প্রশ্ন: ওয়েন, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের খুব কাছে পৌঁছে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বেনফিকার বিরুদ্ধে জিততে পারলে একটা ম্যাচ হাতে রেখেই সেটা হয়ে যাবে। দল যা খেলছে এখনও পর্যন্ত, তাতে আপনি খুশি?
রুনি: সব সময় আমরা সেরা খেলাটা খেলতে পেরেছি এমন নয়। কিন্তু গ্রুপ থেকে ওঠাটাই আসল কথা। গালাতি-র বিরুদ্ধে শেষ ম্যাচে আমরা ২-০ জিতলেও সেরা ফর্মে খেলেছি, বলব না। এর থেকে বোঝা যায় চ্যাম্পিয়ন্স লিগে সহজ ম্যাচ বলে কিছু হয় না। গালাতি-র ফুটবলাররা ভাল রকম চাপ তৈরি করেছিল। যা দেখে কিছুটা চমকে গিয়েছি আমি। আশা করছি বেনফিকা ম্যাচটা অন্য রকম হবে। আমরা জানি যে এই ম্যাচটা জিততে পারলে একই সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়নও হতে পারব।
প্র: আমরা কী এ বারের চ্যাম্পিয়ন্স লিগে রুনির থেকে প্রচুর গোল দেখব?
রুনি: আশা করছি। ফর্ম ভাল যাচ্ছে। আর ফর্ম ভাল গেলে, গোল পেলে ভালই লাগে। আশা করছি এই ফর্মটা চলবে।
প্র: ম্যাঞ্চেস্টার সিটি-র কাছে ১-৬ হারার পর বেশ কিছু ম্যাচ ইউনাইটেড ভাল খেলেছে। কিন্তু আপনি ডার্বি ম্যাচের ওই দুঃস্বপ্ন ভুলতে পেরেছেন?
রুনি: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে আমার কেরিয়ারের সবচেয়ে খারাপ মুহূর্ত ওটা। ম্যাচ শেষের পর আমরা বলাবলি করছিলাম, এই ম্যাচটাকে স্রেফ ভুলে যেতে হবে। সামনে এগোতে হবে। মনে আছে, ম্যাচের পর আমি কয়েক জন প্লেয়ারের সঙ্গে কথা বলেছিলাম। ঠিক করেছিলাম, এই ব্যাপারটা নিয়ে দোটানায় ভোগার কোনও মানেই নেই। আর আমার মনে হয় ডার্বির পর আমরা সেটা করে দেখিয়েছি। কয়েকটা ভাল ম্যাচ জিতেছি আমরা।
প্র: তা হলে ম্যান সিটি এই মুহূর্তে গ্রুপ শীর্ষে থাকলেও আপনারা প্রিমিয়ার লিগ জিততে পারেন, বলছে?
রুনি: অবশ্যই। আমরা তো ফিরে এসেছি। আরও অনেক ম্যাচ বাকি। আমি নিশ্চিত বেশ কিছু চমক অপেক্ষা করে থাকবে। |