টুকরো খবর
ক্লাব ছাড়লেন ইস্টবেঙ্গল অধিনায়ক
বড় ম্যাচের পর দিনই অধিনায়ক অভ্র মণ্ডলকে ছেড়ে দিল ইস্টবেঙ্গলে। লিয়েনে অভ্র চললেন সুব্রত পালের ক্লাব পুণে এফ সিতে খেলতে। অভ্রকে পুণে নিয়ে যাওয়ার ব্যাপারে সুব্রতর ভূমিকা বিশাল। ইস্টবেঙ্গলে সুযোগ না পেয়ে দীর্ঘ দিন ধরে লিয়েনে অন্য ক্লাবে যাওয়ার চেষ্টায় ছিলেন অভ্র। কর্তারা তাঁকে বলেন, বড় ম্যাচের পরে কথা হবে। সোমবার ইস্টবেঙ্গল তাঁবুতে গেছিলেন অভ্র। সেখানে তাঁকে ছাড়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দেন কর্তারা। অভ্র পরে বললেন, “মঙ্গলবার প্র্যাক্টিসে যাব। ওখানে কোচ সই করে দিলেই ছাড়পত্র পেয়ে যাব।” তাঁর বুধবারই পুণে রওনা হওয়ার কথা। মঙ্গলবার পুণে রওনা হচ্ছেন অভ্রর নতুন সতীর্থ সুব্রত পাল। চোটের জন্য তাঁদের ক্লাবের গোলকিপারের সমস্যা। তাই কোচ ডেরিক পেরিরা অভ্রকে নিচ্ছেন। সুব্রত এখন পুণে গিয়ে ফিজিক্যাল ট্রেনিং শুরু করবেন। দেশের এক নম্বর গোলকিপারের বিয়ে জানুয়ারিতে। পাত্রী দেবস্মিতা মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন। পাশাপাশি সঙ্গীতশিল্পীও। তাঁর বাবা দেবাশিস মুখোপাধ্যায় জাতীয় দলের প্রাক্তন কিপার। তাঁর কাছে একসঙ্গে ব্যক্তিগত ট্রেনিং নিতেন সুব্রত ও অভ্র। সুব্রত আপাতত দলের সঙ্গে ট্রেনিং চালালেও তাঁর ম্যাচ খেলতে জানুয়ারির শেষ দিক হয়ে যাবে।

রঞ্জিতে বিশ্বরেকর্ড খলিলের
উইকেটের পিছনে দাঁড়িয়ে বিশ্ব রেকর্ড করলেন হায়দরাবাদের ইব্রাহিম খলিল। অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফি প্লেট গ্রুপের খেলায় দু’ইনিংস মিলিয়ে ১৪টি শিকার (১১টি ক্যাচ, তিনটি স্টাম্প) ধরেছেন। খলিল বলেছেন, “মাঠে ক্যাচগুলো নেওয়ার সময় বা স্টাম্পিং করার সময় বুঝিনি। বিশ্ব রেকর্ডের কথা জানতে পারি ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পর।” এর আগে প্রথম শ্রেণির ম্যাচে এই রেকর্ড ছিল পাকিস্তানের তাহির রশিদের (নয় শিকার)। এ দিকে, খলিলের বিশ্ব রেকর্ডের কথা জানতে পেরে মুম্বইয়ে ভিভিএস লক্ষ্মণ বলেছেন, “হায়দরাবাদের জন্য দারুণ খবর। ইব্রাহিমকে আমি অনেক দিন ধরে চিনি। খুব পরিশ্রমী ক্রিকেটার। আর সব সময় উন্নতি করার জন্য খেটে যাচ্ছে। খুব ভাল লাগছে দেখে যে, ও বিশ্বরেকর্ড করেছে। আমি ওকে অভিনন্দন জানাচ্ছি।”

অঙ্কিতার ‘স্বীকৃতি’
বাহরিনে বিশ্ব জুনিয়র টেবল টেনিসে ‘ফেয়ার প্লে’ খেতাব জিতলেন শিলিগুড়ির অষ্টাদশী অঙ্কিতা দাস। সোমবার রাতে নর্থ বেঙ্গল টিটি অ্যাসোসিয়েশন সূত্রে এই খবর জানা গিয়েছে। রবিবার প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে চিনের রউচেন গু-কে ছ’গেম পর্যন্ত টেনে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত অবশ্য ৩-১১, ২-১১, ১১-৭, ৮-১১, ১১-৯, ১২-১৪ গেমে হারতে হয় তাঁকে। সোমবার রাতে দিল্লি এসে পৌঁছন তিনি।

সর্বভারতীয় অ্যাথলেটিক্স
সর্বভারতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় সাত সদস্যের দল ঘোষণা করেছে। তাঁরা হলেন পিঙ্কি দে, শিউলি রায়, মাম্পি মণ্ডল, উজ্জ্বল পাল, সাহেব মৈত্র, শান্তিপদ বারুই ও সোমনাথ টুডু। প্রতিযোগিতাটি হবে ১৭-২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কর্ণাটকের রাজীব গাঁধী ইউনির্ভাসিটি অব হেল্থ সায়েন্সস। অ্যাথলিটদের নিয়ে আবাসিক শিবির করবে বর্ধমান।

জাতীয় সেরা পঙ্কজ
জাতীয় শুটিংয়ে জোড়া সোনা পেলেন পঙ্কজ পোদ্দার। তাঁর একটি সোনা এসেছে ব্যক্তিগত বিভাগে। অন্য সোনাটি তিনি জিতেছেন দলগত বিভাগে। রুপো পান পার্থ ঘোষ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.