতুলিয়া হাইস্কুলে জেতে তৃণমূল। এখানে সিপিএম, বিজেপি, কংগ্রেস প্রার্থী দিলেও ভোটের পরে দেখা যায় তৃণমূল ৬-০ ব্যবধানে জয়ী হয়েছে। দেগঙ্গার বেড়াচাঁপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ে তৃণমূল ও কংগ্রেস জোটের কাছে ৬-০ ব্যবধানে হেরে যায় সিপিএম। এ দিন নির্বাচন হয় হাবরার নারায়ণপুর হাইস্কুল, কে এম আর ইনস্টিটিউশন, বনগাঁর ট্যাংরা কলোনি হাইস্কুল, চাঁপাবেড়িয়া হাইস্কুল এবং অশোকনগরের ভগবতী বিদ্যামন্দিরে। এর মধ্যে চাঁপাবেড়িয়া হাইস্কুলে ৬টি আসনেই জেতেন বামপ্রার্থীরা। বাকি স্কুলগুলিতে জিতে যায় কংগ্রেস-তৃণমূল জোট। এর মধ্যে অশোকনগরের স্কুলটিতে বহু বছর পরে হারতে হল বামেদের। বাগদার কোনিয়ারা যাদবচন্দ্র হাইস্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচন হওয়ার কথা ছিল আগামী রবিবার। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল গত শনিবার। স্কুল সূত্রে জানা গিয়েছে, বামেরা কোনও মনোনয়ন জমা দেয়নি।
|
খুনের ঘটনায় অভিযুক্তকে গুলি করে খুন বনগাঁয়
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক পুলিশকর্মী। রবিবার রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বনগাঁয় এক নম্বর রেলগেটের কাছে। নিহত ওই পুলিশকর্মীর নাম তপন ওরফে খোকা ঘোষ (৪৮)। বাড়ি স্থানীয় সুভাষনগর এলাকায়। নিহতের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। বনগাঁর এসডিপিও জয়ন্ত মুখোপাধ্যায় বলেন, “দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। তবে নিহতের বিরুদ্ধেও খুনের অভিযোগ রয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার খোকাবাবু বনগাঁ হাসপাতালে রক্তচাপ পরীক্ষা করাতে গিয়েছিলেন। সেখান থেকে রাতে বাড়ি ফেরেন। পরে আবার সিগারেট কিনতে বাড়ি থেকে বের হন। সেই সময়েই জনা কয়েক দুষ্কৃতী তাঁকে খুব কাছ থেকে গুলি করে। বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে খোকাবাবুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের পরে যশোহর রোড ধরে খুনিরা চম্পট দেয়। খোকাবাবু পুলিশের গাড়ি চালাতেন। ২০০৫ সালে এক নম্বর রেলেগেটের কাছে দুষ্কৃতীদের হাতে এক ব্যক্তি খুন হন। ওই খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন খোকাবাবু। সেই সময় তাঁকে চাকরি থেকে সাসপেন্ডও করা হয়েছিল। পরে ফের চাকরিতে যোগ দিলেও সেই খুনের মামলা এখনও চলছে।
|
মগরাহাটে প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • উস্তি |
|
ছবি: দিলীপ নস্কর। |
মগরাহাট পশ্চিম চক্রের পরিচালনায় রবিবার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা হল। উস্তির শিরাকোল হাইস্কুল মাঠে ওই প্রতিযোগিতায় ৫০টি স্কুলের ২২৫ জন ছাত্রছাত্রী হাইজাম্প, লং জাম্প, দৌড়-সহ বিভিন্ন প্রতিযোগিতায় যোগ দেয়। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীর হাতে পুরস্কার তুলে দেন দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সুরঞ্জনা চক্রবর্তী। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক গিয়াস মোল্লা, ওই চক্রের পরিদর্শক শ্বেতা দাশগুপ্ত প্রমুখ॥
|
নাবালিকা উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
দিল্লির একটি বাড়ি থেকে বাসন্তীর খাসচক-মনসাখালির এক নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। কাজের প্রলোভন দেখিয়ে ওই গ্রামেরই বাসিন্দা মোহন নস্কর বেশ কিছু দিন আগে ওই নাবালিকাকে দিল্লিতে পাচার করে দেয় বলে অভিযোগ। গত ৯ নভেম্বর ওই নাবালিকার মা এ ব্যাপারে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সে দিনই মোহনকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই রবিবার রাতে ওই নাবালিকাকে দিল্লি থেকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। |
|