ঘরের মাঠে বাগে পেয়েও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ জিততে পারল না গ্রেম স্মিথের দক্ষিণ আফ্রিকা। শেষ দিন জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৬৮ রান, হাতে সাত উইকেট। স্কোরবোর্ডে যখন ২৯২-৮, ম্যাচে টানটান উত্তেজনা। তখনও জিততে চাই ১৮। বল হাতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফিল্যান্ডার, ডেল স্টেইন, ইমরান তাহিররা। শেষ রক্ষা অবশ্য হল না। রূদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে ম্যাচ বের করে নিয়ে গেলেন মিচেল জনসন (৪০ নট আউট) এবং জীবনের প্রথম টেস্ট খেলতে নামা কামিন্স (১৩ ড়ট আউট)। |
চাপের মুখে একটা ভুল শট অস্ট্রেলিয়ার সর্বনাশ ডেকে আনতে পারত। তা হয়নি এবং ৩১০-৮ তুলে ওয়ান্ডারার্সে নাটকীয় ভাবে দ্বিতীয় টেস্ট জিতল অস্ট্রেলিয়া। সিরিজ শেষ হল ১-১ ফলে।
আজ পঞ্চম দিন সকালে শুরুতেই অধিনায়ক মাইকেল ক্লার্কের (২) উইকেট হারায় অস্ট্রেলিয়া। কিছুক্ষণ পরে ফেরেন প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংও (৬২)। কিন্তু ইনিংসকে টানছিলেন মাইক হাসি ও ব্র্যাড হ্যাডিন। হাসি (৩৯) তো খেললেনই, আরও দামি ইনিংস খেলে দেন হ্যাডিন (৫৫) বাকি কাজটা দায়িত্ব নিয়ে সেরে ফেলেন মিচেল জনসন। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক স্মিথ বলেন, ‘‘এই ম্যাচ টেস্ট ক্রিকেটের পক্ষে খুব ভাল বিজ্ঞাপন। আমাদের দেশে বহু মানুষ টিভিতে ম্যাচটা দেখছিলেন। খুব উত্তেজক এবং উঁচু মানের ক্রিকেট আমরা দেখলাম। এ সব ম্যাচ হলে টেস্টে মানুষ অবশ্যই মাঠে আসবেন।” অন্য দিকে অস্ট্রেলিয়া শিবির নবাগত কামিন্সের প্রশংসায় পঞ্চমুখ। |